ETV Bharat / city

Fake Note Recovers : তিন লক্ষ টাকার জাল নোট-সহ কলকাতায় ধৃত দুষ্কৃতী - তিন লক্ষ টাকার জাল নোট-সহ কলকাতায় ধৃত মহারাষ্ট্রের দুষ্কৃতী

কলকাতায় তিন লক্ষ টাকার জাল নোট উদ্ধার (Fake Note Recovers) ৷ ধৃত 1 ৷

Fake Note Recovers
তিন লক্ষ টাকার জাল নোট-সহ কলকাতায় ধৃত মহারাষ্ট্রের দুষ্কৃতী
author img

By

Published : Jan 25, 2022, 10:42 PM IST

কলকাতা, 25 জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের আগে শহর জুড়ে চলছে নাকা তল্লাশি । আর এরই মাঝে কলকাতা থেকে মঙ্গলবার উদ্ধার হল তিন লক্ষ টাকার জাল নোট (Fake Note Recovers) । ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে । ধৃত ব্যক্তি মহারাষ্ট্রের জালনোট পাচারকারী দলের সদস্য বলে দাবি কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের । ধৃতের নাম গোপাল কিষান পাওয়ার ।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স সূত্রের খবর, এই গোপাল কিষান পাওয়ার মহারাষ্ট্রের জালনোট পাচারকারী দলের সদস্য । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে । কোথায় পাচারের উদ্দেশ্যে ওই ব্যক্তি এই বিপুল পরিমাণ জালনোট নিয়ে ময়দান থানা এলাকার বিধান মার্কেট চত্বরে উপস্থিত হয়েছিল, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা ।

আরও পড়ুন : নিজের বিধানসভা কেন্দ্রে আক্রান্ত বিধায়ক রাজ চক্রবর্তী

ধৃতের কাছ থেকে দু'হাজার টাকার 100টি এবং 500 টাকার 200টি জাল নোট উদ্ধার হয়েছে । বুধবার ধৃত ব্যক্তিকে আদালতে তোলা হবে ৷

কলকাতা, 25 জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের আগে শহর জুড়ে চলছে নাকা তল্লাশি । আর এরই মাঝে কলকাতা থেকে মঙ্গলবার উদ্ধার হল তিন লক্ষ টাকার জাল নোট (Fake Note Recovers) । ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে । ধৃত ব্যক্তি মহারাষ্ট্রের জালনোট পাচারকারী দলের সদস্য বলে দাবি কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের । ধৃতের নাম গোপাল কিষান পাওয়ার ।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স সূত্রের খবর, এই গোপাল কিষান পাওয়ার মহারাষ্ট্রের জালনোট পাচারকারী দলের সদস্য । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে । কোথায় পাচারের উদ্দেশ্যে ওই ব্যক্তি এই বিপুল পরিমাণ জালনোট নিয়ে ময়দান থানা এলাকার বিধান মার্কেট চত্বরে উপস্থিত হয়েছিল, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা ।

আরও পড়ুন : নিজের বিধানসভা কেন্দ্রে আক্রান্ত বিধায়ক রাজ চক্রবর্তী

ধৃতের কাছ থেকে দু'হাজার টাকার 100টি এবং 500 টাকার 200টি জাল নোট উদ্ধার হয়েছে । বুধবার ধৃত ব্যক্তিকে আদালতে তোলা হবে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.