ETV Bharat / city

Baghbazar Mayer Bari : বাগবাজারে মায়ের বাড়ির সৌন্দর্যায়নে বস্তিবাসীদের বকেয়া পুনর্বাসনে ফের উদ্যোগী কলকাতা পৌরনিগম - Kolkata Municipal Corporation

বাগবাজারে মায়ের বাড়ির সৌন্দর্যায়নে বস্তিবাসীদের সরিয়ে ফ্ল্যাট দিচ্ছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ দীর্ঘদিন আগে এই প্রকল্প শুরু হয়েছে ৷ মাঝে করোনা অতিমারী-সহ নানা কারণে তা বন্ধ ছিল ৷ তা আবার শুরু হতে চলেছে (KMCs Plan about Beatification Project of Baghbazar Mayer Bari) ৷

KMCs Plan about Beatification Project of Baghbazar Mayer Bari
Baghbazar Mayer Bari : বাগবাজারে মায়ের বাড়ির সৌন্দর্যায়নে বস্তিবাসীদের বকেয়া পুনর্বাসনে ফের উদ্যোগী কলকাতা পৌরনিগম
author img

By

Published : May 28, 2022, 7:52 PM IST

কলকাতা, 28 মে : দীর্ঘ দিন বন্ধ থাকার পর ফের মায়ের বাড়ি এলাকা সৌন্দর্যায়নের প্রকল্পে বস্তিবাদীদের ফ্ল্যাট দেওয়ার বাকি কাজে হাত দিতে চলেছে কলকাতা পৌরনিগম (KMCs Plan about Beatification Project of Baghbazar Mayer Bari) । জানা যাচ্ছে, পুজোর আগে বাগবাজারের 'মায়ের বাড়ি' প্রকল্পের বাকি পড়ে থাকা ফ্ল্যাট বাড়ি নির্মাণের কাজ শুরু হতে পারে ।

কলকাতা পৌরনিগমে (Kolkata Municipal Corporation) স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষ, মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, সন্দীপরঞ্জন বক্সি-সহ বিভিন্ন বিভাগের আধিকরিকদের নিয়ে এবিষয় বৈঠক হয় । মূলত, আলোচনা হয় আর্থিক বিষয় নিয়ে । বাকি কাজের জন্য দ্রুত টেন্ডার ডাকা হবে বলেই জানান 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ঘোষ ।

বাগবাজারে চারপাশে ঘিঞ্জি বস্তি আর তার একপাশে সারদা মায়ের বাড়ি । ভিনরাজ্য থেকে শুরু করে দেশ-বিদেশ থেকে এখানে আসেন ভক্তরা । তাই কয়েক বছর আগে সিদ্ধান্ত হয় মায়ের বাড়ি ও আশপাশের এলাকা সুন্দর করে সাজিয়ে তোলা হবে । আশপাশে যে সমস্ত বস্তি আছে, সেই বাড়ি ভেঙে অদূরেই বিকল্প জায়গায় তাঁদের একটি করে ফ্ল্যাট করে দেওয়া হবে ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, সব মিলিয়ে 15টি ব্লক তৈরি হওয়ার কথা ছিল । যার মধ্যে ইতিমধ্যেই চারটি ব্লক বানিয়ে 80টি পরিবারকে ফ্ল্যাটের চাবি দিয়ে দেওয়া হয়েছে । তারা সেখানে বসবাস শুরু করেছেন । তবে আর্থিক সঙ্কট ও গত দু'বছরে করোনা-সহ নানা কারণে বাকি 11টি ব্লক নির্মাণের কাজ শুরু করা যায়নি। এবার সেটা শুরু হচ্ছে ।

সবমিলিয়ে দরকার হবে প্রায় 20 থেকে 22 কোটি টাকা । 'বাংলার বাড়ি' প্রকল্পে এই কাজ হবে । স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষর কথায়, নানা কারণে কাজ আটকে ছিল । আজকে ফলপ্রসূ বৈঠক হয়েছে । আশা করা যাচ্ছে, পুজোর আগেই কাজ শুরু করে দেওয়া যাবে ।

আরও পড়ুন : Kolkata Municipal Corporation : পৌরবাজারের রক্ষণাবেক্ষণ খরচ দিতে হবে দোকানদারদেরই, মূল্য ধার্য করল কলকাতা পৌরনিগম

কলকাতা, 28 মে : দীর্ঘ দিন বন্ধ থাকার পর ফের মায়ের বাড়ি এলাকা সৌন্দর্যায়নের প্রকল্পে বস্তিবাদীদের ফ্ল্যাট দেওয়ার বাকি কাজে হাত দিতে চলেছে কলকাতা পৌরনিগম (KMCs Plan about Beatification Project of Baghbazar Mayer Bari) । জানা যাচ্ছে, পুজোর আগে বাগবাজারের 'মায়ের বাড়ি' প্রকল্পের বাকি পড়ে থাকা ফ্ল্যাট বাড়ি নির্মাণের কাজ শুরু হতে পারে ।

কলকাতা পৌরনিগমে (Kolkata Municipal Corporation) স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষ, মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, সন্দীপরঞ্জন বক্সি-সহ বিভিন্ন বিভাগের আধিকরিকদের নিয়ে এবিষয় বৈঠক হয় । মূলত, আলোচনা হয় আর্থিক বিষয় নিয়ে । বাকি কাজের জন্য দ্রুত টেন্ডার ডাকা হবে বলেই জানান 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ঘোষ ।

বাগবাজারে চারপাশে ঘিঞ্জি বস্তি আর তার একপাশে সারদা মায়ের বাড়ি । ভিনরাজ্য থেকে শুরু করে দেশ-বিদেশ থেকে এখানে আসেন ভক্তরা । তাই কয়েক বছর আগে সিদ্ধান্ত হয় মায়ের বাড়ি ও আশপাশের এলাকা সুন্দর করে সাজিয়ে তোলা হবে । আশপাশে যে সমস্ত বস্তি আছে, সেই বাড়ি ভেঙে অদূরেই বিকল্প জায়গায় তাঁদের একটি করে ফ্ল্যাট করে দেওয়া হবে ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, সব মিলিয়ে 15টি ব্লক তৈরি হওয়ার কথা ছিল । যার মধ্যে ইতিমধ্যেই চারটি ব্লক বানিয়ে 80টি পরিবারকে ফ্ল্যাটের চাবি দিয়ে দেওয়া হয়েছে । তারা সেখানে বসবাস শুরু করেছেন । তবে আর্থিক সঙ্কট ও গত দু'বছরে করোনা-সহ নানা কারণে বাকি 11টি ব্লক নির্মাণের কাজ শুরু করা যায়নি। এবার সেটা শুরু হচ্ছে ।

সবমিলিয়ে দরকার হবে প্রায় 20 থেকে 22 কোটি টাকা । 'বাংলার বাড়ি' প্রকল্পে এই কাজ হবে । স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষর কথায়, নানা কারণে কাজ আটকে ছিল । আজকে ফলপ্রসূ বৈঠক হয়েছে । আশা করা যাচ্ছে, পুজোর আগেই কাজ শুরু করে দেওয়া যাবে ।

আরও পড়ুন : Kolkata Municipal Corporation : পৌরবাজারের রক্ষণাবেক্ষণ খরচ দিতে হবে দোকানদারদেরই, মূল্য ধার্য করল কলকাতা পৌরনিগম

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.