কলকাতা, 24 সেপ্টেম্বর: অবনীন্দ্রনাথ ঠাকুরের (Abanindranath Tagore) 150তম জন্মবার্ষিকী উপলক্ষে 'পুরশ্রী' পত্রিকার বিশেষ পত্রিকা প্রকাশ করল কলকাতা পৌরনিগম । মেয়র ফিরহাদ হাকিম, শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য-সহ বিশিষ্টজনেরা এই বিশেষ সংখ্যার উদ্বোধন করেন (KMC released special copy of Purashree) । এই সংখ্যার অতিথি সম্পাদক শুভাপ্রসন্ন ।
দেশ-বিদেশের বিভিন্ন চিত্র সংগ্রহশালা থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বহু দুর্লভ চিত্রকর্ম এই পত্রিকায় ছাপা হয়েছে । দেশের বিশিষ্ট শিল্প আলোচকরা তাঁদের প্রবন্ধে সমৃদ্ধ করেছেন এই বিশেষ সংখ্যা । তপতী গুহ ঠাকুরতা, সৌমিক নন্দী মজুমদার, আর শিব কুমার, বারীদবরণ ঘোষ, সুশোভন অধিকারী, শুভাপ্রসন্ন, দেবদত্ত গুপ্ত, সুদেব সিংহদের মতো বিশিষ্ট মানুষজন এই সংখ্যায় লিখেছেন ।
আরও পড়ুন: বাড়ি থেকে মিলেছিল 18 কোটি, গার্ডেনরিচের সেই ব্যবসায়ী আমির খানকে গাজিয়াবাদ থেকে গ্রেফতার
লেখাগুলোর মধ্যে আছে 'অবনী ঠাকুর ছবি লেখে', 'নতুনের পথে যাত্রা', 'অবন ঠাকুরের শিল্প যাপন', 'স্বপ্নের কারিগর', 'অবনীন্দ্রনাথ-সত্যিকার শিল্পী ও গুরু'। এদিন শুভাপ্রসন্ন বলেন, অবনীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরবাড়ির অন্যতম প্রতিভাবান ব্যক্তি । রবীন্দ্রনাথের স্পর্শে থেকেও নিজস্ব ঘরানার লেখা, ছবি আঁকা তুলে ধরেছিলেন । আজ বহু কৃতি গবেষক-লেখক, যাঁরা তাঁদের সুচিন্তিত লেখায় এবং গবেষণায় পুরশ্রী'র এই বিশেষ সংখ্যাকে একটা অন্য মাত্রা এনে দিয়েছে ।