কলকাতা, 23 সেপ্টেম্বর : ট্যাংরার পর ফের বিস্ফোরণ শহরে ৷ বৃহস্পতিবার সাতসকালেই কড়েয়া থানা এলাকায় বিস্ফোরণ ঘটেছে ৷ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন ৷ তাঁদের ন্যাশানাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে ৷ পর পর শহরে এমন ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন ৷ তড়িঘড়ি তদন্তে নেমেছে লালবাজার ৷ এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷
এলাকাবাসীরা জানান, বৃহস্পতিবার ভোর ছ'টা নাগাদ একটি বিকট শব্দ শুনতে পান তাঁরা । তারপরই বোঝা যায় সেটি বিস্ফোরণের শব্দ ৷ খবর দেওয়া হয় কড়েয়া থানায় । পুলিশ যায় এলাকায় ৷ এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে ৷
পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় একটি বহুতলের নিচে পাঁচিলের একাংশ ভেঙে গিয়েছে । বহুতলের একটি ঘরে ঢুকতে দেখা যায় যে বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ তাঁদের পার্ক সার্কাসের ন্যাশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁদের চিকিৎসা চলছে । পরে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । খবর দেওয়া হয় ফরেনসিক টিমকেও । ঘটনাস্থলে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। সেখান থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করে নিয়ে যান তাঁরা । তবে সঠিক কী বস্তু ফেটে বিস্ফোরণ হয়েছে তা এখনও পরিষ্কার নয় । ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে ।
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানান, আহতদের সঙ্গে কথা বলবে পুলিশ । পাশাপাশি এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলা হচ্ছে । কী কারণে এই ঘটনা তাও খতিয়ে দেখা হচ্ছে ৷
আরও পড়ুন : Nimtala Fire : নিমতলা ঘাট স্ট্রিটের কাঠগুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে 8টি দমকল ইঞ্জিন