ETV Bharat / city

বাগবাজারের ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের বাড়ি তৈরির অর্থ দেবে পৌরনিগম

শুক্রবার আগুনে ক্ষতিগ্রস্ত বস্তির শ্রমজীবী কমিটির 5 জন প্রতিনিধি ও কলকাতা পৌরনিগমের ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । সেখানে সিদ্ধান্ত হয়েছে, রাজ্য সরকার বস্তিবাসীদের বাড়ি তৈরির খরচ দেবে । বস্তিবাসীরাই বাড়ি তৈরি করে নেবেন ৷

corporetiion-will-pay-for-the-construction-of-houses-for-the-affected-families-in-bagbazar
corporetiion-will-pay-for-the-construction-of-houses-for-the-affected-families-in-bagbazar
author img

By

Published : Jan 15, 2021, 10:50 PM IST

কলকাতা, 15 জানুয়ারি : বাগবাজারে বিধ্বংসী আগুন পুড়ে গিয়েছে সম্পূর্ণ বস্তু । ক্ষতিগ্রস্ত হয়েছে বস্তিবাসীদের 108টি ঘর । শুক্রবার কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করেন ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা । বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, বস্তিবাসীরা তৈরি করে নেবেন তাঁদের ঘর । তবে, ঘর তৈরির অর্থ দেবে কলকাতা পৌরনিগম । কলকাতা পৌরনিগম বাড়ি তৈরির অর্থ প্রদানের জন্য কমিটি গড়বে ৷ সেই কমিটির মাধ্যমে অর্থ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ।

শুক্রবার আগুনে ক্ষতিগ্রস্ত বস্তির শ্রমজীবী কমিটির 5 জন প্রতিনিধি ও কলকাতা পৌরনিগমের ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । বৈঠকে উপস্থিত ছিলেন শ্রমজীবী সমিতির সভাপতি বিশ্বনাথ পাল ও স্থানীয় পৌর কো-অডিনেটর বাপি ঘোষ । বৈঠকে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা দাবি করেন, আগুন লাগার আগে বস্তিতে যে যতটুকু জায়গা নিয়ে ঘর তৈরি করে থাকত, তেমন বাড়ি করে দিতে হবে কলকাতা পৌরনিগমকে । বৈঠক শেষে ফিরহাদ হাকিম জানিয়েছেন, বৈঠকের সিদ্ধান্ত ও বস্তিবাসীদের যাবতীয় দাবি তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন । বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বাড়ি তৈরি করতে কত টাকা প্রয়োজন তার হিসেব দেবে বস্তিবাসীরা । সেই মতো রাজ্য সরকার বস্তিবাসীদের বাড়ি তৈরির সম্পূর্ণ খরচ দেবে ।

আরও পড়ুন: মায়ের বাড়িতে তাপ, 27 ইঞ্জিনের চেষ্টায় শান্ত হল বাগবাজারের আগুন

ফিরহাদ হাকিম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির বাড়ি মেরামতির জন্য শ্রমজীবী কমিটির হাতে চেক তুলে দেবে কলকাতা পৌরনিগম । মুখ্যমন্ত্রীর ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ঘর তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন । যদিও বস্তিবাসীরা অর্থ সাহায্য নিয়ে নিজেদের ঘর নিজেরাই তৈরি করে নিতে চাইছেন ।

ফিরহাদ হাকিম আরও বলেন, বস্তিবাসীরা যদি এক বছর সময় দিতেন তাহলে বাংলার বাড়ি প্রকল্পে বহুতল বানিয়ে দেওয়া হত । বস্তিবাসীদের সেই প্রস্তাব দেওয়া হয় ৷ তাঁরা সেই প্রস্তাবে রাজি নয় ৷ বর্তমানে দু'টি স্থানীয় স্কুলে ও উমেন্স কলেজে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির থাকার ব্যবস্থা হয়েছে । তাঁদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করছেন স্থানীয় বিধায়ক শশী পাঁজা ।

কলকাতা, 15 জানুয়ারি : বাগবাজারে বিধ্বংসী আগুন পুড়ে গিয়েছে সম্পূর্ণ বস্তু । ক্ষতিগ্রস্ত হয়েছে বস্তিবাসীদের 108টি ঘর । শুক্রবার কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করেন ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা । বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, বস্তিবাসীরা তৈরি করে নেবেন তাঁদের ঘর । তবে, ঘর তৈরির অর্থ দেবে কলকাতা পৌরনিগম । কলকাতা পৌরনিগম বাড়ি তৈরির অর্থ প্রদানের জন্য কমিটি গড়বে ৷ সেই কমিটির মাধ্যমে অর্থ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ।

শুক্রবার আগুনে ক্ষতিগ্রস্ত বস্তির শ্রমজীবী কমিটির 5 জন প্রতিনিধি ও কলকাতা পৌরনিগমের ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । বৈঠকে উপস্থিত ছিলেন শ্রমজীবী সমিতির সভাপতি বিশ্বনাথ পাল ও স্থানীয় পৌর কো-অডিনেটর বাপি ঘোষ । বৈঠকে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা দাবি করেন, আগুন লাগার আগে বস্তিতে যে যতটুকু জায়গা নিয়ে ঘর তৈরি করে থাকত, তেমন বাড়ি করে দিতে হবে কলকাতা পৌরনিগমকে । বৈঠক শেষে ফিরহাদ হাকিম জানিয়েছেন, বৈঠকের সিদ্ধান্ত ও বস্তিবাসীদের যাবতীয় দাবি তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন । বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বাড়ি তৈরি করতে কত টাকা প্রয়োজন তার হিসেব দেবে বস্তিবাসীরা । সেই মতো রাজ্য সরকার বস্তিবাসীদের বাড়ি তৈরির সম্পূর্ণ খরচ দেবে ।

আরও পড়ুন: মায়ের বাড়িতে তাপ, 27 ইঞ্জিনের চেষ্টায় শান্ত হল বাগবাজারের আগুন

ফিরহাদ হাকিম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির বাড়ি মেরামতির জন্য শ্রমজীবী কমিটির হাতে চেক তুলে দেবে কলকাতা পৌরনিগম । মুখ্যমন্ত্রীর ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ঘর তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন । যদিও বস্তিবাসীরা অর্থ সাহায্য নিয়ে নিজেদের ঘর নিজেরাই তৈরি করে নিতে চাইছেন ।

ফিরহাদ হাকিম আরও বলেন, বস্তিবাসীরা যদি এক বছর সময় দিতেন তাহলে বাংলার বাড়ি প্রকল্পে বহুতল বানিয়ে দেওয়া হত । বস্তিবাসীদের সেই প্রস্তাব দেওয়া হয় ৷ তাঁরা সেই প্রস্তাবে রাজি নয় ৷ বর্তমানে দু'টি স্থানীয় স্কুলে ও উমেন্স কলেজে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির থাকার ব্যবস্থা হয়েছে । তাঁদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করছেন স্থানীয় বিধায়ক শশী পাঁজা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.