ETV Bharat / city

কলকাতা পুলিশের নতুন মহিলা বাহিনী "ওয়ারিয়র্স" - Warriors

রাজ্য পুলিশ থেকে বেছে নেওয়া হয় 200 জন মহিলা কর্মীকে । তাদের মধ্য থেকে 30 জনকে বেছে নিয়ে তৈরি হল কলকাতা পুলিশের নতুন ফোর্স “ওয়ারিরর্স ।" আজ থেকে শুরু হল এই নতুন ফোর্সের যাত্রা ।

Kolkata Police New Female Forces
ওয়ারিয়র্স মহিলা বাহিনী
author img

By

Published : Dec 24, 2019, 11:45 PM IST

কলকাতা, 24 ডিসেম্বর : খাগড়াগড় বিস্ফোরণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে, জঙ্গি মডিউলে থাকছে মেয়েরাও । সুমিত্রা মাহাত, জবার মত মাওবাদীরা একটা সময় প্রশাসনের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছিল । তাদের কাছ থেকে দেখা এক পুলিশকর্তা জানাচ্ছেন, ওই মহিলারা কারও থেকে কম যেত না । বরং কোনও কোনও সময় তারা তাদের পুরুষ সঙ্গীদের থেকেও ভয়ানক হয়ে উঠার ক্ষমতা রাখত । আইন বলছে, মহিলা অপরাধীকে গ্রেপ্তার করতে পারবেন কেবলমাত্র মহিলা পুলিশ । পুরুষ পুলিশ তাদের আটক পর্যন্ত করতে পারবে না । এমনিতে কলকাতা পুলিশে মহিলা কর্মীর সংখ্যা কম নয় । কিন্তু ঝুঁকিপূর্ণ অপারেশনের প্রশিক্ষণ তাদের ছিল না । ছিল না মহিলা কমান্ডো ফোর্স । সেই সূত্রেই কিছুদিন আগে নেওয়া হয় সিদ্ধান্ত । রাজ্য পুলিশ থেকে বেছে নেওয়া হয় 200 জন মহিলা কর্মীকে । তাদের মধ্য থেকে 30 জনকে বেছে নিয়ে তৈরি হল কলকাতা পুলিশের নতুন ফোর্স “ওয়ারিরর্স ।" আজ থেকে শুরু হল এই নতুন ফোর্সের যাত্রা ।

পুলিশ সূত্রে খবর, বিশেষ প্রশিক্ষিত মহিলা ফোর্স তৈরি করতে কিছুদিন আগে রাজ্য পুলিশ থেকে বিশেষভাবে বেছে নিয়ে ডেপুটেশনে কলকাতা পুলিশে আনা হয় 200 জনকে । তাদের মধ্যে থেকে মানসিক এবং শারীরিক ভাবে বেশি সক্ষম 30 জনকে বেছে নিয়ে তাদের দেওয়া হয় কমান্ডো ট্রেনিং । কলকাতা পুলিশের নিজস্ব ট্রেনিং স্কুলে তাদের দেওয়া হয় পুরুষদের সমতুল্য কমান্ডো ট্রেনিং। অত্যাধুনিক অস্ত্র চালনাও শেখানো হয় তাঁদের । বাড়ানো হয় সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা । দেওয়াল বেয়ে উপরে ওঠা থেকে শুরু করে যে কোনও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে তৈরি করা হয় ওই 30 জনকে । আপাতত তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে । আজ থেকেই শুরু হল ওই কমান্ডো বাহিনী । যাদের নাম দেওয়া হয়েছে "ওয়ারিয়র্স" ৷ আপাতত বড়দিনে পার্ক স্ট্রিট এলাকায় মোতায়েন করা হয়েছে এই বাহিনীর সদস্যদের । তাদের হাতে থাকবে লাইট ওয়েট অত্যাধুনিক রাইফেল । যে কুইক রেসপন্স টিমগুলি কাজ করে, আগামী দিনে তাঁদের সঙ্গেও যুক্ত করে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে এই কমান্ডোদের । লালবাজার সূত্রের খবর এমনটাই ।

Kolkata Police New Female Forces
কলকাতা পুলিশের নতুন মহিলা বাহিনী

200 জন মহিলা পুলিশকর্মীর মধ্যে 30 জন হয়েছেন কমান্ডো । বাকিদের মধ্যে 70 জনকে বেছে নিয়ে তৈরি করা হয়েছে 1 কম্পানি মহিলা রিজ়ার্ভ অ্যাকশন ফোর্স । 10 জনকে নেওয়া হয়েছে উইনার্স টিমে । লালবাজার সূত্রে খবর, এই মহিলা বাহিনীগুলোকে অন্য কোনও কাজে লাগানো হবে না । দেওয়া হবে না কোনও বিশেষ থানায় পোস্টিং । বিশেষ পরিস্থিতিতে ব্যবহার করা হবে তাঁদের । লালবাজার সূত্রের খবর, ভবিষ্যতে এই মহিলা বাহিনীকে কলেবরে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে ।

কলকাতা, 24 ডিসেম্বর : খাগড়াগড় বিস্ফোরণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে, জঙ্গি মডিউলে থাকছে মেয়েরাও । সুমিত্রা মাহাত, জবার মত মাওবাদীরা একটা সময় প্রশাসনের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছিল । তাদের কাছ থেকে দেখা এক পুলিশকর্তা জানাচ্ছেন, ওই মহিলারা কারও থেকে কম যেত না । বরং কোনও কোনও সময় তারা তাদের পুরুষ সঙ্গীদের থেকেও ভয়ানক হয়ে উঠার ক্ষমতা রাখত । আইন বলছে, মহিলা অপরাধীকে গ্রেপ্তার করতে পারবেন কেবলমাত্র মহিলা পুলিশ । পুরুষ পুলিশ তাদের আটক পর্যন্ত করতে পারবে না । এমনিতে কলকাতা পুলিশে মহিলা কর্মীর সংখ্যা কম নয় । কিন্তু ঝুঁকিপূর্ণ অপারেশনের প্রশিক্ষণ তাদের ছিল না । ছিল না মহিলা কমান্ডো ফোর্স । সেই সূত্রেই কিছুদিন আগে নেওয়া হয় সিদ্ধান্ত । রাজ্য পুলিশ থেকে বেছে নেওয়া হয় 200 জন মহিলা কর্মীকে । তাদের মধ্য থেকে 30 জনকে বেছে নিয়ে তৈরি হল কলকাতা পুলিশের নতুন ফোর্স “ওয়ারিরর্স ।" আজ থেকে শুরু হল এই নতুন ফোর্সের যাত্রা ।

পুলিশ সূত্রে খবর, বিশেষ প্রশিক্ষিত মহিলা ফোর্স তৈরি করতে কিছুদিন আগে রাজ্য পুলিশ থেকে বিশেষভাবে বেছে নিয়ে ডেপুটেশনে কলকাতা পুলিশে আনা হয় 200 জনকে । তাদের মধ্যে থেকে মানসিক এবং শারীরিক ভাবে বেশি সক্ষম 30 জনকে বেছে নিয়ে তাদের দেওয়া হয় কমান্ডো ট্রেনিং । কলকাতা পুলিশের নিজস্ব ট্রেনিং স্কুলে তাদের দেওয়া হয় পুরুষদের সমতুল্য কমান্ডো ট্রেনিং। অত্যাধুনিক অস্ত্র চালনাও শেখানো হয় তাঁদের । বাড়ানো হয় সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা । দেওয়াল বেয়ে উপরে ওঠা থেকে শুরু করে যে কোনও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে তৈরি করা হয় ওই 30 জনকে । আপাতত তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে । আজ থেকেই শুরু হল ওই কমান্ডো বাহিনী । যাদের নাম দেওয়া হয়েছে "ওয়ারিয়র্স" ৷ আপাতত বড়দিনে পার্ক স্ট্রিট এলাকায় মোতায়েন করা হয়েছে এই বাহিনীর সদস্যদের । তাদের হাতে থাকবে লাইট ওয়েট অত্যাধুনিক রাইফেল । যে কুইক রেসপন্স টিমগুলি কাজ করে, আগামী দিনে তাঁদের সঙ্গেও যুক্ত করে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে এই কমান্ডোদের । লালবাজার সূত্রের খবর এমনটাই ।

Kolkata Police New Female Forces
কলকাতা পুলিশের নতুন মহিলা বাহিনী

200 জন মহিলা পুলিশকর্মীর মধ্যে 30 জন হয়েছেন কমান্ডো । বাকিদের মধ্যে 70 জনকে বেছে নিয়ে তৈরি করা হয়েছে 1 কম্পানি মহিলা রিজ়ার্ভ অ্যাকশন ফোর্স । 10 জনকে নেওয়া হয়েছে উইনার্স টিমে । লালবাজার সূত্রে খবর, এই মহিলা বাহিনীগুলোকে অন্য কোনও কাজে লাগানো হবে না । দেওয়া হবে না কোনও বিশেষ থানায় পোস্টিং । বিশেষ পরিস্থিতিতে ব্যবহার করা হবে তাঁদের । লালবাজার সূত্রের খবর, ভবিষ্যতে এই মহিলা বাহিনীকে কলেবরে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে ।

Intro:কলকাতা, 24 ডিসেম্বর: খাগড়াগড় দেখিয়ে দিয়েছিল চোখে আঙুল দিয়ে। জঙ্গী মডিউলে থাকছে মেয়েরাও। আবার সুমিত্রা মাহাতো, জবা, তারার মত মাওবাদীরা একটা সময় প্রশাসনের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাদের কাছ থেকে দেখা এক পুলিশকর্তা জানাচ্ছেন, ক্ষিপ্রতায় ওই মহিলারা কাল থেকে কম যেত না। বরং কোন কোন সময় পুরুষের থেকেও বেশি এবং ভয়ানক। আইন বলছে, মহিলা অপরাধীর জন্য লাগবে মহিলা পুলিশ। পুরুষ পুলিশ তাদের গ্রেপ্তার পর্যন্ত করতে পারবে না। এমনিতে কলকাতা পুলিশের মহিলা কর্মীর সংখ্যা কম নয়। কিন্তু ঝুঁকিপূর্ণ অপারেশনের প্রশিক্ষণ তাদের ছিল না। ছিলনা কোন মহিলা কমান্ডো ফোর্স। সেই সূত্রেই কিছুদিন আগে নেওয়া হয় সিদ্ধান্ত। ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে বেছে নেওয়া হয় 200 জন মহিলা কর্মীকে। তাদের মধ্য থেকে 30 জনকে বেছে নিয়ে তৈরি হল কলকাতা পুলিশের নতুন ফোর্স “ওয়ারিরর্স।" আজ থেকে শুরু হলো এই নতুন ফোর্সের যাত্রা।


Body:পুলিশ সূত্রে খবর, স্পেশালাইজড মহিলা ফোর্স তৈরি করতে বেশ কিছুদিন আগেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে নানাভাবে ঝাড়াই-বাছাই করে ডেপুটেশনে কলকাতা পুলিশের আসা হয় 200 জনকে। তাদের মধ্য থেকে মানসিক এবং শারীরিক ভাবে সবথেকে শক্তিশালী 30 জনকে বেছে নিয়ে দেওয়া হয় কমান্ডো ট্রেনিং। কলকাতা পুলিশের নিজস্ব ট্রেনিং স্কুলে তাদের দেওয়া হয়, পুরুষদের সমকক্ষ কমান্ডো ট্রেনিং। বিশেষ ধরনের অত্যাধুনিক সব অস্ত্র চালনাও শেখানো হয় তাদের। সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করা হয় এই মহিলাদের। পাশাপাশি দেওয়াল বেয়ে উপরে ওঠা থেকে শুরু করে যেকোনো চ্যালেঞ্জিং পরিস্থিতি সামনাসামনি হওয়ার জন্য তৈরী করা হয় ওই 30 জনকে। আপাতত তাদের ট্রেনিং শেষ হয়েছে। আজ থেকেই যাত্রা শুরু করলো ওই কমান্ডো বাহিনী। যাদের নাম দেওয়া হয়েছে "ওয়ারিয়র্স।" আপাতত বড়দিনে পার্কস্ট্রিট এলাকায় মোতায়েন করা হবে নতুন এই বাহিনীর সদস্যদের। তাদের হাতে থাকবে লাইট ওয়েটের অত্যাধুনিক রাইফেল। আগামী দিনে যে কুইক রেসপন্স টিম গুলি কাজ করে, তাদের সঙ্গেও যুক্ত করে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে এই কমান্ডোদের। লালবাজার সূত্রের খবর এমনটাই।


Conclusion:200 জন মহিলা পুলিশ কর্মীর মধ্যে 30 জন হয়েছেন কমান্ডো। বাকিদের মধ্যে 70 জনকে বেছে নিয়ে তৈরি করা হয়েছে 1 কোম্পানি মহিলা রিজার্ভ অ্যাকশন ফোর্স। 10 জনকে দেওয়া হয়েছে উইনার্স টিমে। লালবাজার সূত্রের খবর, এই মহিলা বাহিনীগুলোকে অন্য কোন কাজে লাগানো হবে না। দেওয়া হবে না থানার পোস্টিং। বিশেষ পরিস্থিতিতে ব্যবহার করা হবে তাদের। লালবাজার সূত্রের খবর, ভবিষ্যতে এই মহিলা বাহিনীকে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.