ETV Bharat / city

KMC Election 2021 : কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ

কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) 50 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষকে (bjp candidate Sajal Ghosh) কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা (bjp candidate gets Y category security) দেওয়া হয়েছে ৷

kmc-election-2021-y-category-security-to-bjp-candidate-sajal-ghosh
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ
author img

By

Published : Dec 12, 2021, 10:02 AM IST

কলকাতা, 12 ডিসেম্বর: এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন 50 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষ । ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁকে (Sajal Ghosh gets Y category security) । কলকাতা পৌরভোটের (KMC Election 2021) বিজেপি প্রার্থী সজল ঘোষকে সিআইএসএফ-এর নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । সূত্রের খবর, পাঁচজন সিআইএসএফ-এর জওয়ানকে ইতিমধ্যেই সজল ঘোষের বাড়িতে মোতায়েন করা হয়েছে ।

বিজেপির রাজ্য কমিটির সদস্য ও 50 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী (BJP candidate gets Y category security) সজল ঘোষের দাবি, "প্রার্থী হওয়ার পর থেকেই আমার ফোনে অনেকবার হুমকি ফোন এসেছে । এবিষয়ে আমি বিজেপি নেতৃত্বকে জানিয়েছি । তবে রাজ্য পুলিশকে এবিষয়ে কোনও অভিযোগ জানাইনি । কারণ ওখানে জানিয়ে কোনও কাজ হয় না । কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রকের একটি দল আমার সঙ্গে যোগাযোগ করে এবং বাড়ি পরিদর্শন করে । তারপরই কেন্দ্রীয় বাহিনী দেওয়া হল । তবে দলের কাছে আমি কোনও কেন্দ্রীয় বাহিনী চাইনি ।"

আরও পড়ুন: TMC Manifesto for KMC Election 2021 : পৌরভোটে তৃণমূলের ইস্তেহারে ‘কলকাতার 10 দিগন্ত’

বিজেপি প্রার্থী (BJP candidate Sajal Ghosh) আরও জানিয়েছেন, আইবির তরফ থেকেও তাঁকে জানানো হয় যে, তাঁর উপর যেকোন সময় বড় ধরনের হামলা হতে পারে ৷ তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁর বাড়ির নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনীর হাতে দিতে চেয়েছে ৷

কিছুদিন আগেই বিজেপি নেতা সজল ঘোষকে মুচিপাড়া থানার পুলিশ গ্রেফতার করেছিল ৷ স্থানীয় তৃণমূল যুব নেতার স্ত্রীর শ্লীলতাহানি করেছে বলে সজল এবং তাঁর একাধিক সঙ্গীর বিরুদ্ধে মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ জমা পড়ায় বিজেপি প্রার্থীকে গ্রেফতার করা হয় ৷ যদিও পরে আদালত থেকে জামিন পেয়ে যান সজল ঘোষ ।

আরও পড়ুন : Star campaigner for KMC Election : তালিকায় দুই কেন্দ্রীয় মন্ত্রী, পৌরভোটে বিজেপির প্রচারে থাকছে একঝাঁক তারকা মুখ

কলকাতা, 12 ডিসেম্বর: এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন 50 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষ । ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁকে (Sajal Ghosh gets Y category security) । কলকাতা পৌরভোটের (KMC Election 2021) বিজেপি প্রার্থী সজল ঘোষকে সিআইএসএফ-এর নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । সূত্রের খবর, পাঁচজন সিআইএসএফ-এর জওয়ানকে ইতিমধ্যেই সজল ঘোষের বাড়িতে মোতায়েন করা হয়েছে ।

বিজেপির রাজ্য কমিটির সদস্য ও 50 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী (BJP candidate gets Y category security) সজল ঘোষের দাবি, "প্রার্থী হওয়ার পর থেকেই আমার ফোনে অনেকবার হুমকি ফোন এসেছে । এবিষয়ে আমি বিজেপি নেতৃত্বকে জানিয়েছি । তবে রাজ্য পুলিশকে এবিষয়ে কোনও অভিযোগ জানাইনি । কারণ ওখানে জানিয়ে কোনও কাজ হয় না । কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রকের একটি দল আমার সঙ্গে যোগাযোগ করে এবং বাড়ি পরিদর্শন করে । তারপরই কেন্দ্রীয় বাহিনী দেওয়া হল । তবে দলের কাছে আমি কোনও কেন্দ্রীয় বাহিনী চাইনি ।"

আরও পড়ুন: TMC Manifesto for KMC Election 2021 : পৌরভোটে তৃণমূলের ইস্তেহারে ‘কলকাতার 10 দিগন্ত’

বিজেপি প্রার্থী (BJP candidate Sajal Ghosh) আরও জানিয়েছেন, আইবির তরফ থেকেও তাঁকে জানানো হয় যে, তাঁর উপর যেকোন সময় বড় ধরনের হামলা হতে পারে ৷ তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁর বাড়ির নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনীর হাতে দিতে চেয়েছে ৷

কিছুদিন আগেই বিজেপি নেতা সজল ঘোষকে মুচিপাড়া থানার পুলিশ গ্রেফতার করেছিল ৷ স্থানীয় তৃণমূল যুব নেতার স্ত্রীর শ্লীলতাহানি করেছে বলে সজল এবং তাঁর একাধিক সঙ্গীর বিরুদ্ধে মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ জমা পড়ায় বিজেপি প্রার্থীকে গ্রেফতার করা হয় ৷ যদিও পরে আদালত থেকে জামিন পেয়ে যান সজল ঘোষ ।

আরও পড়ুন : Star campaigner for KMC Election : তালিকায় দুই কেন্দ্রীয় মন্ত্রী, পৌরভোটে বিজেপির প্রচারে থাকছে একঝাঁক তারকা মুখ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.