কলকাতা, 29 মার্চ : অস্কারের মঞ্চে স্ত্রীকে নিয়ে রসিকতা করায় সঞ্চালক ক্রিস রককে সপাটে চড় কষিয়েছেন অভিনেতা উইল স্মিথ ৷ পরে ‘কৃতকর্ম’-এর জন্য তিনি ক্ষমা চাইলেও তা নিয়ে মেতেছে বিশ্ববাসী ৷ বেশিরভাগই বলছেন, ঠিক কাজ করেছেন অভিনেতা ৷ সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে মিমের ছড়াছড়ি ৷ তাই এবার এই চড়কে হাতিয়ার করে সচেতনতার অভিনব প্রচার শুরু করল লালবাজার (Kolkata Police use Will Smith picture) ।
অনলাইনে লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার হাত থেকে মানুষকে বাঁচাতে চড় মারার ছবি ব্যবহার করেছে কলকাতা পুলিশ ৷ ওই ছবিতে ক্রিস রককে দেখানো হয়েছে ‘চটজলদি লোনের প্রতিশ্রুতি দেওয়া অ্যাপ হিসেবে’, অন্যদিকে জনপ্রিয় অভিনেতার প্রতীকে রয়েছেন ‘স্মার্ট আমজনতা’ ৷ দু'নম্বরি অ্যাপের ফাঁদে পা না দিয়ে তাকে সপাটে থাপ্পড় কষাচ্ছে আমজনতা ৷ এমনটাই প্রতিপন্ন করে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছে কলকাতা পুলিশ ৷ আর উইল স্মিথের আসল চড় মারার মতোই ভাইরাল কলকাতা পুলিশের এই উদ্যোগও ৷
আরও পড়ুন : Nirbhaya Project by Kolkata Police : এই গাড়িটি মহিলাদের সম্মান করতে জানে
অনলাইন অ্যাপগুলি জনসাধারণের অজ্ঞানতার সুযোগ নিয়ে ঋণের প্রলোভন দেখিয়ে জালিয়াতি করে । প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন ঘটনা নিয়ে মিমের মাধ্যমে সচেতনতার প্রচার চালিয়েছে লালবাজার ৷ সেগুলির মধ্যে বেশিরভাগই নেটিজেনদের নজর কেড়েছে ৷