কলকাতা, 12 ডিসেম্বর: এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন 50 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষ । ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁকে (Sajal Ghosh gets Y category security) । কলকাতা পৌরভোটের (KMC Election 2021) বিজেপি প্রার্থী সজল ঘোষকে সিআইএসএফ-এর নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । সূত্রের খবর, পাঁচজন সিআইএসএফ-এর জওয়ানকে ইতিমধ্যেই সজল ঘোষের বাড়িতে মোতায়েন করা হয়েছে ।
বিজেপির রাজ্য কমিটির সদস্য ও 50 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী (BJP candidate gets Y category security) সজল ঘোষের দাবি, "প্রার্থী হওয়ার পর থেকেই আমার ফোনে অনেকবার হুমকি ফোন এসেছে । এবিষয়ে আমি বিজেপি নেতৃত্বকে জানিয়েছি । তবে রাজ্য পুলিশকে এবিষয়ে কোনও অভিযোগ জানাইনি । কারণ ওখানে জানিয়ে কোনও কাজ হয় না । কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রকের একটি দল আমার সঙ্গে যোগাযোগ করে এবং বাড়ি পরিদর্শন করে । তারপরই কেন্দ্রীয় বাহিনী দেওয়া হল । তবে দলের কাছে আমি কোনও কেন্দ্রীয় বাহিনী চাইনি ।"
আরও পড়ুন: TMC Manifesto for KMC Election 2021 : পৌরভোটে তৃণমূলের ইস্তেহারে ‘কলকাতার 10 দিগন্ত’
বিজেপি প্রার্থী (BJP candidate Sajal Ghosh) আরও জানিয়েছেন, আইবির তরফ থেকেও তাঁকে জানানো হয় যে, তাঁর উপর যেকোন সময় বড় ধরনের হামলা হতে পারে ৷ তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁর বাড়ির নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনীর হাতে দিতে চেয়েছে ৷
কিছুদিন আগেই বিজেপি নেতা সজল ঘোষকে মুচিপাড়া থানার পুলিশ গ্রেফতার করেছিল ৷ স্থানীয় তৃণমূল যুব নেতার স্ত্রীর শ্লীলতাহানি করেছে বলে সজল এবং তাঁর একাধিক সঙ্গীর বিরুদ্ধে মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ জমা পড়ায় বিজেপি প্রার্থীকে গ্রেফতার করা হয় ৷ যদিও পরে আদালত থেকে জামিন পেয়ে যান সজল ঘোষ ।