ETV Bharat / city

দেশের মধ্যে ফের নিরাপদতম শহরের তকমা পেল কলকাতা - City of Joy

2014 সালে অপরাধ নথিভুক্ত হয়েছিল 26,161টি । সেখান থেকে 2018 সালে অপরাধ 25 শতাংশ কমে দাঁড়িয়েছে 19,682 । NCRB-র 2018 সালের রিপোর্ট বলছে, সবথেকে নিরাপদ শহর কলকাতা । এই নিয়ে পরপর দু'বছর নিরাপদতম শহরের তকমা পেল তিলোত্তমা ।

Kolkata
প্রতীকি ছবি
author img

By

Published : Jan 10, 2020, 11:11 PM IST

Updated : Jan 11, 2020, 5:51 AM IST

কলকাতা, 10 জানুয়ারি : প্রকাশিত হয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড বিউরোর (NCRB) 2018 সালের রিপোর্ট । নারী নির্যাতন হোক বা গার্হস্থ্য হিংসা । সবেতেই মুখ পুড়েছে রাজ্যের । পণের দায়ে সবথেকে বেশি খুন হয়েছে এ-রাজ্যে । রাজনৈতিক খুনেও বাকি সব রাজ্যকে পিছনে ফেলেছে পশ্চিমবঙ্গ । তবে সব কিছুর পরেও মান রেখেছে তিলোত্তমা । পর পর দু'বছর নিরাপদতম শহরের তকমা পেল কলকাতা । দেশের মেট্রো শহরগুলির মধ্যে 2018 সালে সবথেকে কম অপরাধ সংঘটিত হয়েছে কলকাতায় ।

NCRB প্রকাশিত রিপোর্ট অনুসারে সবথেকে কম অপরাধ নথিভুক্ত হয়েছে কলকাতায় । প্রতি লাখ মানুষ পিছু অপরাধ নথিভুক্ত হয়েছে 152.2 টি । এরপরই রয়েছে হায়দরাবাদ, পুণে ও মুম্বই । যে সমস্ত শহরগুলির জনসংখ্যা 20 লাখ বা তার বেশি, সেই শহরগুলির মধ্যে কলকাতায় সবথেকে কম অপরাধ হয়েছে ।

আরও পড়ুন : নারী নির্যাতন ও গার্হস্থ্য হিংসায় দেশে সবার উপরে পশ্চিমবঙ্গ

তবে শুধুমাত্র ভারতীয় দণ্ডবিধির নিরিখে দেখতে গেলে কলকাতাকে পিছনে ফেলেছে কোয়েম্বাতুর । প্রতি লাখ মানুষ পিছু সেখানে IPC-র ধারাগুলিতে নথিভুক্ত হয়েছে 134.4 অপরাধ । কলকাতায় সেখানে নথিভুক্ত অপরাধ 139.5 (প্রতি লাখ মানুষ পিছু) । 2016 সাল থেকেই NCRB-র রিপোর্টে টক্কর দিচ্ছে কলকাতা আর কোয়েম্বাতুর । গোটা দেশে নথিভুক্ত অপরাধের গড় 478.4 ।

গত কয়েক বছরে মহিলাদের উপর নির্যাতন ও অপরাধ রুখতে বেশ কিছু পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ । বন্ধু অ্যাপ থেকে শুরু করে মহিলাদের জন্য বিশেষ তেজস্বিনী বিভাগ । নারী সুরক্ষায় একের পর এক প্রকল্প চালু করেছে কলকাতা পুলিশ । 2014 সালে অপরাধ নথিভুক্ত হয়েছিল 26,161 । সেখান থেকে 2018 সালে অপরাধ 25 শতাংশ কমে দাঁড়িয়েছে 19,682 । কলকাতায় 2018 সালে খুনের ঘটনা নথিভুক্ত হয়েছে 55 টি, খুনের চেষ্টার ঘটনা নথিভুক্ত হয়েছে 143 টি । দিল্লিতে পরিসংখ্যানগুলি যথাক্রমে 416 ও 473 । মুম্বইতে 164 ও 280 ।

কলকাতা, 10 জানুয়ারি : প্রকাশিত হয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড বিউরোর (NCRB) 2018 সালের রিপোর্ট । নারী নির্যাতন হোক বা গার্হস্থ্য হিংসা । সবেতেই মুখ পুড়েছে রাজ্যের । পণের দায়ে সবথেকে বেশি খুন হয়েছে এ-রাজ্যে । রাজনৈতিক খুনেও বাকি সব রাজ্যকে পিছনে ফেলেছে পশ্চিমবঙ্গ । তবে সব কিছুর পরেও মান রেখেছে তিলোত্তমা । পর পর দু'বছর নিরাপদতম শহরের তকমা পেল কলকাতা । দেশের মেট্রো শহরগুলির মধ্যে 2018 সালে সবথেকে কম অপরাধ সংঘটিত হয়েছে কলকাতায় ।

NCRB প্রকাশিত রিপোর্ট অনুসারে সবথেকে কম অপরাধ নথিভুক্ত হয়েছে কলকাতায় । প্রতি লাখ মানুষ পিছু অপরাধ নথিভুক্ত হয়েছে 152.2 টি । এরপরই রয়েছে হায়দরাবাদ, পুণে ও মুম্বই । যে সমস্ত শহরগুলির জনসংখ্যা 20 লাখ বা তার বেশি, সেই শহরগুলির মধ্যে কলকাতায় সবথেকে কম অপরাধ হয়েছে ।

আরও পড়ুন : নারী নির্যাতন ও গার্হস্থ্য হিংসায় দেশে সবার উপরে পশ্চিমবঙ্গ

তবে শুধুমাত্র ভারতীয় দণ্ডবিধির নিরিখে দেখতে গেলে কলকাতাকে পিছনে ফেলেছে কোয়েম্বাতুর । প্রতি লাখ মানুষ পিছু সেখানে IPC-র ধারাগুলিতে নথিভুক্ত হয়েছে 134.4 অপরাধ । কলকাতায় সেখানে নথিভুক্ত অপরাধ 139.5 (প্রতি লাখ মানুষ পিছু) । 2016 সাল থেকেই NCRB-র রিপোর্টে টক্কর দিচ্ছে কলকাতা আর কোয়েম্বাতুর । গোটা দেশে নথিভুক্ত অপরাধের গড় 478.4 ।

গত কয়েক বছরে মহিলাদের উপর নির্যাতন ও অপরাধ রুখতে বেশ কিছু পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ । বন্ধু অ্যাপ থেকে শুরু করে মহিলাদের জন্য বিশেষ তেজস্বিনী বিভাগ । নারী সুরক্ষায় একের পর এক প্রকল্প চালু করেছে কলকাতা পুলিশ । 2014 সালে অপরাধ নথিভুক্ত হয়েছিল 26,161 । সেখান থেকে 2018 সালে অপরাধ 25 শতাংশ কমে দাঁড়িয়েছে 19,682 । কলকাতায় 2018 সালে খুনের ঘটনা নথিভুক্ত হয়েছে 55 টি, খুনের চেষ্টার ঘটনা নথিভুক্ত হয়েছে 143 টি । দিল্লিতে পরিসংখ্যানগুলি যথাক্রমে 416 ও 473 । মুম্বইতে 164 ও 280 ।

New Delhi, Jan (ANI): Delhi Police on January 10 released names of the suspects identified for the January 05 violence inside JNU campus. DCP Crime Dr Joy Tirkey said, Those identified include- Chunchun Kumar, Pankaj Mishra, Aishe Ghosh (JNUSU President elect), Waskar Vijay, Sucheta Talukraj, Priya Ranjan, Dolan Sawant, Yogendra Bhardwaj, Vikas Patel." However, the police is yet to detain any of the suspects, but will soon begin the interrogation. Tirkey also said that a majority of students want to register but the mentioned groups and their sympathizers are not allowing students to do the same."JNU administration decided to go for online registration of students from Jan 1-5. JNU Students' Union including Students Front of India, All India Students Federation, All India Students Association and Democratic Students Federation were against it," said DCP Crime. DCP also informed that three cases have been registered till now, and they are being investigated by them only.         
Last Updated : Jan 11, 2020, 5:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.