কলকাতা, ১৯ অগাস্ট : শেক্সপিয়র সরণিতে গাড়ি দুর্ঘটনার তদন্তভার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে দেওয়া হল ৷ তদন্তভার হাতে পেয়েই সক্রিয় হয়েছেন গোয়েন্দারা । জেরা করবেন পুলিশি হেপাজতে থাকা আরসানাল পারভেজ়কে ৷ সংশ্লিষ্ট মহলের বক্তব্য, দুর্ঘটনার তদন্ত সচরাচর করে না গোয়েন্দা বিভাগ ৷ এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী পথে হাঁটল কলকাতা পুলিশ ৷
একটি বেপরোয়া জাগুয়ার গাড়ি প্রথমে ধাক্কা মারে একটি মার্সিডিজ় গাড়িকে । তারপর ধাক্কা মারে তিন পথচারীকে । তাঁদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । ঘটনার জেরে গ্রেপ্তার করা হয় আর্সেনাল রেস্টুরেন্ট চেনের মালিকের ছেলে পারভেজ়কে ।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত দু'জনের নাম মইনুল আলম এবং ফারহানা ইসলাম তানিয়া । মইনুলের বয়স 36 । তিনি বাংলাদেশের ঝিনাইদহর বাসিন্দা ছিলেন । তানিয়ার বয়স 30 । তিনি ঢাকাবাসী । তারা টুরিস্ট ভিসায় এদেশে এসেছিলেন । তৃতীয় ব্যক্তির অবশ্য তেমন বড় চোট লাগেনি । তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । তিনিও বাংলাদেশের নাগরিক । নাম কাজী মহম্মদ সফি রহমতউল্লাহ । বয়স 36 । দুর্ঘটনাগ্রস্ত মার্সিডিজ় গাড়িতে থাকা চালক ও যাত্রীরাও আহত হয়েছেন । তাঁদের নাম অমিত এবং কণিকা কাজারিয়া । তাঁদের অবশ্য পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে যায় ৷ পরে তাঁদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করা হয় ।