কলকাতা, 22 সেপ্টেম্বর : শহরে বেআইনি এক্সচেঞ্জ বসিয়ে সাইবার হানার চেষ্টা । ঘটনাস্থল কসবা থানা এলাকার সুইংহো লেন । একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের (Kolkata Police) এসটিএফের (STF) গোয়েন্দারা । ধৃতের নাম, অমিতকুমার গুপ্ত ।
জানা গিয়েছে, অবৈধভাবে বেশ কিছু দিন ধরে এলাকায় একটি বাড়িতে সে এই কাজ চালাচ্ছিল । বিশেষ পদ্ধতি অবলম্বন করে সে আইএসডি কলগুলি বন্ধ করে দেওয়ার পরিকল্পনায় ছিল বলে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান । পাশাপাশি তাঁরা মনে করছেন, এই বেআইনি এক্সচেঞ্জ দ্বারা সাইবার হানার পরিকল্পনা ছিল অভিযুক্তের । ঘটনায় কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (এসটিএফ) ভি সলেমন নেশাকুমার বলেন, গোপন সূত্রের খবর পেয়ে কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা ওই বাড়িতে তল্লাশি চালায় । সঙ্গে ছিল টেলিকম বিভাগের আধিকারিকরাও ।
লালবাজার সূত্রের খবর, তল্লাশির পর ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তিনটি রাউটার, একাধিক কম্পিউটার সিপিইউ, 73টি চালু সিম, তিনটি সক্রিয় সিমবক্স-সহ একাধিক সামগ্রী । উদ্ধার হওয়া সামগ্রীগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । ধৃত অমিতকুমার গুপ্তকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করবেন তদন্তকারীরা । মূলত কী উদ্দেশ্যে এই কারবার চালাচ্ছিল সে, তা জানার চেষ্টা করছে পুলিশ ।
আরও পড়ুন : Robbery: চন্দননগরে স্বর্ণ ঋণ সংস্থার অফিসে ডাকাতি, গ্রেফতার 2