ETV Bharat / city

Kolkata Metro : সোমবার থেকে বাড়ছে মেট্রো রেলের মেন্টেন্য়ান্স স্পেশালের সংখ্যা - সোমবার থেকে বাড়ছে মেট্রো রেলের মেন্টেন্য়ান্স স্পেশালের সংখ্যা

সোমবার থেকে বাড়ছে মেট্রো রেলের মেন্টেন্য়ান্স স্পেশালের সংখ্যা ৷ সারাদিনে আপ ও ডাউন মিলিয়ে মোট 62টি (আপ 31 ও ডাউন 31) ট্রেন চলাচল করবে ৷ পরিষেবা পাবেন জরুরি পেশার সঙ্গে যুক্ত ব্য়ক্তিরা ৷

Kolkata Metro increasing the number of maintenance special train from Monday onwards
Kolkata Metro : সোমবার থেকে বাড়ছে মেট্রো রেলের মেন্টেন্য়ান্স স্পেশালের সংখ্যা
author img

By

Published : Jun 25, 2021, 6:41 PM IST

কলকাতা, 25 জুন : আবারও বাড়ানো হচ্ছে কলকাতা মেট্রো রেলের মেন্টেন্য়ান্স স্পেশালের সংখ্যা ৷ শুক্রবার মেট্রো কর্তৃপক্ষের তরফে তেমনটাই জানানো হয়েছে ৷ আগামী সোমবার অর্থাৎ 28 জুন থেকে সারাদিনে আপ ও ডাউন মিলিয়ে মোট 62টি (আপ 31 ও ডাউন 31) ট্রেন চলাচল করবে ৷ তবে আগের মতোই শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্য়ক্তিরাই তাঁদের পরিচয়পত্র দেখিয়ে উঠতে পারবেন মেট্রো রেলে ৷

আরও পড়ুন : স্টাফ স্পেশাল ট্রেনে মহিলা স্বাস্থ্যকর্মীকে হেনস্থা, অভিযুক্ত সোনারপুর আরপিএফ

আগামী 28 জুন থেকে এই ট্রেনগুলি দক্ষিণেশ্বর ও কবি সুভাষ স্টেশন থেকে আপ ও ডাউন লাইনে মোট দু’দফায় চলাচল করবে ৷ সকালে 8 টা বেজে 30 মিনিট থেকে বেলা 11 টা বেজে 30 মিনিট পর্যন্ত এবং বিকেল 3 টে 45 থেকে সন্ধে 6 টা 30 পর্যন্ত দক্ষিণেশ্বর ও কবি সুভাষ মেট্রো স্টেশনের মধ্যে যাতায়াত করবে ট্রেনগুলি ৷ অর্থাৎ মাঝের বিরতির সময়টুকু বাদ দিলে দিনের প্রথম ট্রেন দু’টি দুই প্রান্ত থেকে স্টেশন ছাড়বে সকাল 8 টা বেজে 30 মিনিটে এবং শেষ দু’টি ট্রেন দক্ষিণেশ্বর ও কবি সুভাষ ছাড়বে সন্ধে 6 টা বেজে 30 মিনিটে ৷

আরও পড়ুন : মল্লিকপুরে স্টাফ স্পেশাল ট্রেনে মহিলা স্বাস্থ্যকর্মীদের উপর হামলা

মেট্রো সূত্রে খবর, দু’টি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান থাকবে 11 থেকে 12 মিনিট ৷ এই পরিষেবা সোমবার থেকে শনিবার পর্যন্ত পাওয়া যাবে ৷ রবিবার মেন্টেন্য়ান্স স্পেশাল মেট্রোর কোনও পরিষেবা দেওয়া হবে না ৷

আরও পড়ুন : লোকাল ট্রেন চালুর দাবিতে সোনারপুরে রেললাইন অবরোধ নিত্যযাত্রীদের

আগের মতোই শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন ৷ যেমন স্বাস্থ্যকর্মী, পশু চিকিৎসা সঙ্গে যুক্ত কর্মীরা, আইন-শৃঙ্খলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা, সমাজসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা, ব্যাঙ্ক কর্মী, কারেকশনাল সার্ভিসেস, বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, টেলিকমিউনিকেশনের সঙ্গে যুক্ত কর্মীরা, দমকলকর্মী, স্টোর ম্যানেজমেন্ট ও সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই পরিষেবা পাবেন ৷ নিজেদের যথাযথ পরিচয় পত্র দেখিয়ে স্মার্ট কার্ডের সাহায্যে মেন্টেন্য়ান্স স্পেশালে যাতায়াত করতে পারবেন তাঁরা ৷

কলকাতা, 25 জুন : আবারও বাড়ানো হচ্ছে কলকাতা মেট্রো রেলের মেন্টেন্য়ান্স স্পেশালের সংখ্যা ৷ শুক্রবার মেট্রো কর্তৃপক্ষের তরফে তেমনটাই জানানো হয়েছে ৷ আগামী সোমবার অর্থাৎ 28 জুন থেকে সারাদিনে আপ ও ডাউন মিলিয়ে মোট 62টি (আপ 31 ও ডাউন 31) ট্রেন চলাচল করবে ৷ তবে আগের মতোই শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্য়ক্তিরাই তাঁদের পরিচয়পত্র দেখিয়ে উঠতে পারবেন মেট্রো রেলে ৷

আরও পড়ুন : স্টাফ স্পেশাল ট্রেনে মহিলা স্বাস্থ্যকর্মীকে হেনস্থা, অভিযুক্ত সোনারপুর আরপিএফ

আগামী 28 জুন থেকে এই ট্রেনগুলি দক্ষিণেশ্বর ও কবি সুভাষ স্টেশন থেকে আপ ও ডাউন লাইনে মোট দু’দফায় চলাচল করবে ৷ সকালে 8 টা বেজে 30 মিনিট থেকে বেলা 11 টা বেজে 30 মিনিট পর্যন্ত এবং বিকেল 3 টে 45 থেকে সন্ধে 6 টা 30 পর্যন্ত দক্ষিণেশ্বর ও কবি সুভাষ মেট্রো স্টেশনের মধ্যে যাতায়াত করবে ট্রেনগুলি ৷ অর্থাৎ মাঝের বিরতির সময়টুকু বাদ দিলে দিনের প্রথম ট্রেন দু’টি দুই প্রান্ত থেকে স্টেশন ছাড়বে সকাল 8 টা বেজে 30 মিনিটে এবং শেষ দু’টি ট্রেন দক্ষিণেশ্বর ও কবি সুভাষ ছাড়বে সন্ধে 6 টা বেজে 30 মিনিটে ৷

আরও পড়ুন : মল্লিকপুরে স্টাফ স্পেশাল ট্রেনে মহিলা স্বাস্থ্যকর্মীদের উপর হামলা

মেট্রো সূত্রে খবর, দু’টি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান থাকবে 11 থেকে 12 মিনিট ৷ এই পরিষেবা সোমবার থেকে শনিবার পর্যন্ত পাওয়া যাবে ৷ রবিবার মেন্টেন্য়ান্স স্পেশাল মেট্রোর কোনও পরিষেবা দেওয়া হবে না ৷

আরও পড়ুন : লোকাল ট্রেন চালুর দাবিতে সোনারপুরে রেললাইন অবরোধ নিত্যযাত্রীদের

আগের মতোই শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন ৷ যেমন স্বাস্থ্যকর্মী, পশু চিকিৎসা সঙ্গে যুক্ত কর্মীরা, আইন-শৃঙ্খলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা, সমাজসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা, ব্যাঙ্ক কর্মী, কারেকশনাল সার্ভিসেস, বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, টেলিকমিউনিকেশনের সঙ্গে যুক্ত কর্মীরা, দমকলকর্মী, স্টোর ম্যানেজমেন্ট ও সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই পরিষেবা পাবেন ৷ নিজেদের যথাযথ পরিচয় পত্র দেখিয়ে স্মার্ট কার্ডের সাহায্যে মেন্টেন্য়ান্স স্পেশালে যাতায়াত করতে পারবেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.