কলকাতা, 25 জানুয়ারি: ভারী বৃষ্টির পর বাড়ি থেকে বের হওয়ার আগেই নিজের স্মার্টফোনে জেনে নিতে পারবেন শহরে কোথায় কোথায় জল জমেছে। কলকাতার রাস্তার কোন কোন পয়েন্টে কত দ্রুত জমা জল সরে যাবে, তাও এবার থেকে জানা যাবে সহজেই৷ তথ্য় দেবে কলকাতা পৌরনিগমের ওয়েবসাইট৷ কলকাতা পৌরনিগম নিয়ে এল নয়া ডিজিটাল নিকাশি নকশা। এই নয়া ডিজিটাল মানচিত্রের সাহায্যে বাড়িতে বসেই স্মার্টফোনের স্ক্রিন ছুয়ে জেনে যাওয়া যাবে বৃষ্টিতে কলকাতার জল-জমা পরিস্থিতি। প্রথম দফায় 12টি ওয়ার্ড নিয়ে এই ডিজিটাল মানচিত্র তৈরি করেছে কলকাতা পৌরনিগম। আগামী দিনে ধাপে ধাপে শহরের 144টি ওয়ার্ডেরই নিকাশি নালার ডিজিটাল মানচিত্র তৈরি করা হবে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য তথা নিকাশি বিভাগের প্রধান তারক সিং।
সোমবার তারক সিং জানিয়েছেন, কলকাতার কোন রাস্তার নিচ দিয়ে কত দৈর্ঘ্যের, কত ব্যাসার্ধের নিকাশি পাইপলাইন গিয়েছে, তাও দেখা যাবে এই ডিজিটাল মানচিত্রে। ফলে রাস্তা মেরামতের কাজের ক্ষেত্রেও এই মানচিত্র সহায়তা করবে। ব্রিটিশ আমলে তৈরি তৈরি হওয়ায় মহানগরের নিকাশি পাইপলাইনের কোনও নকশা নেই৷ ফলে সংস্কারের কাজ করতে নেমে সমস্য়ায় পড়েন কর্মী ও আধিকারিকরা৷ কলকাতা পৌরনিগমের নিজস্ব ইঞ্জিনিয়ারিং বিভাগ এই নয়া এই ডিজিটাল নকশা তৈরি করেছে।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজ, খুলবে 26 তারিখ
তারক সিং জানিয়েছেন, কেএমডিএ একটি এজেন্সিকে পাইপলাইনের ডিজিটাল নকশা তৈরির দায়িত্ব দিয়েছিল। বরাদ্দ হয়েছিল 9 কোটি টাকা। জলের পাইপলাইনের নকশার জন্য় বরাদ্দ করা হয় আরও 3 কোটি টাকা৷ কিন্তু ওই এজেন্সি কাজ সম্পূর্ণ করেনি। এই পরিস্থিতিতে কলকাতা পৌরনিগমের ইঞ্জিনিয়ারিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাই সেই কাজ শেষ করেন৷ তাতে টাকারও সাশ্রয় হয়৷