ETV Bharat / city

1 জুলাই থেকে ফের চালু হচ্ছে কলকাতার পার্কিং লটগুলি - REOPEN

দীর্ঘ দেড়মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার 1 জুলাই থেকে চালু হচ্ছে কলকাতা পৌরনিগমের পার্কিং লটগুলি । করোনা পরিস্থিতি ও কড়া বিধিনিষেধের জন্য বন্ধ ছিল পৌরনিগমের পার্কিং লটগুলি ।

KMC
1 জুলাই থেকে ফের চালু হচ্ছে কলকাতার পার্কিং লটগুলি
author img

By

Published : Jun 30, 2021, 11:09 PM IST

কলকাতা, 30 জুন: দীর্ঘ দেড়মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার 1 জুলাই থেকে চালু হচ্ছে কলকাতা পৌরনিগমের পার্কিং লটগুলি । করোনা পরিস্থিতি ও কড়া বিধিনিষেধের জন্য গত দেড়মাস ধরে কলকাতা পৌরনিগমের পার্কিং লটগুলি বন্ধ ছিল । রাজ্য সরকারের নির্দেশ অনুসারে 1 জুলাই থেকে কলকাতা পৌরনিগমের সবকটি পার্কিং লট পুনরায় চালু করা হচ্ছে । সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে কলকাতা পৌরনিগমের পার্কিং লটগুলি ।

কলকাতা পৌরনিগমের পার্কিং লটের চার্জ বাড়ানো হচ্ছে না । কলকাতা পৌর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দেবাশীষ কুমার জানিয়েছেন, যেহেতু রাতে কড়া বিধিনিষেধ থাকছে তাই রাতে পার্কিং বন্ধ থাকবে । রাত 8 টা থেকে পরের দিন সকাল পর্যন্ত পার্কিং লটগুলি বন্ধ রাখা হবে ।

আরও পড়ুন: শুভেন্দুর পুলিশি নিরাপত্তা প্রত্যাহার কেন, রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

কলকাতা পৌরনিগমের মোট পার্কিং লটের সংখ্যা 537টি । দিনের বেলায় পার্কিং লটে গাড়ির সংখ্যা থাকে আনুমানিক 7646টি। প্রায় দেড়মাস পার্কিং লট বন্ধ রাখতে হয় কড়া বিধিনিষেধর জন্য । দীর্ঘদিন পার্কিং বন্ধ থাকায় কলকাতা পৌরনিগমের আর্থিক ক্ষতি হয়েছে । কলকাতা পৌরনিগমের মোটা অঙ্কের অর্থ উপার্জন হয় এই পার্কিং লটগুলি থেকে । এমনিতেই কলকাতা পৌরনিগম আর্থিক মন্দার মধ্যে রয়েছে । কলকাতা পৌরনিগমের পার্কিং লটগুলি বন্ধ থাকায় পার্কিং লটগুলি থেকে অর্থ উপার্জন ছিল না । পার্কিং লটগুলি ফের চালু হলে আর্থিক ক্ষতি কিছুটা কমবে বলে আশা কলকাতা পৌরনিগমের ।

কলকাতা, 30 জুন: দীর্ঘ দেড়মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার 1 জুলাই থেকে চালু হচ্ছে কলকাতা পৌরনিগমের পার্কিং লটগুলি । করোনা পরিস্থিতি ও কড়া বিধিনিষেধের জন্য গত দেড়মাস ধরে কলকাতা পৌরনিগমের পার্কিং লটগুলি বন্ধ ছিল । রাজ্য সরকারের নির্দেশ অনুসারে 1 জুলাই থেকে কলকাতা পৌরনিগমের সবকটি পার্কিং লট পুনরায় চালু করা হচ্ছে । সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে কলকাতা পৌরনিগমের পার্কিং লটগুলি ।

কলকাতা পৌরনিগমের পার্কিং লটের চার্জ বাড়ানো হচ্ছে না । কলকাতা পৌর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দেবাশীষ কুমার জানিয়েছেন, যেহেতু রাতে কড়া বিধিনিষেধ থাকছে তাই রাতে পার্কিং বন্ধ থাকবে । রাত 8 টা থেকে পরের দিন সকাল পর্যন্ত পার্কিং লটগুলি বন্ধ রাখা হবে ।

আরও পড়ুন: শুভেন্দুর পুলিশি নিরাপত্তা প্রত্যাহার কেন, রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

কলকাতা পৌরনিগমের মোট পার্কিং লটের সংখ্যা 537টি । দিনের বেলায় পার্কিং লটে গাড়ির সংখ্যা থাকে আনুমানিক 7646টি। প্রায় দেড়মাস পার্কিং লট বন্ধ রাখতে হয় কড়া বিধিনিষেধর জন্য । দীর্ঘদিন পার্কিং বন্ধ থাকায় কলকাতা পৌরনিগমের আর্থিক ক্ষতি হয়েছে । কলকাতা পৌরনিগমের মোটা অঙ্কের অর্থ উপার্জন হয় এই পার্কিং লটগুলি থেকে । এমনিতেই কলকাতা পৌরনিগম আর্থিক মন্দার মধ্যে রয়েছে । কলকাতা পৌরনিগমের পার্কিং লটগুলি বন্ধ থাকায় পার্কিং লটগুলি থেকে অর্থ উপার্জন ছিল না । পার্কিং লটগুলি ফের চালু হলে আর্থিক ক্ষতি কিছুটা কমবে বলে আশা কলকাতা পৌরনিগমের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.