কলকাতা,7 অগস্ট: দীর্ঘদিন ধরে বকেয়া সম্পত্তি কর ৷ তবে এখনই সাবধান হওয়ার সময় এসে গিয়েছে ৷ সম্পত্তি রক্ষা করতে চাইলে দ্রুত মিটিয়ে ফেলুন বকেয়া কর ৷ বকেয়া করের টাকা তুলতে এবার কঠোর কলকাতা পৌরনিগম ৷ করখেলাপিদের সম্পত্তি বিক্রি করে এবার বকেয়া টাকা উসুল করবে কলকাতা পৌরনিগম ৷
নাগরিকদের কাছে কোটি কোটি টাকা সম্পত্তি কর বকেয়া বছরের পর বছর (Kolkata Municipal Corporation Take New Initiative to Collect Tax) ৷ এদিকে কয়েক’ শ কোটি টাকার দেনা পৌরনিগমের মাথার উপর । ফলে বকেয়া তুলতে এবার কঠোর সিদ্ধান্ত কলকাতা পৌরনিগমের ৷ প্রয়োজনে কর খেলাপিদের সম্পত্তি বিক্রি করে করের টাকা আদায় করা হবে ৷ প্রতি ওয়ার্ডের কর মূল্যায়ন বিভাগের কর্মী আধিকারিকদের বৈঠকে এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পৌরকমিশনার বিনোদ কুমার ও বিশেষ কমিশনার সোমনাথ দাস ৷
আরও পড়ুন: সম্পত্তি কর আদায়ে আয় বাড়ল কলকাতা পৌরনিগমের
সম্প্রতি কর বিভাগের এই বৈঠকে, আধিকারিক ও কর্মীদের জানানো হয়েছে অফিসে বসে থেকে কাজ নয়, বকেয়া তুলতে ময়দানে নেমে কাজ করতে হবে। প্রতি ওয়ার্ডের নাগরিকদের বকেয়া করের পরিমাণ ও কর খেলাপীদের তালিকা পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে । লক্ষ্য একটাই বকেয়া টাকা সুদে আসলে কোষাগারে আনতে হবে ।
প্রসঙ্গত, কমবেশি করদাতা প্রায় 8 লক্ষেরও বেশি । কর বিভাগের কর্মীদের বলা হয়েছে, বকেয়া আদায়ের পাশপাশি যে সমস্ত আবাসিক সম্পত্তি বাণিজ্যিক কাজে ব্যাবহার হচ্ছে তাঁদের থেকে বাণিজ্যিক কর আদায় করতে হবে।