ETV Bharat / city

সিনে আড্ডা : সিনেমায় নাটকের প্রভাব

author img

By

Published : Jan 13, 2021, 10:16 PM IST

Updated : Jan 14, 2021, 3:03 PM IST

শুরুর সিনেমা আসলে ক্য়ামেরায় বন্দি নাটক । এখনকার সিনেমায় প্রযুক্তির উন্নতি হলেও অভিনয়ের দক্ষতা অর্জনে অভিনেতাদের থিয়েটারে ফিরে আসতে হয় । বললেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় । আজকের সিনে আড্ডা "সিনেমায় নাটকের প্রভাব"-এ রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, দেবেশ চট্টোপাধ্যায় ও দেবশংকর হালদারদের কাছ থেকে জানা গেল সিনেমা ও থিয়েটারের সম্পর্ক ।

kiff cine adda about influence of drama in cinema
সিনে আড্ডা : সিনেমায় নাটকের প্রভাব

কলকাতা, 13 জানুয়ারি : সিনেমায় নাটকের প্রভাব । এই ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজকের সিনে আড্ডায় আলোচনার বিষয় । আড্ডার সঞ্চালনা করেন চৈতী ঘোষাল । ছিলেন রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, দেবেশ চট্টোপাধ্যায় ও দেবশংকর হালদার ।

অভিনেতা সব্যসাচী চক্রবর্তী খুব ছোট হলেও খুব সুন্দরভাবে বললেন,"থিয়েটার শ্রুতি প্রধান । সিনেমা দৃশ্য প্রধান ।" বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা দেবশংকর হালদার বললেন,"বরাবর আমরা মঞ্চে কাজ করেছি তাই মঞ্চে কাজ করতে গিয়ে মনে হয়েছে যে মাধ্যাকর্ষণ শক্তিকে ভুলে যেন আমি মঞ্চে উঠতে পারি ।" নাটকের মানুষ যখন সিনেমায় অভিনয় করেন তা ঠিক কেমন হতে পারে সে কথা বলতে গিয়ে তিনি উৎপল দত্ত ও অশোক মুখোপাধ্যায়ের বেশ কয়েকটি মজার গল্প করেন ।

পাশাপাশি হাস্যকৌতুক অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় বলেন,"ঋত্বিক ঘটক ও বিজন ভট্টাচার্যের মতো মানুষ মূলত থিয়েটার থেকে উঠে এলেও এঁদেরই কলমের ধারে সৃষ্টি হয়েছে 'মধুমতী', 'বন্দিনী', 'সুজাতা', 'সাড়ে চুয়াত্তরে'র মতো ছবি । তাই এই দুটি মাধ্যমের মধ্যে আদান-প্রদান ঘটেছে ক্রমাগত । যাঁরা প্রথম জীবনে সিনেমা দিয়ে শুরু করেছিলেন তাঁরা আরও কিছু শেখার তাগিদে বা নিজেকে প্রকৃত অভিনেতা হিসেবে তৈরি করতে বার বার থিয়েটারে ফিরে গেছেন ।"

সিনে আড্ডা : সিনেমায় নাটকের প্রভাব

আরও পড়ুন : গান শোনা না গান দেখা ? জমজমাট সিনে আড্ডা

দেবেশ চট্টোপাধ্যায় এই বিষয় বলতে গিয়ে তিনি সুসান সনট্যাগের প্রবন্ধ 'সিনেমা এন্ড থিয়েটার' নিয়ে কথা বলেন । বেশ কয়েকটি নামকরা দেশি ও বিদেশি নাটক হীরালাল সেনের ক্যামেরায় বন্দি হওয়ার প্রসঙ্গও আনেন তিনি ।

কলকাতা, 13 জানুয়ারি : সিনেমায় নাটকের প্রভাব । এই ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজকের সিনে আড্ডায় আলোচনার বিষয় । আড্ডার সঞ্চালনা করেন চৈতী ঘোষাল । ছিলেন রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, দেবেশ চট্টোপাধ্যায় ও দেবশংকর হালদার ।

অভিনেতা সব্যসাচী চক্রবর্তী খুব ছোট হলেও খুব সুন্দরভাবে বললেন,"থিয়েটার শ্রুতি প্রধান । সিনেমা দৃশ্য প্রধান ।" বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা দেবশংকর হালদার বললেন,"বরাবর আমরা মঞ্চে কাজ করেছি তাই মঞ্চে কাজ করতে গিয়ে মনে হয়েছে যে মাধ্যাকর্ষণ শক্তিকে ভুলে যেন আমি মঞ্চে উঠতে পারি ।" নাটকের মানুষ যখন সিনেমায় অভিনয় করেন তা ঠিক কেমন হতে পারে সে কথা বলতে গিয়ে তিনি উৎপল দত্ত ও অশোক মুখোপাধ্যায়ের বেশ কয়েকটি মজার গল্প করেন ।

পাশাপাশি হাস্যকৌতুক অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় বলেন,"ঋত্বিক ঘটক ও বিজন ভট্টাচার্যের মতো মানুষ মূলত থিয়েটার থেকে উঠে এলেও এঁদেরই কলমের ধারে সৃষ্টি হয়েছে 'মধুমতী', 'বন্দিনী', 'সুজাতা', 'সাড়ে চুয়াত্তরে'র মতো ছবি । তাই এই দুটি মাধ্যমের মধ্যে আদান-প্রদান ঘটেছে ক্রমাগত । যাঁরা প্রথম জীবনে সিনেমা দিয়ে শুরু করেছিলেন তাঁরা আরও কিছু শেখার তাগিদে বা নিজেকে প্রকৃত অভিনেতা হিসেবে তৈরি করতে বার বার থিয়েটারে ফিরে গেছেন ।"

সিনে আড্ডা : সিনেমায় নাটকের প্রভাব

আরও পড়ুন : গান শোনা না গান দেখা ? জমজমাট সিনে আড্ডা

দেবেশ চট্টোপাধ্যায় এই বিষয় বলতে গিয়ে তিনি সুসান সনট্যাগের প্রবন্ধ 'সিনেমা এন্ড থিয়েটার' নিয়ে কথা বলেন । বেশ কয়েকটি নামকরা দেশি ও বিদেশি নাটক হীরালাল সেনের ক্যামেরায় বন্দি হওয়ার প্রসঙ্গও আনেন তিনি ।

Last Updated : Jan 14, 2021, 3:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.