ETV Bharat / city

Kolkata Police Safe House: চোখ রাঙাচ্ছে করোনা, কলকাতা পুলিশে খুলল সেফ হাউস

author img

By

Published : Jul 13, 2022, 10:52 AM IST

রাজ্যে ক্রমে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ (Kolkata Police Safe House)৷ একের পর এক আক্রান্ত হচ্ছেন পুলিশকর্মীরা ৷ এই অবস্থায় ফের সেফ হাউস খুলল কলকাতা পুলিশ (Corona surge in West Bengal)৷

Kolkata police opens Safe house amid Corona surge
চোখ রাঙাচ্ছে করোনা, কলকাতা পুলিশে খুলল সেফ হাউস

কলকাতা, 13 জুলাই: ক্রমাগত চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস (Corona surge in West Bengal)। এখনও পর্যন্ত কলকাতা পুলিশে 30 থেকে 32 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন । তার জন্য যে রকম বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার পাশাপাশি ফের এ বার কলকাতা পুলিশে খুলছে সেফ হাউস বা আইসোলেশন সেন্টার (Kolkata Police Safe House)।

এই সেফ হাউস বা আইসোলেশন সেন্টার খোলা হচ্ছে কলকাতা পুলিশের পুলিশ ট্রেনিং স্কুলে । এখানে করোনায় আক্রান্ত পুলিশকর্মীদের রাখার ব্যবস্থা করা হচ্ছে । অনেকেই যেহেতু পুলিশ ব্যারাকে থাকেন, ফলে সেখানে কেউ সংক্রমিত হলে সেখান থেকে তাঁদের সেফ হাউসে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে ।

এর আগে বেশ কয়েকজন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন । ফলে সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য আগাম এই ব্যবস্থা বলে লালবাজার সুত্রের খবর ।

আরও পড়ুন: রাজ্যে করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু 5 জনের

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 1,915 জন । একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন তিনজন । করোনায় বর্তমানে হাওড়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় আক্রান্তের সংখ্যা খানিকটা বেশি ।

কলকাতা, 13 জুলাই: ক্রমাগত চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস (Corona surge in West Bengal)। এখনও পর্যন্ত কলকাতা পুলিশে 30 থেকে 32 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন । তার জন্য যে রকম বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার পাশাপাশি ফের এ বার কলকাতা পুলিশে খুলছে সেফ হাউস বা আইসোলেশন সেন্টার (Kolkata Police Safe House)।

এই সেফ হাউস বা আইসোলেশন সেন্টার খোলা হচ্ছে কলকাতা পুলিশের পুলিশ ট্রেনিং স্কুলে । এখানে করোনায় আক্রান্ত পুলিশকর্মীদের রাখার ব্যবস্থা করা হচ্ছে । অনেকেই যেহেতু পুলিশ ব্যারাকে থাকেন, ফলে সেখানে কেউ সংক্রমিত হলে সেখান থেকে তাঁদের সেফ হাউসে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে ।

এর আগে বেশ কয়েকজন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন । ফলে সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য আগাম এই ব্যবস্থা বলে লালবাজার সুত্রের খবর ।

আরও পড়ুন: রাজ্যে করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু 5 জনের

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 1,915 জন । একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন তিনজন । করোনায় বর্তমানে হাওড়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় আক্রান্তের সংখ্যা খানিকটা বেশি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.