ETV Bharat / city

KMC Lease Repayment Problem : জমা হয়নি লিজের টাকা, কলকাতা কর্পোরেশনের পাম্পিং স্টেশনের কাজ আটকাল রেল - KMC Pumping station work stalled due to non repayment of lease

জমি লিজের টাকা দেয়নি কলকাতা কর্পোরেশন ৷ তাই পাম্পিং স্টেশন তৈরির কাজ বন্ধ করে দিল রেল ৷ আসন্ন বর্ষায় বেলগাছিয়া, টালা, চিৎপুর-সহ বিস্তীর্ণ এলাকায় বাসিন্দা জমা জমের সমস্যা ভুগতে পারেন (KMC Lease Repayment Problem) ৷

KMC News
লিজের টাকা জমা করেনি কলকাতা কর্পোরেশন, পাম্পিং স্টেশনের কাজ আটকাল রেল
author img

By

Published : Apr 28, 2022, 7:10 AM IST

কলকাতা, 28 এপ্রিল : বর্ষায় কলকাতা কর্পোরেশনের 3 ও 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পাম্পিং স্টেশন তৈরির কাজ শুরু করেছিল দিয়েছিল কলকাতা পৌরনিগম । তার জন্য রেলের কাছ থেকে জমি লিজ নিয়ে দমদমের লালবাবু নিকাশি খালের ধারে কেইআইআইপি এই পাম্পিং স্টেশন তৈরির কাজ শুরু করেছিল ৷ লিজের টাকা না পেয়ে সোমবার এই পাম্পিং স্টেশন তৈরির কাজ বন্ধ করে দিল রেল (KMC Lease Repayment Problem) ৷

রেল সূত্রে খবর, এই পাম্পিং স্টেশন তৈরির জন্য রেলের কাছ থেকে জমি লিজ নিয়েছিল কলকাতা পৌরনিগম ৷ লিজের টাকা না মেটানোয় এই পাম্পিং স্টেশন তৈরির কাজ বন্ধ করে দিল রেল ৷ কলকাতা পৌরনিগম সূত্রে খবর, সোমবার পূর্ব রেলের আধিকারিকরা আরপিএফ জওয়ানদের নিয়ে যান নির্মীয়মাণ পাম্পিং স্টেশনে । সেখানে কর্মরতদের বের করে দেন বলে অভিযোগ ।

আরও পড়ুন: KMC : জঞ্জাল পৃথকীকরণে জোর দিতে চলেছে কলকাতা কর্পোরেশন

প্রসঙ্গত, বেলগাছিয়া, টালা, চিৎপুর-সহ বেশ কিছু এলাকা এবং দক্ষিণ দমদমের বিস্তীর্ণ অঞ্চল অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয় ৷ দিনের পর দিন জল জমে থাকে । বাগজোলা খাল উপচে পড়ায় দীর্ঘদিন জমে থাকে জল । এই সমস্যার সমাধান করতেই লালাবাবু নিকাশি খালের কাছে একটি পাম্পিং স্টেশন তৈরি করার সিদ্ধান্ত হয় । কেইআইআইপিকে সেই কাজ করার দায়িত্ব দেওয়া হয় । প্রায় 30 কোটি টাকা খরচ এই পাম্পিং স্টেশন তৈরির জন্য । কাজ শুরু হয় 2018 সালের মাঝামাঝি সময় । লিজ বাবদ প্রায় 5 কোটি টাকা কলকাতা পৌরনিগম রেলকে দেওয়ার কথা । সেই অর্থ জমা করেনি পৌরনিগম ।

তবে মেয়র ফিরহাদ হাকিম এই প্রসঙ্গেই জানান, 2020 সালে রেলমন্ত্রীকে চিঠি লিখে ওই টাকা মুকুবের আবেদন করেন । গত দেড় বছরে সেই চিঠির কোনও উত্তর রেল মন্ত্রক দেয়নি ।

উল্লেখ্য,কলকাতায় এখন 76টি পাম্পিং স্টেশনে মোট 345টি পাম্প চলে । রেল এবং পৌরনিগমের দড়ি টানাটানির জেরে পাম্পিং স্টেশনের ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নের মুখে । আসন্ন বর্ষায় এই সকল এলাকায় বাসিন্দাদের জল যন্ত্রণা কতটা কমবে তা নিয়ে সংশয় থেকেই যায় ৷

কলকাতা, 28 এপ্রিল : বর্ষায় কলকাতা কর্পোরেশনের 3 ও 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পাম্পিং স্টেশন তৈরির কাজ শুরু করেছিল দিয়েছিল কলকাতা পৌরনিগম । তার জন্য রেলের কাছ থেকে জমি লিজ নিয়ে দমদমের লালবাবু নিকাশি খালের ধারে কেইআইআইপি এই পাম্পিং স্টেশন তৈরির কাজ শুরু করেছিল ৷ লিজের টাকা না পেয়ে সোমবার এই পাম্পিং স্টেশন তৈরির কাজ বন্ধ করে দিল রেল (KMC Lease Repayment Problem) ৷

রেল সূত্রে খবর, এই পাম্পিং স্টেশন তৈরির জন্য রেলের কাছ থেকে জমি লিজ নিয়েছিল কলকাতা পৌরনিগম ৷ লিজের টাকা না মেটানোয় এই পাম্পিং স্টেশন তৈরির কাজ বন্ধ করে দিল রেল ৷ কলকাতা পৌরনিগম সূত্রে খবর, সোমবার পূর্ব রেলের আধিকারিকরা আরপিএফ জওয়ানদের নিয়ে যান নির্মীয়মাণ পাম্পিং স্টেশনে । সেখানে কর্মরতদের বের করে দেন বলে অভিযোগ ।

আরও পড়ুন: KMC : জঞ্জাল পৃথকীকরণে জোর দিতে চলেছে কলকাতা কর্পোরেশন

প্রসঙ্গত, বেলগাছিয়া, টালা, চিৎপুর-সহ বেশ কিছু এলাকা এবং দক্ষিণ দমদমের বিস্তীর্ণ অঞ্চল অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয় ৷ দিনের পর দিন জল জমে থাকে । বাগজোলা খাল উপচে পড়ায় দীর্ঘদিন জমে থাকে জল । এই সমস্যার সমাধান করতেই লালাবাবু নিকাশি খালের কাছে একটি পাম্পিং স্টেশন তৈরি করার সিদ্ধান্ত হয় । কেইআইআইপিকে সেই কাজ করার দায়িত্ব দেওয়া হয় । প্রায় 30 কোটি টাকা খরচ এই পাম্পিং স্টেশন তৈরির জন্য । কাজ শুরু হয় 2018 সালের মাঝামাঝি সময় । লিজ বাবদ প্রায় 5 কোটি টাকা কলকাতা পৌরনিগম রেলকে দেওয়ার কথা । সেই অর্থ জমা করেনি পৌরনিগম ।

তবে মেয়র ফিরহাদ হাকিম এই প্রসঙ্গেই জানান, 2020 সালে রেলমন্ত্রীকে চিঠি লিখে ওই টাকা মুকুবের আবেদন করেন । গত দেড় বছরে সেই চিঠির কোনও উত্তর রেল মন্ত্রক দেয়নি ।

উল্লেখ্য,কলকাতায় এখন 76টি পাম্পিং স্টেশনে মোট 345টি পাম্প চলে । রেল এবং পৌরনিগমের দড়ি টানাটানির জেরে পাম্পিং স্টেশনের ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নের মুখে । আসন্ন বর্ষায় এই সকল এলাকায় বাসিন্দাদের জল যন্ত্রণা কতটা কমবে তা নিয়ে সংশয় থেকেই যায় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.