ETV Bharat / city

পটাশপুরের মৃত BJP কর্মীর দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের - কলকাতা হাইকোর্ট

মামলাকারীর আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারপতি রাজ্য সরকারকে নির্দেশ দেন, অবিলম্বে আর জি কর হাসপাতালের ফরেন্সিক ডিপার্টমেন্টের প্রধানকে দিয়ে দ্বিতীয়বার মদন গড়াইয়ের মৃতদেহের ময়নাতদন্ত করাতে হবে । এরপর এই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ।

high court
high court
author img

By

Published : Oct 16, 2020, 5:38 PM IST

Updated : Oct 16, 2020, 9:20 PM IST

কলকাতা, 16 অক্টোবর : পটাশপুরের দলীয় কর্মী মদন গড়াইয়ের মৃত্যুতে CBI তদন্ত ও ফের মৃতদেহের ময়নাতদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্য BJP । আজ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় বিচারপতি রাজশেখর মান্তার সিঙ্গল বেঞ্চ । যদিও সেই নির্দেশে সোমবার পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ।

মামলাকারীর আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারপতি রাজশেখর মান্থা রাজ্যকে নির্দেশ দেন, অবিলম্বে আর জি কর হাসপাতালের ফরেন্সিক ডিপার্টমেন্টের প্রধানকে দিয়ে দ্বিতীয়বার মদন গড়াইয়ের মৃতদেহের ময়নাতদন্ত করাতে হবে । ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করারও নির্দেশ দেন তিনি । 21 অক্টোবর সমস্ত রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে ।

সিঙ্গল বেঞ্চের এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য সরকার । এরপরই সোমবার পর্যন্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ ।

সেপ্টেম্বরে এক নাবালিকার অপহরণ সংক্রান্ত মামলায় জড়িত থাকার অভিযোগে মদন গড়াইকে গ্রেপ্তার করেছিল পুলিশ । জেল হেপাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ায় তাঁকে SSKM হাসপাতালে ভরতি করা হয় চিকিৎসার জন্য । সেখানেই তাঁর মৃত্যু হয় ।

রাজ্য BJP-র দাবি, হেপাজতে থাকাকালীন পুলিশি অত্যাচারের জেরেই মদন গড়াইয়ের মৃত্যু হয়েছে । রাজ্য BJP-র আইনজীবী ব্রজেশ ঝা বলেন, "আমাদের দাবি, দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে । ঘটনার CBI তদন্ত করতে হবে এবং মৃতদেহের পুনরায় ময়নাতদন্ত করতে হবে ।"

কলকাতা, 16 অক্টোবর : পটাশপুরের দলীয় কর্মী মদন গড়াইয়ের মৃত্যুতে CBI তদন্ত ও ফের মৃতদেহের ময়নাতদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্য BJP । আজ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় বিচারপতি রাজশেখর মান্তার সিঙ্গল বেঞ্চ । যদিও সেই নির্দেশে সোমবার পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ।

মামলাকারীর আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারপতি রাজশেখর মান্থা রাজ্যকে নির্দেশ দেন, অবিলম্বে আর জি কর হাসপাতালের ফরেন্সিক ডিপার্টমেন্টের প্রধানকে দিয়ে দ্বিতীয়বার মদন গড়াইয়ের মৃতদেহের ময়নাতদন্ত করাতে হবে । ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করারও নির্দেশ দেন তিনি । 21 অক্টোবর সমস্ত রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে ।

সিঙ্গল বেঞ্চের এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য সরকার । এরপরই সোমবার পর্যন্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ ।

সেপ্টেম্বরে এক নাবালিকার অপহরণ সংক্রান্ত মামলায় জড়িত থাকার অভিযোগে মদন গড়াইকে গ্রেপ্তার করেছিল পুলিশ । জেল হেপাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ায় তাঁকে SSKM হাসপাতালে ভরতি করা হয় চিকিৎসার জন্য । সেখানেই তাঁর মৃত্যু হয় ।

রাজ্য BJP-র দাবি, হেপাজতে থাকাকালীন পুলিশি অত্যাচারের জেরেই মদন গড়াইয়ের মৃত্যু হয়েছে । রাজ্য BJP-র আইনজীবী ব্রজেশ ঝা বলেন, "আমাদের দাবি, দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে । ঘটনার CBI তদন্ত করতে হবে এবং মৃতদেহের পুনরায় ময়নাতদন্ত করতে হবে ।"

Last Updated : Oct 16, 2020, 9:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.