ETV Bharat / city

Cossipore BJP Worker's Death : কাশীপুর কাণ্ডে লালবাজারের আতস কাচের তলায় রহস্যজনক গাড়ি - কাশীপুরে অর্জুন চৌরাসিয়ার রহস্য মৃত্যু

কাশীপুর কাণ্ডে তদন্তের জন্য 6 সদস্যের সিট গঠন করেছে লালবাজার । কাশীপুরে অর্জুন চৌরাসিয়ার রহস্য মৃত্যুর ঘটনায় লালবাজারের নজরে এসেছে একটি রহস্যজনক গাড়ি (Cossipore BJP Worker's Death) । গত শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ কাশীপুরের রেল কোয়ার্টার থেকে উদ্ধার হয় বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ (Kolkata Police)।

Kolkata Police investigating Cossipore BJP Worker's Death case
লালবাজার
author img

By

Published : May 8, 2022, 9:01 PM IST

কলকাতা, 8 মে : কাশীপুর কাণ্ডে তদন্তের স্বার্থে এবার 6 সদস্যের সিট গঠন করল কলকাতা পুলিশ । কাশীপুরে বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার রহস্য মৃত্যুর ঘটনায় লালবাজারের নজরে এসেছে একটি রহস্যজনক গাড়ি । গাড়ির মালিকের খোঁজ করছে লালবাজার বলে খবর পাওয়া গিয়েছে (Kolkata Police)। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে একাধিক নমুনা যেমন সংগ্রহ করেছে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । ঠিক তেমনই এলাকার একাধিক সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে কলকাতা পুলিশের সাইন্টিফিক উইং গোটা বিষয়ের তদন্তে নেমেছে । (Cossipore BJP Worker's Death investigation) ।

মৃত অর্জুন চৌরাসিয়ার পরিবারের দাবি, ঘটনার দিন ভোর চারটে নাগাদ তাদের বাড়ির সামনে আচমকাই এসে দাঁড়ায় একটি ধূসর রঙের দামী গাড়ি । সেই গাড়ি থেকে নেমে আসেন এক ব্যক্তি । এরপরে রহস্যজনকভাবে সকাল সাড়ে সাতটা নাগাদ রেল কোয়ার্টার থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অর্জুন চৌরাসিয়ার দেহ । ইতিমধ্যেই এই ঘটনায় চিতপুর থানার পাশাপাশি তদন্তে নেমেছে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । এখন প্রশ্ন সেই রহস্যজনক গাড়ি থেকে ঘটনার দিন কে বা কারা নামল ! পাশাপাশি সেই গাড়িটি কার ! এছাড়াও কেন রহস্যজনকভাবে অর্জুন চৌরাসিয়ার বাড়ি ঠিক সামনে ভোর চারটে নাগাদ গাড়িটি দাঁড়াল ! এই ধরনের একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন লালবাজারের গোয়েন্দারা (Kolkata Police investigating Cossipore BJP Worker's Death case) ।

আরও পড়ুন : BJP Worker's Death : কাশীপুরের বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে দেহ সংরক্ষণের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

প্রসঙ্গত, গত শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ কাশীপুরের রেল কোয়ার্টার থেকে উদ্ধার হয় বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ । দেহ আগলে রাখে বিজেপি কর্মীরা । কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা । তবে অবশেষে সেখান থেকে দেহ বার করে নিয়ে আসতে সক্ষম হয় পুলিশকর্মীরা । এর পরেই ঘটনাস্থলে আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কলকাতা হাইকোর্টের নির্দেশে মৃত অর্জুন চৌরাসিয়ার দেহ ময়নাতদন্ত হয় ইস্টার্ন কমান্ড হাসপাতালে ।

কলকাতা, 8 মে : কাশীপুর কাণ্ডে তদন্তের স্বার্থে এবার 6 সদস্যের সিট গঠন করল কলকাতা পুলিশ । কাশীপুরে বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার রহস্য মৃত্যুর ঘটনায় লালবাজারের নজরে এসেছে একটি রহস্যজনক গাড়ি । গাড়ির মালিকের খোঁজ করছে লালবাজার বলে খবর পাওয়া গিয়েছে (Kolkata Police)। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে একাধিক নমুনা যেমন সংগ্রহ করেছে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । ঠিক তেমনই এলাকার একাধিক সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে কলকাতা পুলিশের সাইন্টিফিক উইং গোটা বিষয়ের তদন্তে নেমেছে । (Cossipore BJP Worker's Death investigation) ।

মৃত অর্জুন চৌরাসিয়ার পরিবারের দাবি, ঘটনার দিন ভোর চারটে নাগাদ তাদের বাড়ির সামনে আচমকাই এসে দাঁড়ায় একটি ধূসর রঙের দামী গাড়ি । সেই গাড়ি থেকে নেমে আসেন এক ব্যক্তি । এরপরে রহস্যজনকভাবে সকাল সাড়ে সাতটা নাগাদ রেল কোয়ার্টার থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অর্জুন চৌরাসিয়ার দেহ । ইতিমধ্যেই এই ঘটনায় চিতপুর থানার পাশাপাশি তদন্তে নেমেছে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । এখন প্রশ্ন সেই রহস্যজনক গাড়ি থেকে ঘটনার দিন কে বা কারা নামল ! পাশাপাশি সেই গাড়িটি কার ! এছাড়াও কেন রহস্যজনকভাবে অর্জুন চৌরাসিয়ার বাড়ি ঠিক সামনে ভোর চারটে নাগাদ গাড়িটি দাঁড়াল ! এই ধরনের একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন লালবাজারের গোয়েন্দারা (Kolkata Police investigating Cossipore BJP Worker's Death case) ।

আরও পড়ুন : BJP Worker's Death : কাশীপুরের বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে দেহ সংরক্ষণের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

প্রসঙ্গত, গত শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ কাশীপুরের রেল কোয়ার্টার থেকে উদ্ধার হয় বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ । দেহ আগলে রাখে বিজেপি কর্মীরা । কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা । তবে অবশেষে সেখান থেকে দেহ বার করে নিয়ে আসতে সক্ষম হয় পুলিশকর্মীরা । এর পরেই ঘটনাস্থলে আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কলকাতা হাইকোর্টের নির্দেশে মৃত অর্জুন চৌরাসিয়ার দেহ ময়নাতদন্ত হয় ইস্টার্ন কমান্ড হাসপাতালে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.