ETV Bharat / city

21st July Security: তৃণমূলের শহিদ দিবসে 21 ঘণ্টা শহরে যান চলাচলে নিয়ন্ত্রণ

21 জুলাই ভোর সাড়ে চারটে থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ (Kolkata Police Control Traffic for 21 Hours in 21st July Rally) ৷ এমনকী শহরের মধ্যে ভারী গাড়ি চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে লালবাজার ৷ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেও থাকছে বিশেষ ব্যবস্থা ৷

kolkata-police-control-traffic-for-21-hours-in-21st-july-rally
kolkata-police-control-traffic-for-21-hours-in-21st-july-rally
author img

By

Published : Jul 19, 2022, 2:07 PM IST

কলকাতা, 19 জুলাই: আগামী বৃহস্পতিবার তৃণমূলের 21 জুলাইয়ের সমাবেশ ৷ ওইদিন কলকাতায় ভোর সাড়ে চারটে থেকে শহরের যান চলাচল নিয়ন্ত্রণ শুরু করবে পুলিশ (Kolkata Police Control Traffic for 21 Hours in 21st July Rally) ৷ বন্ধ থাকবে ধর্মতলার আশপাশের বহু রাস্তা ৷ এমনকী ধর্মতলা হয়ে উত্তর কলকাতা ও হাওড়াগামী গাড়ির পথ বদল করা হচ্ছে ৷ ওই দিন শহরে 21 ঘণ্টা যান নিয়ন্ত্রণ করা হবে ৷

করোনার জন্য গত দু’বছর ধরে এই সমাবেশ ভার্চুয়ালি করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু, এ বার আর ভার্চুয়াল নয় ৷ ধর্মতলায় লক্ষ লক্ষ মানুষের মাঝে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন তিনি ৷ দীর্ঘ দু’বছর পর 21 জুলাইয়ের সমাবেশ আয়োজিত হওয়ায় অন্যান্য বছরের তুলনায় লোকও বেশি আসবে বলে মনে করা হচ্ছে ৷ বিশেষ করে 2021 লোকসভা নির্বাচনে তৃতীয়বার ক্ষমতায় আসার পর, এটাই জন সমাবেশের মাধ্যমে তৃণমূলের প্রথম শহিদ দিবস ৷ ফলে ভিড় যে বেশি হবে, তা ধরেই নিচ্ছে লালবাজার ৷

সেই কারণে, যান নিয়ন্ত্রণ-সহ একাধিক বিষয়ে পদক্ষেপ করা হয়েছে ৷ ধর্মতলা চত্বরে এবং সভামঞ্চের আশেপাশে অসংখ্য পুলিশ মোতায়েন থাকবে ৷ তাছাড়াও, ধর্মতলা এবং তাঁর আশেপাশের রাস্তা এবং শহরের বিভিন্ন এলাকায় ওইদিন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে ৷ বিশেষ করে যে রাস্তাগুলি দিয়ে মিছিল করে তৃণমূল কর্মীরা ধর্মতলার সভাস্থলে পৌঁছবেন সেখানে নিরাপত্তার কড়াকড়ি থাকবে ৷ লালবাজারের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার কলকাতায় 21 ঘণ্টা যান নিয়ন্ত্রণ করা হবে ৷ ওইদিন ভোর সাড়ে 4টে থেকে মধ্যরাত পর্যন্ত কলকাতার একাধিক রাস্তায় ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

জানা গিয়েছে, ধর্মতলায় উত্তর থেকে দক্ষিণে বিবেকানন্দ রোড পর্যন্ত এবং দক্ষিণ থেকে উত্তরে বিধান সরণিতে একমুখী ট্র্যাফিক চলাচল করবে ৷ ধর্মতলা থেকে শিয়ালদা হয়ে কলেজ স্ট্রিটের দিকেও যান চলাচল একমুখী থাকবে ৷ দক্ষিণ কলকাতা থেকে উত্তরের স্ট্র্যান্ড রোড, ব্রেবোর্ন রোড, বেন্টিংক স্ট্রিট, হেয়ার স্ট্রিটে যান চলাচল একমুখী থাকবে ৷ 21 জুলাইকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়েছে ৷

আরও পড়ুন: TMC 21st July Rally: রায়গঞ্জ থেকে সাইকেল চালিয়ে 21 জুলাইয়ের মঞ্চে ! যাত্রা শুরু 5 তৃণমূল কর্মীর

ওইদিন সকাল 4টে থেকে ডিউটি শুরু করবেন পুলিশ কর্মীরা ৷ উত্তর ও দক্ষিণ কলকাতায় চলাচলকারী গাড়ির উপরে নজর রাখবেন ট্র্যাফিক বিভাগের চারজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক ৷ মধ্য কলকাতার বউবাজার, হেয়ার স্ট্রিট থেকে শুরু করে একেবারে ধর্মতলা পর্যন্ত ট্রাফিক ব্যবস্থার উপর নজর রাখবেন অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিকরা ৷ ধর্মতলা চত্বরে একজন অতিরিক্ত কমিশনরা পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে চারজন যুগ্ম কমিশনার এবং তাঁদের অধীনে থাকবেন 8 জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আইপিএস আধিকারিক ৷

বউবাজার, হেয়ার স্ট্রিট, বড়বাজার, উত্তর বন্দর থানা সহ বেশ কিছু জায়গায় থাকবে কলকাতা পুলিশের এইচআরএফএস অর্থাৎ হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াডের বিশেষ গাড়ি ৷ কোথাও কোনও গোলমালের খবর এলে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজে তাদেরকে ব্যবহার করবে কলকাতা পুলিশ ৷ তাছাড়াও, ধর্মতলা চত্বরে রাখা হবে স্পেশাল অ্যাকশন ফোর্স ৷ 21 জুলাইয়ের সভা মঞ্চের বাইরে নিরাপত্তার জন্য রাখা হবে স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকদের ৷ পাশাপাশি, কড়া নজর রাখবে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷

কলকাতা, 19 জুলাই: আগামী বৃহস্পতিবার তৃণমূলের 21 জুলাইয়ের সমাবেশ ৷ ওইদিন কলকাতায় ভোর সাড়ে চারটে থেকে শহরের যান চলাচল নিয়ন্ত্রণ শুরু করবে পুলিশ (Kolkata Police Control Traffic for 21 Hours in 21st July Rally) ৷ বন্ধ থাকবে ধর্মতলার আশপাশের বহু রাস্তা ৷ এমনকী ধর্মতলা হয়ে উত্তর কলকাতা ও হাওড়াগামী গাড়ির পথ বদল করা হচ্ছে ৷ ওই দিন শহরে 21 ঘণ্টা যান নিয়ন্ত্রণ করা হবে ৷

করোনার জন্য গত দু’বছর ধরে এই সমাবেশ ভার্চুয়ালি করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু, এ বার আর ভার্চুয়াল নয় ৷ ধর্মতলায় লক্ষ লক্ষ মানুষের মাঝে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন তিনি ৷ দীর্ঘ দু’বছর পর 21 জুলাইয়ের সমাবেশ আয়োজিত হওয়ায় অন্যান্য বছরের তুলনায় লোকও বেশি আসবে বলে মনে করা হচ্ছে ৷ বিশেষ করে 2021 লোকসভা নির্বাচনে তৃতীয়বার ক্ষমতায় আসার পর, এটাই জন সমাবেশের মাধ্যমে তৃণমূলের প্রথম শহিদ দিবস ৷ ফলে ভিড় যে বেশি হবে, তা ধরেই নিচ্ছে লালবাজার ৷

সেই কারণে, যান নিয়ন্ত্রণ-সহ একাধিক বিষয়ে পদক্ষেপ করা হয়েছে ৷ ধর্মতলা চত্বরে এবং সভামঞ্চের আশেপাশে অসংখ্য পুলিশ মোতায়েন থাকবে ৷ তাছাড়াও, ধর্মতলা এবং তাঁর আশেপাশের রাস্তা এবং শহরের বিভিন্ন এলাকায় ওইদিন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে ৷ বিশেষ করে যে রাস্তাগুলি দিয়ে মিছিল করে তৃণমূল কর্মীরা ধর্মতলার সভাস্থলে পৌঁছবেন সেখানে নিরাপত্তার কড়াকড়ি থাকবে ৷ লালবাজারের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার কলকাতায় 21 ঘণ্টা যান নিয়ন্ত্রণ করা হবে ৷ ওইদিন ভোর সাড়ে 4টে থেকে মধ্যরাত পর্যন্ত কলকাতার একাধিক রাস্তায় ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

জানা গিয়েছে, ধর্মতলায় উত্তর থেকে দক্ষিণে বিবেকানন্দ রোড পর্যন্ত এবং দক্ষিণ থেকে উত্তরে বিধান সরণিতে একমুখী ট্র্যাফিক চলাচল করবে ৷ ধর্মতলা থেকে শিয়ালদা হয়ে কলেজ স্ট্রিটের দিকেও যান চলাচল একমুখী থাকবে ৷ দক্ষিণ কলকাতা থেকে উত্তরের স্ট্র্যান্ড রোড, ব্রেবোর্ন রোড, বেন্টিংক স্ট্রিট, হেয়ার স্ট্রিটে যান চলাচল একমুখী থাকবে ৷ 21 জুলাইকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়েছে ৷

আরও পড়ুন: TMC 21st July Rally: রায়গঞ্জ থেকে সাইকেল চালিয়ে 21 জুলাইয়ের মঞ্চে ! যাত্রা শুরু 5 তৃণমূল কর্মীর

ওইদিন সকাল 4টে থেকে ডিউটি শুরু করবেন পুলিশ কর্মীরা ৷ উত্তর ও দক্ষিণ কলকাতায় চলাচলকারী গাড়ির উপরে নজর রাখবেন ট্র্যাফিক বিভাগের চারজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক ৷ মধ্য কলকাতার বউবাজার, হেয়ার স্ট্রিট থেকে শুরু করে একেবারে ধর্মতলা পর্যন্ত ট্রাফিক ব্যবস্থার উপর নজর রাখবেন অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিকরা ৷ ধর্মতলা চত্বরে একজন অতিরিক্ত কমিশনরা পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে চারজন যুগ্ম কমিশনার এবং তাঁদের অধীনে থাকবেন 8 জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আইপিএস আধিকারিক ৷

বউবাজার, হেয়ার স্ট্রিট, বড়বাজার, উত্তর বন্দর থানা সহ বেশ কিছু জায়গায় থাকবে কলকাতা পুলিশের এইচআরএফএস অর্থাৎ হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াডের বিশেষ গাড়ি ৷ কোথাও কোনও গোলমালের খবর এলে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজে তাদেরকে ব্যবহার করবে কলকাতা পুলিশ ৷ তাছাড়াও, ধর্মতলা চত্বরে রাখা হবে স্পেশাল অ্যাকশন ফোর্স ৷ 21 জুলাইয়ের সভা মঞ্চের বাইরে নিরাপত্তার জন্য রাখা হবে স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকদের ৷ পাশাপাশি, কড়া নজর রাখবে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.