ETV Bharat / city

ঢাকার ছবিকে কলকাতার দেখিয়ে বিতর্কিত টুইট, তারেক ফাতাহ-র বিরুদ্ধে মামলা - মুরলিধর শর্মা

তারেক ফাতাহ আজ দুপুরে একটি ছবি টুইট করেন । ছবিতে দেখা যাচ্ছে ফেজ় টুপি পরা মানুষের ভিড় ৷ সেখানে ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, "এটা করাচি, কাশ্মীর কিংবা কেরালা নয় । ইসলাম জিন্দাবাদ ধ্বনি উঠছে কলকাতায় । যেখানে শাসন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।"

Tarek Fatah
তারেক ফাতাহ
author img

By

Published : Aug 28, 2020, 7:13 PM IST

কলকাতা, 28 অগাস্ট : আবারও বিতর্কিত টুইট পাকিস্তানি-কানাডিয়ান সাংবাদিক তথা লেখক তারেক তারেক ফাতাহর । এবার তিনি বাংলাদেশের ঢাকার একটি ছবি টুইটারে পোস্ট করে লেখেন, "কলকাতায় ইসলাম জিন্দাবাদ ধ্বনি উঠেছে ।" বিষয়টি নজরে আসতেই সক্রিয় হয়েছে লালবাজার । কলকাতার গোয়েন্দাপ্রধান মুরলিধর শর্মা জানিয়ে দিয়েছেন, "ওই টুইটের প্রেক্ষিতে মামলা করা হয়েছে । বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছে ট‍ুইটার কর্তৃপক্ষের সঙ্গেও । চাপে পড়ে অবশ্য সেই টুইট ডিলিট করে দিয়েছেন তারেক । চেয়ে নিয়েছেন ক্ষমা ।

এর আগেও বিতর্কিত মন্তব্য করার জন্য মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছেন ওই লেখক । পাকিস্তান এবং ইসলামের বিরোধিতা বারবার উঠে এসেছে তাঁর বক্তব্যে । নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েও মন্তব্য করেছিলেন তারেক । তিনি বলেছিলেন, মুসলিম মহিলারা NRC ও CAA -র বিরোধিতা করছেন না । বরং মুসলিম মহিলাদের রাস্তায় বসিয়ে রেখেছেন তাঁদের স্বামীরা । দাবি করেছিলেন, "প্রথমে মুসলিম পুরুষরা মহিলাদের বোরখা থেকে বের করুক, তাঁদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিক, তারপর না হয় মহিলাদের পথে নামিয়ে বিক্ষোভ করাবে । " নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন দেশজুড়ে বিতর্ক চলছে তখন অযোধ্যায় এসে এই ধরনের মন্তব্য করেছিলেন তিনি ।

তারেক ফাতাহ আজ দুপুরে একটি ছবি টুইট করেন । ছবিতে দেখা যাচ্ছে ফেজ় টুপি পরা মানুষের ভিড় ৷ সেখানে ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, "এটা করাচি, কাশ্মীর কিংবা কেরালা নয় । ইসলাম জিন্দাবাদ ধ্বনি উঠছে কলকাতায় । যেখানে শাসন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।"

Tarek Fatah
তারেক ফতেহ-র করা টুইট, পরে অবশ্য টুই

আরও পড়ুন : লালবাজারে ফোন, "কলকাতায় হবে বোমা বিস্ফোরণ"

বিষয়টি নজরে আসার পরেই নড়েচড়ে বসে লালবাজার । পুলিশের তরফে লেখকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা । সাইবার আইন-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে । লালবাজার সূত্রের খবর এই মুহূর্তে তারেক রয়েছেন টরোন্টোতে । সেটি কিছুটা হলেও সমস্যার । পুলিশের তরফ এ-বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় ট‍ুইটার কর্তৃপক্ষের সঙ্গেও । বেগতিক দেখে ওই ট‍ুইটটি ডিলিট করে দেন তারেক । নতুন একটি টুইট করে তিনি ক্ষমা চেয়ে নেন তিনি ।

  • Yesterday I tweeted about a protest march that I was made to believe took place in Kolkata.

    It turns out I was given the wrong information. The protest march was held in Dhaka, not Kolkata.

    I have therefore deleted that Tweet and would like to apologize to you for my mistake. pic.twitter.com/yERQaS7rGB

    — Tarek Fatah (@TarekFatah) August 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 28 অগাস্ট : আবারও বিতর্কিত টুইট পাকিস্তানি-কানাডিয়ান সাংবাদিক তথা লেখক তারেক তারেক ফাতাহর । এবার তিনি বাংলাদেশের ঢাকার একটি ছবি টুইটারে পোস্ট করে লেখেন, "কলকাতায় ইসলাম জিন্দাবাদ ধ্বনি উঠেছে ।" বিষয়টি নজরে আসতেই সক্রিয় হয়েছে লালবাজার । কলকাতার গোয়েন্দাপ্রধান মুরলিধর শর্মা জানিয়ে দিয়েছেন, "ওই টুইটের প্রেক্ষিতে মামলা করা হয়েছে । বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছে ট‍ুইটার কর্তৃপক্ষের সঙ্গেও । চাপে পড়ে অবশ্য সেই টুইট ডিলিট করে দিয়েছেন তারেক । চেয়ে নিয়েছেন ক্ষমা ।

এর আগেও বিতর্কিত মন্তব্য করার জন্য মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছেন ওই লেখক । পাকিস্তান এবং ইসলামের বিরোধিতা বারবার উঠে এসেছে তাঁর বক্তব্যে । নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েও মন্তব্য করেছিলেন তারেক । তিনি বলেছিলেন, মুসলিম মহিলারা NRC ও CAA -র বিরোধিতা করছেন না । বরং মুসলিম মহিলাদের রাস্তায় বসিয়ে রেখেছেন তাঁদের স্বামীরা । দাবি করেছিলেন, "প্রথমে মুসলিম পুরুষরা মহিলাদের বোরখা থেকে বের করুক, তাঁদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিক, তারপর না হয় মহিলাদের পথে নামিয়ে বিক্ষোভ করাবে । " নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন দেশজুড়ে বিতর্ক চলছে তখন অযোধ্যায় এসে এই ধরনের মন্তব্য করেছিলেন তিনি ।

তারেক ফাতাহ আজ দুপুরে একটি ছবি টুইট করেন । ছবিতে দেখা যাচ্ছে ফেজ় টুপি পরা মানুষের ভিড় ৷ সেখানে ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, "এটা করাচি, কাশ্মীর কিংবা কেরালা নয় । ইসলাম জিন্দাবাদ ধ্বনি উঠছে কলকাতায় । যেখানে শাসন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।"

Tarek Fatah
তারেক ফতেহ-র করা টুইট, পরে অবশ্য টুই

আরও পড়ুন : লালবাজারে ফোন, "কলকাতায় হবে বোমা বিস্ফোরণ"

বিষয়টি নজরে আসার পরেই নড়েচড়ে বসে লালবাজার । পুলিশের তরফে লেখকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা । সাইবার আইন-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে । লালবাজার সূত্রের খবর এই মুহূর্তে তারেক রয়েছেন টরোন্টোতে । সেটি কিছুটা হলেও সমস্যার । পুলিশের তরফ এ-বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় ট‍ুইটার কর্তৃপক্ষের সঙ্গেও । বেগতিক দেখে ওই ট‍ুইটটি ডিলিট করে দেন তারেক । নতুন একটি টুইট করে তিনি ক্ষমা চেয়ে নেন তিনি ।

  • Yesterday I tweeted about a protest march that I was made to believe took place in Kolkata.

    It turns out I was given the wrong information. The protest march was held in Dhaka, not Kolkata.

    I have therefore deleted that Tweet and would like to apologize to you for my mistake. pic.twitter.com/yERQaS7rGB

    — Tarek Fatah (@TarekFatah) August 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.