কলকাতা 11 ফেব্রুয়ারি : সিঙ্গল বেঞ্চের নির্দেশ পেয়ে যাঁরা টেট পরীক্ষায় বসেছিলেন, তাঁদের পরীক্ষা বাতিল করল ডিভিশন বেঞ্চ। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ 2017 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী 31 জানুয়ারি যে পরীক্ষা হয়েছে তাতে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কয়েকশো ছাত্র-ছাত্রী যারা 2017 সালে টেট পরীক্ষায় আবেদন করেননি, তা সত্ত্বেও এই পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিলেন তাঁদের পরীক্ষা বাতিল করল ডিভিশন বেঞ্চ।
নির্দেশে বলা হয়েছে, সিঙ্গল বেঞ্চের নির্দেশ পাওয়ার পর যারা টেট পরীক্ষায় বসে ছিলেন 2018 -20 এই শিক্ষাবর্ষে যাঁরা ডি.ইএল.ইডি করেছেন এবং 2019- 21 এই শিক্ষাবর্ষে যারা ডি.ইএল.ইডি করেছিলেন তাঁদের পরীক্ষা বাতিল করা হল। শুধুমাত্র 2017- 19 এই শিক্ষাবর্ষে যাঁরা ডি.ইএল.ইডি সম্পন্ন করেছে তাঁদের পরীক্ষা গ্রহণযোগ্য হবে।
টেট 2017 সালের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে গত 4 জানুয়ারি দায়ের হয়েছিল মামলা। মামলার বয়ান অনুযায়ী, 2017 সালের টেট পরীক্ষার বিজ্ঞপ্তি হয়েছিল মে মাসের 12 তারিখে। কিন্তু সেই পরীক্ষা নেওয়া হয়নি। 2017 সালের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, 31 জানুয়ারি টেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলাকারী চাকরিপ্রার্থীদের দাবি ছিল 2017 সালের পরে তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে। যেহেতু 2017 সালের পরীক্ষা এখন নেওয়া হচ্ছে তাই তাঁরাও যাতে পরীক্ষায় বসার সুযোগ পায় সেই নির্দেশ দিক হাইকোর্ট।
এই দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ইমানা চৌধুরী-সহ কয়েকশো চাকরিপ্রার্থী৷ গত 28 জানুয়ারি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চ মামলাকারী চাকরিপ্রার্থীদের জরুরি ভিত্তিতে 31 জানুয়ারি পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রাইমারি শিক্ষা পর্ষদকে।
প্রাথমিক শিক্ষা পর্ষদ সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী, মামলাকারীদের পরীক্ষায় বসার সুযোগ দিলেও, এই নির্দেশের বিরুদ্ধে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আপিল করেছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য ছিল পর্ষদের সায় না থাকলেও সিঙ্গেল বেঞ্চ ওই সমস্ত চাকরিপ্রার্থীদের জরুরিভিত্তিতে পরীক্ষায় বসার নির্দেশ দিয়েছিল। তাই এই সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করা হোক।
আরও পড়ুন : বিজেপির রথযাত্রা আটকাতে মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, খারিজ কলকাতা হাইকোর্টের
এরপরই আজ ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানিয়েছে শুধুমাত্র 2017- 19 এই শিক্ষাবর্ষে যারা ডি.ইএল.ইডি সম্পন্ন করেছিল সেই সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষাই গ্রহণযোগ্য হবে বাকিদের পরীক্ষা বাতিল করার নির্দেশ ডিভিশন বেঞ্চের।