ETV Bharat / city

Child Fever: অজানা জ্বর মোকাবিলায় শহরে নজরদারি কলকাতা পৌরনিগমের - unknown fever

স্বাস্থ্য বিভাগ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, 10 জন শিশুর নমুনা শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়েছে ৷ তার মধ্যে তিন জনের আরএসভি ও একজনের ইনফ্লুয়েঞ্জা-বি ধরা পড়েছে ৷ পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশু বিভাগে 62 জন শিশু চিকিৎসাধীন রয়েছে ।

kolkata municipal corporation
শহরে নজরদারি কলকাতা পৌরনিগমের
author img

By

Published : Sep 17, 2021, 9:24 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: করোনার তৃতীয় ঢেউ আসন্ন ৷ এই পরিস্থিতিতে শিশুদের অজানা জ্বর উদ্বেগ বাড়িয়েছে রাজ্যে ৷ শিশুদের অজানা জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়লেও তা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে কলকাতা পৌরনিগম । এদিন কলকাতা পৌরনিগমের প্রশাসন মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, অজানা জ্বর নিয়ে কলকাতার শিশুদের অভিভাবকদের কোনও চিন্তার কারণ নেই । মুখ্যমন্ত্রী নিজে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন ।

রাজ্যে ক্রমাগত বাড়ছে শিশুদের অজানা জ্বরে আক্রান্তের সংখ্যা ৷ স্বাস্থ্য বিভাগ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, 10 জন শিশুর নমুনা শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়েছে ৷ তার মধ্যে তিন জনের আরএসভি ও একজনের ইনফ্লুয়েঞ্জা-বি ধরা পড়েছে ৷ পাশাপাশি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশু বিভাগে 62 জন শিশু চিকিৎসাধীন রয়েছে । যার মধ্যে ন'জন জ্বরে আক্রান্ত। এই ন'জনের মধ্যে একজন ডেঙ্গু ও একজনের জাপানি এনকেফালাইটিস ধরা পড়েছে ৷ উত্তরবঙ্গ থেকে মোট 54টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । যার মধ্যে 3 জন ডেঙ্গু, 13 জন ম্যালেরিয়া, 3 জন স্ক্রাব টাইফাস ও 3 জন জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়েছে ৷ পরিস্থিতি মোকাবিলায় সার্ভাইলেন্স বাড়াতে বলা হয়েছে । প্রত্যেক জেলায় মনিটরিং টিম তৈরি করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে ৷

এর প্রভাব উত্তরবঙ্গে বেশি দেখা গেলেও কলকাতাতেও তার প্রস্তুতি নিয়েছে প্রশাসন ৷ কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ এদিন বলেন, "আমাদের পুর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ শিশুদের জন্য বিশেষ চিকিৎসার পরিকাঠামো তৈরি করা হয়েছে। পাশাপাশি, আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খবর নিচ্ছে । কোনও শিশু জ্বরে আক্রান্ত হলে তার দৈনিক রিপোর্ট কলকাতা পৌরনিগমের শীর্ষস্তরে পৌঁছে যাচ্ছে । শিশুদের অজানা জ্বরের বিষয়টিকে আমরা অগ্রাধিকার দিয়ে বিশেষ নজরদারি শুরু করেছি । শহরের প্রতিটি বোরো ভিত্তিক নজরদারি রাখা হচ্ছে ৷"

আরও পড়ুন : শিশুদের জ্বরে উদ্বেগের কিছু নেই ; আশ্বাস উত্তরবঙ্গে পরিদর্শনে আসা বিশেষজ্ঞদের

পাশাপাশি শহরে মা ও শিশুদের জন্য পৃথক সেফহোম তৈরি করা হয়েছে বলেও জানান কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের প্রধান । কলকাতার দু'নম্বর ওয়ার্ডের হরেকৃষ্ণ সেন লেনে 60টি বেডের সেফহোম তৈরি করা হয়েছে । মা ও শিশুদের একসঙ্গে থাকার ব্যবস্থা করা রয়েছে এই সেফহোমে । এছাড়াও শহরে কোয়ারানটিন সেন্টার রয়েছে ৷ প্রয়োজনে সেখানে স্থানান্তরিত করা হতে পারে। এদিন তিনি আরও জানান, কামারহাটির মতো অবস্থা কলকাতা শহরে যাতে না-হয় তার জন্য বাড়তি নজরদারি রাখা হচ্ছে ৷ কামারহাটিতে জলবাহিত রোগের কারণে আক্রান্ত সংখ্যা বেড়েছিল ৷ কিন্তু কলকাতা শহরে সবরকম ব্যবস্থা রয়েছে ৷ এখানে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি পরিস্থিতি মোকাবিলার জন্য পরিকাঠামো মজবুত করা হয়েছে বলেও দাবি করেন অতীন ঘোষ ।

কলকাতা, 17 সেপ্টেম্বর: করোনার তৃতীয় ঢেউ আসন্ন ৷ এই পরিস্থিতিতে শিশুদের অজানা জ্বর উদ্বেগ বাড়িয়েছে রাজ্যে ৷ শিশুদের অজানা জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়লেও তা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে কলকাতা পৌরনিগম । এদিন কলকাতা পৌরনিগমের প্রশাসন মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, অজানা জ্বর নিয়ে কলকাতার শিশুদের অভিভাবকদের কোনও চিন্তার কারণ নেই । মুখ্যমন্ত্রী নিজে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন ।

রাজ্যে ক্রমাগত বাড়ছে শিশুদের অজানা জ্বরে আক্রান্তের সংখ্যা ৷ স্বাস্থ্য বিভাগ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, 10 জন শিশুর নমুনা শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়েছে ৷ তার মধ্যে তিন জনের আরএসভি ও একজনের ইনফ্লুয়েঞ্জা-বি ধরা পড়েছে ৷ পাশাপাশি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশু বিভাগে 62 জন শিশু চিকিৎসাধীন রয়েছে । যার মধ্যে ন'জন জ্বরে আক্রান্ত। এই ন'জনের মধ্যে একজন ডেঙ্গু ও একজনের জাপানি এনকেফালাইটিস ধরা পড়েছে ৷ উত্তরবঙ্গ থেকে মোট 54টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । যার মধ্যে 3 জন ডেঙ্গু, 13 জন ম্যালেরিয়া, 3 জন স্ক্রাব টাইফাস ও 3 জন জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়েছে ৷ পরিস্থিতি মোকাবিলায় সার্ভাইলেন্স বাড়াতে বলা হয়েছে । প্রত্যেক জেলায় মনিটরিং টিম তৈরি করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে ৷

এর প্রভাব উত্তরবঙ্গে বেশি দেখা গেলেও কলকাতাতেও তার প্রস্তুতি নিয়েছে প্রশাসন ৷ কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ এদিন বলেন, "আমাদের পুর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ শিশুদের জন্য বিশেষ চিকিৎসার পরিকাঠামো তৈরি করা হয়েছে। পাশাপাশি, আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খবর নিচ্ছে । কোনও শিশু জ্বরে আক্রান্ত হলে তার দৈনিক রিপোর্ট কলকাতা পৌরনিগমের শীর্ষস্তরে পৌঁছে যাচ্ছে । শিশুদের অজানা জ্বরের বিষয়টিকে আমরা অগ্রাধিকার দিয়ে বিশেষ নজরদারি শুরু করেছি । শহরের প্রতিটি বোরো ভিত্তিক নজরদারি রাখা হচ্ছে ৷"

আরও পড়ুন : শিশুদের জ্বরে উদ্বেগের কিছু নেই ; আশ্বাস উত্তরবঙ্গে পরিদর্শনে আসা বিশেষজ্ঞদের

পাশাপাশি শহরে মা ও শিশুদের জন্য পৃথক সেফহোম তৈরি করা হয়েছে বলেও জানান কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের প্রধান । কলকাতার দু'নম্বর ওয়ার্ডের হরেকৃষ্ণ সেন লেনে 60টি বেডের সেফহোম তৈরি করা হয়েছে । মা ও শিশুদের একসঙ্গে থাকার ব্যবস্থা করা রয়েছে এই সেফহোমে । এছাড়াও শহরে কোয়ারানটিন সেন্টার রয়েছে ৷ প্রয়োজনে সেখানে স্থানান্তরিত করা হতে পারে। এদিন তিনি আরও জানান, কামারহাটির মতো অবস্থা কলকাতা শহরে যাতে না-হয় তার জন্য বাড়তি নজরদারি রাখা হচ্ছে ৷ কামারহাটিতে জলবাহিত রোগের কারণে আক্রান্ত সংখ্যা বেড়েছিল ৷ কিন্তু কলকাতা শহরে সবরকম ব্যবস্থা রয়েছে ৷ এখানে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি পরিস্থিতি মোকাবিলার জন্য পরিকাঠামো মজবুত করা হয়েছে বলেও দাবি করেন অতীন ঘোষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.