কলকাতা, 22 ডিসেম্বর: মঙ্গলবার দিনভর মহানগর অলিতে-গলি দেখেছে তৃণমূলের বিজয় মিছিল । কলকাতা পৌরভোটে রাজ্যের শাসক দল বিপুল জয় পাওয়ায় শহরজুড়ে উড়িছিল সবুজ আবীর । আর তার পরদিনই মহানগর সাক্ষী থাকল অন্য রঙের, অন্য বিজয় মিছিলের ৷ যে পদযাত্রায় মিশে থাকল গর্ব, আনন্দ, উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা ৷
কয়েকদিন আগেই ইউনেসকো'র আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের সম্মান পেয়েছে বাংলার দুর্গা পুজো ৷ সেই ঘোষণায় বিশেষ করে উল্লেখ ছিল কলকাতার কথাও ৷ এই আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ইউনেসকো'কে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের ডাকে বুধবার শহরে বেরিয়েছিল বিশেষ পদযাত্রা (kolkata durga puja organisers in celebration march) ৷ এও যেন এক বিজয় মিছিলই ৷ আনন্দের, উৎসবের শহরে পুজো প্রেমী-পুজো পাগলদের মিছিল বলা যায় ৷ উদ্যোক্তাদের ভাষায় 'মায়ের জন্য পদযাত্রা'৷ আবেগের এই মিছিলে এদিন ভাসল অ্যাকাডেমি থেকে ধর্মতলা চত্বর ৷
এদিন মিছিলে পা মিলিয়ে ছিলেন শহরের পুজো উদ্যোক্তা থেকে মণ্ডপ শিল্পীরা । পা মিলিয়েছিলেন অসংখ্য পুজো প্রেমী সাধারণ মানুষও ৷ দক্ষিণ কলকাতার একটি নামজাদা পুজো কমিটির কর্তা তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার । রাজ্যের মন্ত্রী তথা শহরের আরেক নামী পুজোর উদ্য়োক্তা চন্দ্রিমা ভট্টাচার্যও এদিনের পদযাত্রায় যোগ দেন ৷ শিল্পীদের মধ্যে ছিলেন ভবতোষ সুতার, সনাতন দিন্দা, ,রিন্টু পাল, মানস দাস-সহ আরও বহু শিল্পী ।
আরও পড়ুন : জগৎসভায় শ্রেষ্ঠ, দুর্গাপুজোকে স্বীকৃতি ইউনেসকো'র
এদিন দেবাশিস কুমার জানান, ইউনেসকোর স্বীকৃতি পাওয়ার পিছনে রয়েছে দুর্গাপুজোকে বিশ্বের দরবারে তুলে ধরতে গত 10 বছরের হাড়ভাঙ্গা খাটুনি । যার কৃতিত্ব তিনি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । প্রখ্যাত স্থাপত্য শিল্পী সনাতন দিন্দার কথায়, শিল্পীদের কাছে এটা বড় জয় ৷ তিনি বলেন, "বিশ্বের দরবারে পৌঁছনোর এটা একটা প্রথম ধাপ । আগামী দিনে দুর্গা পুজোকে আরও আরও বেশি করে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে পুজো কমিটি ও থিম মেকার ও শিল্পীদের বিশেষ ভূমিকা থাকবে ৷"