ETV Bharat / city

Beliaghata Tilted Building : বেলেঘাটায় হেলে পড়েছে বহুতল, সারাতে নোটিস পৌরনিগমের - KMC notice to Beliaghata tilted multi storey building

বেলেঘাটায় হেলে পড়ল একটি বহুতল ৷ সেটাকে ঘিরে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা ৷ ফ্ল্যাট সারাতে নোটিস দিল কলকাতা পৌরনিগম (KMC notice to Beliaghata tilted multi storey building) ৷

Beleghata tilted Multi storey building
বেলেঘাটার হেলে পড়া বহুতল ঘিরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়রা
author img

By

Published : Jun 3, 2022, 7:16 PM IST

কলকাতা, 3 জুন : বেলেঘাটা মেন রোডে একটি বহুতলের গায়ে হেলে পড়েছে আরও একটি বহুতল । স্বাভাবিকভাবে এমন ঘটনায় বেশ আতঙ্ক নিয়েই দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা । তবে হেলে পড়া বাড়ির আবাসিকরা এই মুহূর্তে প্রকাশ্যে কিছু মন্তব্য করতে নারাজ । এই অবস্থায় হেলে পড়া বহুতলটি সারাতে নোটিস জারি করেছে কলকাতা পৌরনিগম (KMC notice to Beliaghata tilted multi storey building) ৷

সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করেন কলকাতা পৌরনিগমের বিল্ডিং বিভাগের আধিকারিকরা । দিন সাতেক পর ফের বাড়িটির পরীক্ষা হবে বলে জানা গিয়েছে । তাঁদের প্রাথমিক অনুমান, মাটি বসে যাওয়ায় ভিত নড়ে গিয়ে এমন ঘটনা ঘটেছে । এরপরই কলকাতা পৌরনিগমের বিল্ডিং বিভাগের তরফে ওই ফ্ল্যাট সারানোর নির্দেশ দিয়ে নোটিস দেওয়া হল আবাসিকদের বলেই খবর পৌরনিগম সূত্রে ।

স্থানীয় সূত্রের খবর, ওই বহুতল-সহ আশপাশের প্রচুর বহুতল অঞ্চলের শাসকদলের ঘনিষ্ঠ এক নামজাদা প্রমোটার বা তার দলবল করে থাকে । সম্প্রতি, তোলা তুলতে গিয়ে স্থানীয় এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় তার নামও জড়িয়েছে । এই ফ্ল্যাট বানাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল কি না, বহুতলের আইনি বৈধতা আছে কি না, সেসব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । বেলেঘাটার 34 নম্বর ওয়ার্ডের 11/9/1 এবং 11/18/1 নম্বর দু’টি ফ্ল্যাট বাড়ি পাশাপাশি রয়েছে । স্থানীয়দের কথায়, তার মধ্যে 11/9/1 নম্বর বাড়ির ফ্ল্যাটটি খানিকটা হেলে গিয়েছে পাশের বহুতলের গায়ে ।

বেলেঘাটার হেলে পড়া বহুতল ঘিরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়রা

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মহিলা জানান, ওই রাস্তা দিয়ে সব সময় যাতায়াত করি । গত কয়েকদিন ধরে ভয়ে করে যেতে । বহুতলে মোট ফ্ল্যাটের সংখ্যা 12টি । নাম প্রকাশে অনিচ্ছুক হেলে পড়া বহুতলের এক আবাসিকের কথায়, গত 10-15 দিন আগেই বিষয়টি নজরে আসে । তারপরেই নিজেরা সিভিল ইঞ্জিনিয়র ডেকে বাড়িটি পরীক্ষা করাই ।

আরও পড়ুন : Cancer Detection Clinic : তিন ধরনের ক্যানসারের নির্ণয়ে নিখরচায় পরিষেবা দেবে কলকাতা পৌরনিগম

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, বাড়ির বাসিন্দারা যে ইঞ্জিনিয়র নিযুক্ত করেছেন, তাঁদের রিপোর্ট খতিয়ে দেখা হবে । আগামী সপ্তাহে তাঁদের সঙ্গে যৌথ সার্ভে হবে । বাড়িটি বিপজ্জনক আশঙ্কা করেই বাসিন্দাদের ফ্ল্যাট মেরামতের নোটিস দিল পৌরনিগম কর্তৃপক্ষ । ফ্ল্যাটটি মেরামত করতে বলা হল । বিষয়টি নিয়ে মেয়র ও বিল্ডিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ ফিরহাদ হাকিম বলেন, "কী কারণে বহুতল হেলে গেছে সেটা দেখতে হবে । এখন প্রযুক্তিগত ত্রুটি নাকি, তা ইঞ্জিনিয়ররা খতিয়ে দেখবেন । প্রয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে ।"

কলকাতা, 3 জুন : বেলেঘাটা মেন রোডে একটি বহুতলের গায়ে হেলে পড়েছে আরও একটি বহুতল । স্বাভাবিকভাবে এমন ঘটনায় বেশ আতঙ্ক নিয়েই দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা । তবে হেলে পড়া বাড়ির আবাসিকরা এই মুহূর্তে প্রকাশ্যে কিছু মন্তব্য করতে নারাজ । এই অবস্থায় হেলে পড়া বহুতলটি সারাতে নোটিস জারি করেছে কলকাতা পৌরনিগম (KMC notice to Beliaghata tilted multi storey building) ৷

সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করেন কলকাতা পৌরনিগমের বিল্ডিং বিভাগের আধিকারিকরা । দিন সাতেক পর ফের বাড়িটির পরীক্ষা হবে বলে জানা গিয়েছে । তাঁদের প্রাথমিক অনুমান, মাটি বসে যাওয়ায় ভিত নড়ে গিয়ে এমন ঘটনা ঘটেছে । এরপরই কলকাতা পৌরনিগমের বিল্ডিং বিভাগের তরফে ওই ফ্ল্যাট সারানোর নির্দেশ দিয়ে নোটিস দেওয়া হল আবাসিকদের বলেই খবর পৌরনিগম সূত্রে ।

স্থানীয় সূত্রের খবর, ওই বহুতল-সহ আশপাশের প্রচুর বহুতল অঞ্চলের শাসকদলের ঘনিষ্ঠ এক নামজাদা প্রমোটার বা তার দলবল করে থাকে । সম্প্রতি, তোলা তুলতে গিয়ে স্থানীয় এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় তার নামও জড়িয়েছে । এই ফ্ল্যাট বানাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল কি না, বহুতলের আইনি বৈধতা আছে কি না, সেসব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । বেলেঘাটার 34 নম্বর ওয়ার্ডের 11/9/1 এবং 11/18/1 নম্বর দু’টি ফ্ল্যাট বাড়ি পাশাপাশি রয়েছে । স্থানীয়দের কথায়, তার মধ্যে 11/9/1 নম্বর বাড়ির ফ্ল্যাটটি খানিকটা হেলে গিয়েছে পাশের বহুতলের গায়ে ।

বেলেঘাটার হেলে পড়া বহুতল ঘিরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়রা

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মহিলা জানান, ওই রাস্তা দিয়ে সব সময় যাতায়াত করি । গত কয়েকদিন ধরে ভয়ে করে যেতে । বহুতলে মোট ফ্ল্যাটের সংখ্যা 12টি । নাম প্রকাশে অনিচ্ছুক হেলে পড়া বহুতলের এক আবাসিকের কথায়, গত 10-15 দিন আগেই বিষয়টি নজরে আসে । তারপরেই নিজেরা সিভিল ইঞ্জিনিয়র ডেকে বাড়িটি পরীক্ষা করাই ।

আরও পড়ুন : Cancer Detection Clinic : তিন ধরনের ক্যানসারের নির্ণয়ে নিখরচায় পরিষেবা দেবে কলকাতা পৌরনিগম

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, বাড়ির বাসিন্দারা যে ইঞ্জিনিয়র নিযুক্ত করেছেন, তাঁদের রিপোর্ট খতিয়ে দেখা হবে । আগামী সপ্তাহে তাঁদের সঙ্গে যৌথ সার্ভে হবে । বাড়িটি বিপজ্জনক আশঙ্কা করেই বাসিন্দাদের ফ্ল্যাট মেরামতের নোটিস দিল পৌরনিগম কর্তৃপক্ষ । ফ্ল্যাটটি মেরামত করতে বলা হল । বিষয়টি নিয়ে মেয়র ও বিল্ডিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ ফিরহাদ হাকিম বলেন, "কী কারণে বহুতল হেলে গেছে সেটা দেখতে হবে । এখন প্রযুক্তিগত ত্রুটি নাকি, তা ইঞ্জিনিয়ররা খতিয়ে দেখবেন । প্রয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.