ETV Bharat / city

Man kills girlfriend: গড়ফায় নতুন সম্পর্কে হবু স্ত্রী ! সন্দেহ হওয়ায় খুন করল প্রেমিক - প্রেমিকাকে খুন যুবকের

গড়ফায় নতুন সম্পর্কে জড়িয়েছেন হবু স্ত্রী (Kolkata murder) ৷ এই সন্দেহ হওয়ায় তাঁকে শ্বাসরোধ করে খুন করল গড়ফার প্রেমিক (Man kills girlfriend)৷

kolkata-man-kills-his-girlfriend-suspecting-her-new-relationship
গড়ফায় নতুন সম্পর্কে হবু স্ত্রী ! সন্দেহ হওয়ায় খুন করল প্রেমিক
author img

By

Published : May 2, 2022, 7:22 PM IST

কলকাতা, 2 মে: বিয়ের শাড়ি কেনার দিন বান্ধবীর নতুন সম্পর্ক প্রকাশ্যে আসে (Kolkata murder)। নতুন সম্পর্কের খবর সামনে আসতেই প্রতিশোধ নিতে বান্ধবীকে খুন করেছে প্রেমিক ৷ পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে সে ৷ গড়ফার যুবতীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সামনে এল এই নতুন তথ্য । ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে গড়ফা থানার পুলিশ । তাকে গ্রেফতার করা হয়েছে । ধৃত প্রেমিকের নাম পঙ্কজ দাস । তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চাইবে গড়ফা থানার পুলিশ (Man kills girlfriend)।

জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই গড়ফা নিবাসী সুস্মিতা দাসের সঙ্গে পঙ্কজ দাস নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল । দুজনের পরিবারই তাদের সম্পর্কের কথা জানত বলে খবর । তাদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । কর্মসূত্রে পঙ্কজ দাস আন্দামানে থাকত । দিনের বেশিরভাগই তাদের ভার্চুয়ালি যোগাযোগ হত বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: Body Found in Sreerampur : শ্রীরামপুরে মাথাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য, তদন্ত শুরু পুলিশের

এ দিকে কলকাতায় থাকতেন তার প্রেমিকা সুস্মিতা দাস (Garfa murder)। গ্রেফতারির পরে পুলিশের কাছে প্রাথমিক ভাবে পঙ্কজ স্বীকার করেছে যে, বেশ কিছুদিন ধরে তাদের সম্পর্কের অবনতি হয় । তার ফলেই সুদূর আন্দামান থেকে সাময়িক ছুটি নিয়ে কলকাতায় ফিরে আসে সে । একাধিকবার বান্ধবী সুস্মিতা দাসের সঙ্গে দেখা করতে চাইলেও দেখা হয়নি । ফলে সন্দেহ দানা বাঁধে পঙ্কজের মনে । এর পরেই পঙ্কজ জানতে পারে, তাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনও ব্যক্তির আগমন হয়েছে । এই নিয়ে চরম অশান্তি সৃষ্টি হয় সুস্মিতা এবং পঙ্কজের মধ্যে ।

গত 29 তারিখ পঙ্কজ এই বিষয়টি জানাবার জন্য সুস্মিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসে । সুস্মিতার নতুন সম্পর্কের কথা তাঁর পরিবারের সদস্যদের পঙ্কজ জানায় । কিন্তু প্রথম দিকে সেই অভিযোগ সুস্মিতার পরিবারের তরফ থেকে সে ভাবে গুরুত্ব দেওয়া হয়নি । এর পর ফের গতকাল রাতে সুস্মিতার বাড়িতে আসে পঙ্কজ । সেই সময়ে সুস্মিতা বাড়িতে একাই ছিল । দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । বিয়ের ঠিক কিছুদিন আগেই হবু স্ত্রীর নতুন সম্পর্ক সামনে আসায়, প্রতিশোধ নিতে সুস্মিতার গলা টিপে তাঁকে শ্বাসরোধ করে খুন করে পঙ্কজ ৷ এরপর সে এলাকা ছেড়ে পালিয়ে যায় । সুস্মিতার পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে আজ সকালে হাওড়া থেকে পঙ্কজ দাসকে গ্রেফতার করে গড়ফা থানার পুলিশ (Kolkata Man kills his girlfriend suspecting her new relationship)।

কলকাতা, 2 মে: বিয়ের শাড়ি কেনার দিন বান্ধবীর নতুন সম্পর্ক প্রকাশ্যে আসে (Kolkata murder)। নতুন সম্পর্কের খবর সামনে আসতেই প্রতিশোধ নিতে বান্ধবীকে খুন করেছে প্রেমিক ৷ পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে সে ৷ গড়ফার যুবতীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সামনে এল এই নতুন তথ্য । ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে গড়ফা থানার পুলিশ । তাকে গ্রেফতার করা হয়েছে । ধৃত প্রেমিকের নাম পঙ্কজ দাস । তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চাইবে গড়ফা থানার পুলিশ (Man kills girlfriend)।

জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই গড়ফা নিবাসী সুস্মিতা দাসের সঙ্গে পঙ্কজ দাস নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল । দুজনের পরিবারই তাদের সম্পর্কের কথা জানত বলে খবর । তাদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । কর্মসূত্রে পঙ্কজ দাস আন্দামানে থাকত । দিনের বেশিরভাগই তাদের ভার্চুয়ালি যোগাযোগ হত বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: Body Found in Sreerampur : শ্রীরামপুরে মাথাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য, তদন্ত শুরু পুলিশের

এ দিকে কলকাতায় থাকতেন তার প্রেমিকা সুস্মিতা দাস (Garfa murder)। গ্রেফতারির পরে পুলিশের কাছে প্রাথমিক ভাবে পঙ্কজ স্বীকার করেছে যে, বেশ কিছুদিন ধরে তাদের সম্পর্কের অবনতি হয় । তার ফলেই সুদূর আন্দামান থেকে সাময়িক ছুটি নিয়ে কলকাতায় ফিরে আসে সে । একাধিকবার বান্ধবী সুস্মিতা দাসের সঙ্গে দেখা করতে চাইলেও দেখা হয়নি । ফলে সন্দেহ দানা বাঁধে পঙ্কজের মনে । এর পরেই পঙ্কজ জানতে পারে, তাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনও ব্যক্তির আগমন হয়েছে । এই নিয়ে চরম অশান্তি সৃষ্টি হয় সুস্মিতা এবং পঙ্কজের মধ্যে ।

গত 29 তারিখ পঙ্কজ এই বিষয়টি জানাবার জন্য সুস্মিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসে । সুস্মিতার নতুন সম্পর্কের কথা তাঁর পরিবারের সদস্যদের পঙ্কজ জানায় । কিন্তু প্রথম দিকে সেই অভিযোগ সুস্মিতার পরিবারের তরফ থেকে সে ভাবে গুরুত্ব দেওয়া হয়নি । এর পর ফের গতকাল রাতে সুস্মিতার বাড়িতে আসে পঙ্কজ । সেই সময়ে সুস্মিতা বাড়িতে একাই ছিল । দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । বিয়ের ঠিক কিছুদিন আগেই হবু স্ত্রীর নতুন সম্পর্ক সামনে আসায়, প্রতিশোধ নিতে সুস্মিতার গলা টিপে তাঁকে শ্বাসরোধ করে খুন করে পঙ্কজ ৷ এরপর সে এলাকা ছেড়ে পালিয়ে যায় । সুস্মিতার পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে আজ সকালে হাওড়া থেকে পঙ্কজ দাসকে গ্রেফতার করে গড়ফা থানার পুলিশ (Kolkata Man kills his girlfriend suspecting her new relationship)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.