ETV Bharat / city

Kolkata Metro Service : শুক্রবার থেকে আরও বাড়ছে মেট্রোর সংখ্যা - কলকাতা মেট্রো পরিষেবা

যাত্রী সাধারণের স্বার্থেই স্বাধীনতা দিবসের আগে আরও বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা ৷ শুক্রবার থেকে চলবে আরও আটটি মেট্রো ৷ কাজের দিনগুলিতে রোজ 220 টি মেট্রোর বদলে চালানো হবে 228 টি ৷

Kolkata Metro Service increasing the number of trains from 220 to 228 from Friday
Kolkata Metro Service : শুক্রবার থেকে আরও বাড়ছে মেট্রোর সংখ্যা, চলবে বাড়তি আটটি ট্রেন
author img

By

Published : Aug 11, 2021, 4:16 PM IST

কলকাতা, 11 অগস্ট : উত্তর-দক্ষিণে আরও বাড়ছে মেট্রোর সংখ্যা ৷ আগামী শুক্রবার থেকে চালানো হবে অতিরিক্ত আটটি মেট্রো ৷ বর্তমানে সোম থেকে শুক্রবার, প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে কলকাতার উত্তর থেকে দক্ষিণে মোট 220 টি মেট্রো চলাচল করছে ৷ শুক্রবার থেকে সেই সংখ্যা বেড়ে হবে 228 ৷ বুধবার কর্তৃপক্ষের তরফে এমনই জানানো হয়েছে ৷

আরও পড়ুন : CNG buses in Kolkata : শহরে সিএনজি বাস চালু করলেন ফিরহাদ, ভাড়া কমার আশ্বাস

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই রাজ্য়ে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা বন্ধ করার নির্দেশ দেয় রাজ্য সরকার ৷ সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ করা হয় ৷ পরবর্তীতে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল করে প্রশাসন ৷ দীর্ঘ অপেক্ষার পর চালু হয় মেট্রো পরিষেবাও ৷ আপাতত 50 শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চালানোর অনুমতি রয়েছে ৷ তবে বাস্তবে দেখা যাচ্ছে, দিনের বিভিন্ন সময়ে, বিশেষ করে অফিস টাইমে মেট্রোয় উপচে পড়ছে ভিড় ৷ ইতিমধ্যেই যাত্রীদের তরফে মেট্রোর সংখ্যা বাড়ানোর দাবি তোলা হয়েছে ৷ পাশাপাশি, শনি ও রবিবারও সর্বসাধারণের জন্য মেট্রো চালু করার দাবি উঠছে ৷

আরও পড়ুন : East West Metro : প্রায় প্রস্তুত শিয়ালদা স্টেশন, শনিতে ট্রেন ঢুকবে টানেলে

কলকাতা মেট্রো সূত্রে খবর, যাত্রী সাধারণের স্বার্থেই স্বাধীনতা দিবসের আগে আগামী 13 অগস্ট থেকে অতিরিক্ত আরও আটটি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এতে ভিড় কিছুটা কমবে বলে আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ করোনার সংক্রমণ ঠেকাতে যা অত্যন্ত জরুরি বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

কলকাতা, 11 অগস্ট : উত্তর-দক্ষিণে আরও বাড়ছে মেট্রোর সংখ্যা ৷ আগামী শুক্রবার থেকে চালানো হবে অতিরিক্ত আটটি মেট্রো ৷ বর্তমানে সোম থেকে শুক্রবার, প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে কলকাতার উত্তর থেকে দক্ষিণে মোট 220 টি মেট্রো চলাচল করছে ৷ শুক্রবার থেকে সেই সংখ্যা বেড়ে হবে 228 ৷ বুধবার কর্তৃপক্ষের তরফে এমনই জানানো হয়েছে ৷

আরও পড়ুন : CNG buses in Kolkata : শহরে সিএনজি বাস চালু করলেন ফিরহাদ, ভাড়া কমার আশ্বাস

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই রাজ্য়ে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা বন্ধ করার নির্দেশ দেয় রাজ্য সরকার ৷ সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ করা হয় ৷ পরবর্তীতে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল করে প্রশাসন ৷ দীর্ঘ অপেক্ষার পর চালু হয় মেট্রো পরিষেবাও ৷ আপাতত 50 শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চালানোর অনুমতি রয়েছে ৷ তবে বাস্তবে দেখা যাচ্ছে, দিনের বিভিন্ন সময়ে, বিশেষ করে অফিস টাইমে মেট্রোয় উপচে পড়ছে ভিড় ৷ ইতিমধ্যেই যাত্রীদের তরফে মেট্রোর সংখ্যা বাড়ানোর দাবি তোলা হয়েছে ৷ পাশাপাশি, শনি ও রবিবারও সর্বসাধারণের জন্য মেট্রো চালু করার দাবি উঠছে ৷

আরও পড়ুন : East West Metro : প্রায় প্রস্তুত শিয়ালদা স্টেশন, শনিতে ট্রেন ঢুকবে টানেলে

কলকাতা মেট্রো সূত্রে খবর, যাত্রী সাধারণের স্বার্থেই স্বাধীনতা দিবসের আগে আগামী 13 অগস্ট থেকে অতিরিক্ত আরও আটটি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এতে ভিড় কিছুটা কমবে বলে আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ করোনার সংক্রমণ ঠেকাতে যা অত্যন্ত জরুরি বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.