কলকাতা, 23 অগস্ট: অনিশ্চয়তার কালো মেঘ এখনও কাটেনি মহম্মদ আলি পার্কের দুর্গা পুজো নিয়ে । পৌরনিগম ও পুজো আয়োজক দু'পক্ষের অনড় মনোভাবে পুজোর ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে তৈরি হয়েছিল দোলাচল । তবে এদিন পৌরকর্তারা মাঠ পরিদর্শন করার পর বরফ গলতে শুরু করে।
আধিকারিকরা মাঠের বিভিন্ন অংশ পরিদর্শন করেন (KMC officials visits to Muhammad Ali Park) । এরপর পুজো কমিটিকে প্রস্তাব দেওয়া হয় জলাধার নেই এমন জায়গায় অর্থাৎ মাঠের সামনের 10 ফুট জায়গা ও ফুটপাথের 5 ফুট জায়গা নিয়ে তাঁরা মণ্ডপ তৈরি করতে পারেন । মাঠের যে লোহার রেলিং রয়েছে, তা খুলে দেবে পৌরনিগম । তবে কমিটির তরফে পালটা বলা হয়, ইতিমধ্যে মণ্ডপের 80 শতাংশ নির্মাণ হয়ে গিয়েছে ৷ তা খুলে ফের নতুন মণ্ডপ তৈরি কার্যত অসম্ভব । পরে পৌরকর্তারা জানান, যে মণ্ডপ আছে সেখানে কোনওভাবেই নির্মাণকাজ করতে দেওয়া যাবে না ৷ কারণ নিচে জলাধার । ফলে তাঁদের যে বিকল্প প্রস্তাব সেটা পুজো কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে আগামিকাল পৌরনিগমকে জানাক ।
আরও পড়ুন : জলাধারের উপর মণ্ডপ নির্মাণের অনুমতি নয়, মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে অনড় পৌরনিগম
এদিন মণ্ডপের সামনের অংশ মাপ ঝোপ করা হয় । পুজো কমিটির তরফে অশোক ওঝা ও রেহানা খাতুন জানান, যে বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে তাঁদের বাকিদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন । আগামিকাল পৌর কর্তৃপক্ষকে তাঁদের সিদ্ধান্ত জানাবেন । পাশাপাশি তাঁরা জানান, এমন কিছু করবেন না, যাতে পুজোর সময় কারোর জীবনের ঝুঁকি হয় । আর হাতেগোনা দিন বাকি, তাই ঝামেলায় না-জড়িয়ে শেষমেষ পৌরনিগমের বলে দেওয়া পথে হেঁটেই এবার পুজো আয়োজন করবে মহম্মদ আলি পার্ক কর্তৃপক্ষ (Muhammad Ali Park Durga Puja) ।
এখানে উল্লেখ করা প্রয়োজন, এ বার মহম্মদ আলি পার্কের পুজোর 54 বছর পূর্ণ হচ্ছে ৷ এই পুজো কলকাতার অন্যতম বড় আকর্ষণ ৷ প্রতি বছর প্রচুর মানুষ ভিড় জমান মহম্মদ আলি পার্কের পুজো দেখার জন্য ৷ গত 7 জুলাই খুঁটিপুজো হয় মহম্মদ আলি পার্কে ৷ তার পর থেকেই মণ্ডপ তৈরির কাজ শুরু হয় ৷ এদিন পুজো কমিটির সঙ্গে যৌথ পরিদর্শন করে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ কেএমসি-র তরফে নেতৃত্বে ছিলেন জল সরবরাহ বিভাগের ডেপুটি চিফ ইঞ্জিনিয়র(ডিস্ট্রিবিউশন) অমিতাভ পাল । আর কমিটির তরফে ছিলেন বরো চেয়ারপার্সন ও স্থানীয় কাউন্সিলর রেহানা খাতুন ।