কলকাতা, 26 জুলাই : আসন্ন স্বাধীনতা দিবসে কলকাতার রেড রোডে প্য়ারেডে নামার আগে এই অনুষ্ঠানে অংশ নেওয়া কলকাতা পুলিশের বাইকগুলির স্বাস্থ্যপরীক্ষা করানো হচ্ছে ৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাতে কোনও গোলযোগ না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ লালবাজারের ৷
আরও পড়ুন : লালবাজারের নজরে এবার এটিএম-এ টাকা ভরার কাজে যুক্ত সংস্থা
কয়েক বছর আগে রেড রোডে স্বাধীনতা দিবসের প্যারেড চলাকালীন আচমকাই বিকল হয়ে যায় কলকাতা পুলিশের একটি মোটরবাইক। সেবার মুখ পুড়েছিল লালবাজারের ৷ প্রশ্ন উঠেছিল, তাহলে কি পরীক্ষা না করেই স্বাধীনতা দিবসের প্যারেডে নামিয়ে দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের বাইকগুলি ? সেবারের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আর ঝুঁকি নিচ্ছেন না লালবাজারের উচ্চপদস্থ কর্তারা ৷ তাই প্রত্যেকটি বাইকের স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে ৷
উত্তর কলকাতার একটি ট্রাফিক গার্ডের ওসির কথায়, ‘‘সাধারণত কলকাতা পুলিশের সার্জেন্টরা যে রয়্যাল এনফিল্ড বাইকগুলিগুলি চালান, সেগুলির বেশিরভাগেরই জরাজীর্ণ অবস্থা ! রোদে, ঝড়ে, বৃষ্টিতে বেশিরভাগ বাইকেই একাধিক যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে ৷ কোনওরকমে জোড়াতাপ্পি দিয়ে বাইকগুলি চালানো হচ্ছে ৷’’
আরও পড়ুন : তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে পার্ক হোটেলের 9টি বার
লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যেই কলকাতা পুলিশের সার্জেন্টদের বেশ কয়েকটি মোটরবাইক বালিগঞ্জের মোটর ভেইকেলসের কাছে সারানোর জন্য পাঠানো হয়েছে ৷ এরপর আরও কিছুই গাড়ি ও বাইক সারাইয়ের জন্য সেখানে পাঠানো হবে ৷ সম্প্রতি কলকাতা পুলিশের হাতে আসে দু’ধরনের নতুন বাইক ৷ একটি হল, সুজুকি এবং অপরটি হারলে-ডেভিডসন ৷ যদিও হারলে-ডেভিডসন রয়েছে মাত্র হাতেগোনা কয়েকটি ৷ আর সেগুলি রোজ ব্যবহারও করা হয় না ৷ ভিআইপি কিংবা ভিভিআইপি-দের ডিউটিতেই ব্যবহার হয়ে থাকে এই বাইকগুলি। রয়্যাল এনফিল্ড বাইকগুলি ব্যবহার করা হয় সবথেকে বেশি ৷