ETV Bharat / city

Kolkata Municipal Corporation: বিনামূল্য়ে করা যাবে ক্যানসার নির্ণয়ের পরীক্ষা, নয়া পরিষেবা আনছে কলকাতা পৌরনিগম - ফিরহাদ হাকিম

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ-র সঙ্গে গাঁটছড়া বেঁধে নতুন পরিষেবা চালু করতে চলেছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ নিখরচায় তিন ধরনের ক্যানসার নির্ণয়ের ব্যবস্থা করছে তারা ৷ একথা ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

Kolkata Municipal Corporation to start free cancer screening center
Kolkata Municipal Corporation: বিনামূল্য়ে করা যাবে ক্যানসার নির্ণয়ের পরীক্ষা, নয়া পরিষেবা আনছে কলকাতা পৌরনিগম
author img

By

Published : Jul 1, 2022, 9:03 PM IST

কলকাতা, 1 জুলাই: শহরের 16টি বরোর সবক'টিতেই এবার থেকে নিখরচায় ক্য়ানসার নির্ণয় করা যাবে ৷ এই পরিষেবা দেবে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ প্রাথমিকভাবে তিন ধরনের ক্যানসার নির্ণয়কারী পরীক্ষা করা হবে পৌরনগমের সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে ৷ শুক্রবার চিকিৎসক দিবসে একথা ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷

ফিরহাদ জানিয়েছেন, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ-র সঙ্গে যৌথ প্রচেষ্টায় শহরে এই নয়া পরিষেবা শুরু করা হবে ৷ নির্দিষ্ট কেন্দ্রগুলিতে আপাতত মুখ, স্তন এবং জরায়ুর ক্য়ানসার নির্ণয় করা যাবে ৷ স্বাস্থ্যপরীক্ষায় রোগ ধরা পড়লে রোগীর যাতে সঠিক চিকিৎসা করানো সম্ভব হয়, সেই ব্যবস্থাও করবে পৌর কর্তৃপক্ষ ৷ প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি হাসপাতালে রোগীকে রেফার করে তাঁর চিকিৎসার বন্দোবস্ত করা হবে ৷ এর ফলে হাসপাতালগুলিতে ভিড় কিছুটা হলেও কমবে বলে মনে করছে পৌর প্রশাসন ৷

আরও পড়ুন: Haridevpur KMC Investigation: হরিদেবপুরকাণ্ডে চূড়ান্ত গাফিলতির ইঙ্গিত কেএমসি-র তদন্ত কমিটির রিপোর্টে

প্রসঙ্গত, চিকিৎসকদের দেওয়া তথ্য অনুসারে, ভারতে মোট যত মানুষ ক্যানসারে আক্রান্ত হন, তাঁদের মধ্যে 40 শতাংশই তামাক সেবনের কারণে এই মারণব্যধির কবলে পড়েন ৷ তাই সিগারেট, বিড়ি, গুটখার মতো নেশা থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ৷ যাঁরা সিগারেট বা বিড়ির নেশা করেন, তাঁরা নিজেদের পাশাপাশি অন্যদেরও বিপদ ডেকে আনেন ৷ প্রতি বছর পরোক্ষ ধূমপানের শিকার হয়ে প্রাণ হারান প্রায় 6 লক্ষ মানুষ ! 90 শতাংশ ক্ষেত্রেই মাথা ও ঘাড়ের ক্যানসারের কারণ হল তামাক ৷

পৌর কর্তৃপক্ষের বক্তব্য, নিম্নবিত্তরা রোগ, ব্যধি নিয়ে খুব একটা সচেতন নন ৷ ছোটখাটো সমস্যাগুলিকে তাঁরা বিশেষ পাত্তা দেন না ৷ বস্তুত, চিকিৎসায় খরচের সামর্থ না থাকাতেই তাঁরা এগুলি মুখ বুজে সহ্য করেন ৷ এর ফল কখনও কখনও মারাত্মক হতে পারে ৷ এমনকী, শরীরে ক্যানসারের মতো ভয়ঙ্কর ব্যধি বাসা বাঁধলেও তা বুঝে উঠতে অনেকটা সময় চলে যায় ৷ পৌরনিগমের তরফে নিখরচায় ক্য়ানসার নির্ণয় পরিষেবা চালু হলে এই ধরনের উদাসীনতা কমবে বলেই আশা কর্তৃপক্ষের ৷ দ্রুত রোগ নির্ণয় এবং সময় মতো চিকিৎসা শুরু হলে বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে ৷

কলকাতা, 1 জুলাই: শহরের 16টি বরোর সবক'টিতেই এবার থেকে নিখরচায় ক্য়ানসার নির্ণয় করা যাবে ৷ এই পরিষেবা দেবে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ প্রাথমিকভাবে তিন ধরনের ক্যানসার নির্ণয়কারী পরীক্ষা করা হবে পৌরনগমের সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে ৷ শুক্রবার চিকিৎসক দিবসে একথা ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷

ফিরহাদ জানিয়েছেন, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ-র সঙ্গে যৌথ প্রচেষ্টায় শহরে এই নয়া পরিষেবা শুরু করা হবে ৷ নির্দিষ্ট কেন্দ্রগুলিতে আপাতত মুখ, স্তন এবং জরায়ুর ক্য়ানসার নির্ণয় করা যাবে ৷ স্বাস্থ্যপরীক্ষায় রোগ ধরা পড়লে রোগীর যাতে সঠিক চিকিৎসা করানো সম্ভব হয়, সেই ব্যবস্থাও করবে পৌর কর্তৃপক্ষ ৷ প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি হাসপাতালে রোগীকে রেফার করে তাঁর চিকিৎসার বন্দোবস্ত করা হবে ৷ এর ফলে হাসপাতালগুলিতে ভিড় কিছুটা হলেও কমবে বলে মনে করছে পৌর প্রশাসন ৷

আরও পড়ুন: Haridevpur KMC Investigation: হরিদেবপুরকাণ্ডে চূড়ান্ত গাফিলতির ইঙ্গিত কেএমসি-র তদন্ত কমিটির রিপোর্টে

প্রসঙ্গত, চিকিৎসকদের দেওয়া তথ্য অনুসারে, ভারতে মোট যত মানুষ ক্যানসারে আক্রান্ত হন, তাঁদের মধ্যে 40 শতাংশই তামাক সেবনের কারণে এই মারণব্যধির কবলে পড়েন ৷ তাই সিগারেট, বিড়ি, গুটখার মতো নেশা থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ৷ যাঁরা সিগারেট বা বিড়ির নেশা করেন, তাঁরা নিজেদের পাশাপাশি অন্যদেরও বিপদ ডেকে আনেন ৷ প্রতি বছর পরোক্ষ ধূমপানের শিকার হয়ে প্রাণ হারান প্রায় 6 লক্ষ মানুষ ! 90 শতাংশ ক্ষেত্রেই মাথা ও ঘাড়ের ক্যানসারের কারণ হল তামাক ৷

পৌর কর্তৃপক্ষের বক্তব্য, নিম্নবিত্তরা রোগ, ব্যধি নিয়ে খুব একটা সচেতন নন ৷ ছোটখাটো সমস্যাগুলিকে তাঁরা বিশেষ পাত্তা দেন না ৷ বস্তুত, চিকিৎসায় খরচের সামর্থ না থাকাতেই তাঁরা এগুলি মুখ বুজে সহ্য করেন ৷ এর ফল কখনও কখনও মারাত্মক হতে পারে ৷ এমনকী, শরীরে ক্যানসারের মতো ভয়ঙ্কর ব্যধি বাসা বাঁধলেও তা বুঝে উঠতে অনেকটা সময় চলে যায় ৷ পৌরনিগমের তরফে নিখরচায় ক্য়ানসার নির্ণয় পরিষেবা চালু হলে এই ধরনের উদাসীনতা কমবে বলেই আশা কর্তৃপক্ষের ৷ দ্রুত রোগ নির্ণয় এবং সময় মতো চিকিৎসা শুরু হলে বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.