কলকাতা, 8 অক্টোবর: রেড রোডে কলকাতার দুর্গাপুজো কার্নিভালে অংশ নেওয়া ট্যাবলোয় ধাক্কা মারল বেপরোয়া ট্যাক্সি (Kolkata Durga Puja Carnival Tableau Damage) ৷ রেড রোডে প্রবেশের আগে হেস্টিংসের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার সময় রামমোহন সম্মিলনীর প্রতিমা-সহ ট্যাবলোটিতে ধাক্কা মারে ট্যাক্সিটি ৷ পুলিশ সূত্রে খবর, ওভারটেক করতে গিয়ে ট্যাবলোটিতে ধাক্কা মারে ট্যাক্সি চালক ৷ ঘটনায় ট্যাবলোটি ব্যাপক ক্ষতি হয়েছে ৷ চালক-সহ ট্যাক্সিটিকে আটক করে হেস্টিংস থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷
কার্নিভালে অংশ নিতে এ দিন সকালের মধ্যেই রেড রোডে ঢোকার আগে হেস্টিংসের কাছে ট্যাবলো ও প্রতিমা নিয়ে হাজির হয় রামমোহন সম্মিলনীর উদ্যোক্তারা ৷ কিন্তু, একটি ট্যাক্সি বেপরোয়াভাবে অন্য একটি গাড়িকে ওভার টেক করতে গিয়ে ট্যাবলোর পিছনে ধাক্কা মারে ৷ ঘটনায় প্রতিমা-সহ ট্যাবলোর ক্ষতি হয় ৷ জানা গিয়েছে, ট্যাবলোটিকে জঙ্গলকন্যা থিমে সাজানো হয়েছিল ৷ সেখানে ঝাড়গ্রাম থেকে আসা শিল্পীরা পারফর্ম করবেন ৷ যার নেতৃত্ব দেবেন বীরবাহা হাঁসদা ৷
আরও পড়ুন: পুরুলিয়াতেও দুর্গাপুজো কার্নিভাল, অংশগ্রহণ 15টি পুজো কমিটির
এই ঘটনার পর ট্যাবলোটির মেরামতির কাজ চলছে ৷ পুজো কমিটির তরফে কুণাল ঘোষ জানিয়েছেন, যত দ্রুত সম্ভব ট্যাবলোটি তৈরি করে কার্নিভালে অংশ নেওয়ার চেষ্টা করা হয়েছে ৷ তিনি আক্ষেপ করে জানান, অনেক কষ্ট করে জঙ্গলকন্যা থিমে সাজানো হয়েছিল ৷ শিল্পীদের নিয়ে আসা হয়েছে ৷ তাই তাঁরা যাতে হতাশ না হন, সেই চেষ্টা চলছে ৷ অন্যদিকে, অভিযুক্ত ট্যাক্সি চালককে আটক করা হয়েছে ৷ ট্যাক্সিটিকেও আটক করে হেস্টিংস থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷