ETV Bharat / city

Calcutta High Court : আর্থিক প্রতারণায় অভিযুক্তকে ধরতে ছত্তিশগড়ে বাধা, হাইকোর্টের দ্বারস্থ কলকাতা পুলিশ - CBI

কয়েক কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে সিদ্ধার্থ কোঠারি নামে এক ব্যক্তির বিরুদ্ধে বটতলা থানায় অভিযোগ দায়ের করে কলকাতা পুলিশ । কলকাতা পুলিশের একটি টিম তাকে ধরতে ছত্তিশগড় রওনা দেয় ৷ কিন্তু কলকাতা পুলিশের ওই টিম সেখানে গেলে স্থানীয় থানা সাহায্য করেনি, উল্টে তাদের হুমকি দিয়ে সেখান থেকে চলে যাওয়ার কথা জানায় বলে অভিযোগ ।

kolkata police filed a case in calcutta high court for cbi or cid investigation to arrest an accused
Calcutta High Court : আর্থিক প্রতারণায় অভিযুক্তকে ধরতে সিবিআই বা সিআইডি তদন্তের আর্জি নিয়ে হাইকোর্টে কলকাতা পুলিশ
author img

By

Published : Sep 9, 2021, 8:28 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর : আর্থিক প্রতারণায় অভিযুক্ত এক ব্যক্তিকে ধরতে ছত্তিশগড় গিয়ে হুমকির শিকার কলকাতা পুলিশ । তাদের দাবি, ছত্তিশগড় পুলিশ সহযোগিতা তো করেনি ৷ উল্টে তাদের হুমকি দিয়েছে, যাতে সেখান থেকে তারা চলে যায় । তাই ওই অভিযুক্তকে ধরতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কলকাতা পুলিশ ৷

আরও পড়ুন : Roma Jhawar Abduction Case: মুক্তিপণের ভাগাভাগি নিয়ে খুন, রোমা ঝাওয়ার অপহরণে দোষী গুঞ্জন-সহ 4

এই নিয়ে তারা একটি মামলা করেছে কলকাতা হাইকোর্টে ৷ সেখানে তাদের তরফে জানানো হয়েছে, ছত্তিশগড়ের দুর্গ জেলার পুলিশ সুপার কলকাতা পুলিশের আধিকারিকদের সেখান থেকে চলে আসতে বলেন ৷ কারণ, অভিযুক্তের সঙ্গে ছত্তিশগড়ের দুর্গ জেলার পুলিশ আধিকারিকদের ভাল সম্পর্ক রয়েছে ৷ তাই ওই ব্যক্তিকে ধরতে সিবিআই বা সিআইডিকে নির্দেশ দিক আদালত ৷ এমনটাই চায় লালবাজার ৷ সেই আর্জিই তারা জানিয়েছে উচ্চ আদালতে ৷

বৃহস্পতিবার এই মামলার শুনানি হয় বিচারপতি রাজশেখর মানথার এজলাসে ৷ তিনি এদিন কলকাতা পুলিশের বক্তব্য শোনেন ৷ তার পর রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে ছত্তিশগড় পুলিশের ডিজির সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেন । ওই ব্যক্তিকে ধরা গেল কি না তার রিপোর্টও একমাসের মধ্যে আদালতে জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ তিনি জানিয়েছেন, তার পর আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ।

আরও পড়ুন : Primary Teacher Recruitment : নিয়োগে দুর্নীতি! 15 হাজার প্রাথমিক শিক্ষকের নামের তালিকা তলব হাইকোর্টের

উল্লেখ্য, কয়েক কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে সিদ্ধার্থ কোঠারি নামে এক ব্যক্তির বিরুদ্ধে বটতলা থানায় অভিযোগ দায়ের করে কলকাতা পুলিশ । তারপর ওই ব্যক্তির খোঁজ করে কলকাতা পুলিশ জানতে পারে সে ছত্তিশগড়ে লুকিয়ে রয়েছে । এরপরই কলকাতা পুলিশের একটি টিম তাকে ধরতে ছত্তিশগড় রওনা দেয় । কিন্তু কলকাতা পুলিশের ওই টিম সেখানে গেলে স্থানীয় থানা সাহায্য করেনি, উল্টে তাদের হুমকি দিয়ে সেখান থেকে চলে যাওয়ার কথা বলে ৷ এমনই অভিযোগ কলকাতা পুলিশের ।

আরও পড়ুন : Vandalism at Jamuria : মাংস কেনাকে কেন্দ্র করে বচসা, ভাঙচুর ; উত্তপ্ত জামুড়িয়া

কলকাতা, 9 সেপ্টেম্বর : আর্থিক প্রতারণায় অভিযুক্ত এক ব্যক্তিকে ধরতে ছত্তিশগড় গিয়ে হুমকির শিকার কলকাতা পুলিশ । তাদের দাবি, ছত্তিশগড় পুলিশ সহযোগিতা তো করেনি ৷ উল্টে তাদের হুমকি দিয়েছে, যাতে সেখান থেকে তারা চলে যায় । তাই ওই অভিযুক্তকে ধরতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কলকাতা পুলিশ ৷

আরও পড়ুন : Roma Jhawar Abduction Case: মুক্তিপণের ভাগাভাগি নিয়ে খুন, রোমা ঝাওয়ার অপহরণে দোষী গুঞ্জন-সহ 4

এই নিয়ে তারা একটি মামলা করেছে কলকাতা হাইকোর্টে ৷ সেখানে তাদের তরফে জানানো হয়েছে, ছত্তিশগড়ের দুর্গ জেলার পুলিশ সুপার কলকাতা পুলিশের আধিকারিকদের সেখান থেকে চলে আসতে বলেন ৷ কারণ, অভিযুক্তের সঙ্গে ছত্তিশগড়ের দুর্গ জেলার পুলিশ আধিকারিকদের ভাল সম্পর্ক রয়েছে ৷ তাই ওই ব্যক্তিকে ধরতে সিবিআই বা সিআইডিকে নির্দেশ দিক আদালত ৷ এমনটাই চায় লালবাজার ৷ সেই আর্জিই তারা জানিয়েছে উচ্চ আদালতে ৷

বৃহস্পতিবার এই মামলার শুনানি হয় বিচারপতি রাজশেখর মানথার এজলাসে ৷ তিনি এদিন কলকাতা পুলিশের বক্তব্য শোনেন ৷ তার পর রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে ছত্তিশগড় পুলিশের ডিজির সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেন । ওই ব্যক্তিকে ধরা গেল কি না তার রিপোর্টও একমাসের মধ্যে আদালতে জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ তিনি জানিয়েছেন, তার পর আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ।

আরও পড়ুন : Primary Teacher Recruitment : নিয়োগে দুর্নীতি! 15 হাজার প্রাথমিক শিক্ষকের নামের তালিকা তলব হাইকোর্টের

উল্লেখ্য, কয়েক কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে সিদ্ধার্থ কোঠারি নামে এক ব্যক্তির বিরুদ্ধে বটতলা থানায় অভিযোগ দায়ের করে কলকাতা পুলিশ । তারপর ওই ব্যক্তির খোঁজ করে কলকাতা পুলিশ জানতে পারে সে ছত্তিশগড়ে লুকিয়ে রয়েছে । এরপরই কলকাতা পুলিশের একটি টিম তাকে ধরতে ছত্তিশগড় রওনা দেয় । কিন্তু কলকাতা পুলিশের ওই টিম সেখানে গেলে স্থানীয় থানা সাহায্য করেনি, উল্টে তাদের হুমকি দিয়ে সেখান থেকে চলে যাওয়ার কথা বলে ৷ এমনই অভিযোগ কলকাতা পুলিশের ।

আরও পড়ুন : Vandalism at Jamuria : মাংস কেনাকে কেন্দ্র করে বচসা, ভাঙচুর ; উত্তপ্ত জামুড়িয়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.