ETV Bharat / city

''মোদিবিরোধী নই, আমি সংবিধানের রক্ষক'' বললেন কানহাইয়া

কলকাতায় এসেছিলেন বামপন্থী ছাত্রনেতা কানহাইয়া কুমার ৷ সল্টলেকে বামপন্থী ছাত্র সংগঠন AISF দ্বারা আয়োজিত একটি সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  তিনি ৷ মোদি বিরোধী ইমেজ ও আজাদির স্লোগান নিয়ে ব্যাখ্যা দেন তিনি ৷

kanhaiya kumar
বামপন্থী ছাত্রনেতা কানহাইয়া কুমার
author img

By

Published : Jan 24, 2020, 9:04 AM IST

Updated : Jan 24, 2020, 9:11 AM IST

কলকাতা, 24 জানুয়ারি: কলকাতা এসেছিলেন বাম নেতা কানহাইয়া কুমার ৷ সল্টলেকে বামপন্থী ছাত্র সংগঠন AISF দ্বারা আয়োজিত একটি সেমিনারে প্রধান বক্তা হিসেবে গতকাল উপস্থিত ছিলেন তিনি।

গতকালের সেমিনারে তিনি আজাদির পক্ষে কেন স্লোগান দেন তা ব্যাখ্যা করেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনাও করেন । তার মোদিবিরোধী ইমেজ থাকলেও তিনি নিজেকে মোদিবিরোধী আখ্যা দিতে নারাজ । তার বক্তব্য, তিনি মোদিবিরোধী নন বরং তিনি সংবিধানের রক্ষক । সংবিধানের পক্ষে সওয়াল করতে গিয়ে অনেক সময় মোদির সঙ্গে তাঁর সংঘাত তৈরি হয়, সেটাই তার মোদিবিরোধী ইমেজ তৈরী করেছে ।

তিনি বারংবার আজাদির স্লোগান দেন ৷ সেই নিয়ে বিতর্কও তৈরি হয় । সেই প্রসঙ্গে তিনি বলেন, ''সংবাদমাধ্যমে আজাদির স্লোগানের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ একটি আজাদ দেশে আজাদির স্লোগান উঠবে এটাই বাস্তবিক ঘটনা । আজাদ দেশে আমরা আজাদির স্লোগান তুলব না, তো কি গোলামির স্লোগান তুলব? দেশ আজাদ হলেও এখনও অনেক কিছু থেকেই আজাদি মেলেনি । সেই কারণে সেইসব বিষয় নিয়েই আমরা বারে বারে আজাদির শ্লোগান তুলি ৷ যখনই দেশে আজাদির উপর হামলা হবে, আমরা আজাদির স্লোগান দেব, তার জন্য যতবার ইচ্ছে জেলে পুরতে পারেন৷ '' দর্শকদের উদ্দেশেও তিনি প্রশ্ন করেন যে, তাঁদের আজাদি পছন্দ নাকি গোলামি?

কানহাইয়া কুমার বক্তব্য রাখছেন

নিজেকে সংবিধানের রক্ষক বলেই মনে করেন কানহাইয়া ৷ তিনি বলেন, ''আমি সংবিধানের পক্ষ নিয়ে কথা বলি, মোদির বিপক্ষে না । কিন্তু অনেক সময় মোদি এমন বহু কাজ করেন যা সংবিধানবিরোধী । তাঁর এইসব সিদ্ধান্ত ও পদক্ষেপের জন্যই তার সঙ্গে আমার সংঘাত তৈরি হয় । যেই ব্যক্তি সংবিধানের বিপক্ষে যাবেন, তাঁর বিরুদ্ধেই আমি কথা বলব । দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সংবিধানের রক্ষক হওয়া উচিত ছিল । উলটে মাঝেমধ্যেই তিনি সংবিধানের নীতি-আদর্শ বিরোধী অনেক কাজই করে বসছেন । তাই তাঁর বিরুদ্ধে কথা বলতে হয় ৷''

সরকার ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে : কানহাইয়া কুমার

কলকাতা, 24 জানুয়ারি: কলকাতা এসেছিলেন বাম নেতা কানহাইয়া কুমার ৷ সল্টলেকে বামপন্থী ছাত্র সংগঠন AISF দ্বারা আয়োজিত একটি সেমিনারে প্রধান বক্তা হিসেবে গতকাল উপস্থিত ছিলেন তিনি।

গতকালের সেমিনারে তিনি আজাদির পক্ষে কেন স্লোগান দেন তা ব্যাখ্যা করেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনাও করেন । তার মোদিবিরোধী ইমেজ থাকলেও তিনি নিজেকে মোদিবিরোধী আখ্যা দিতে নারাজ । তার বক্তব্য, তিনি মোদিবিরোধী নন বরং তিনি সংবিধানের রক্ষক । সংবিধানের পক্ষে সওয়াল করতে গিয়ে অনেক সময় মোদির সঙ্গে তাঁর সংঘাত তৈরি হয়, সেটাই তার মোদিবিরোধী ইমেজ তৈরী করেছে ।

তিনি বারংবার আজাদির স্লোগান দেন ৷ সেই নিয়ে বিতর্কও তৈরি হয় । সেই প্রসঙ্গে তিনি বলেন, ''সংবাদমাধ্যমে আজাদির স্লোগানের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ একটি আজাদ দেশে আজাদির স্লোগান উঠবে এটাই বাস্তবিক ঘটনা । আজাদ দেশে আমরা আজাদির স্লোগান তুলব না, তো কি গোলামির স্লোগান তুলব? দেশ আজাদ হলেও এখনও অনেক কিছু থেকেই আজাদি মেলেনি । সেই কারণে সেইসব বিষয় নিয়েই আমরা বারে বারে আজাদির শ্লোগান তুলি ৷ যখনই দেশে আজাদির উপর হামলা হবে, আমরা আজাদির স্লোগান দেব, তার জন্য যতবার ইচ্ছে জেলে পুরতে পারেন৷ '' দর্শকদের উদ্দেশেও তিনি প্রশ্ন করেন যে, তাঁদের আজাদি পছন্দ নাকি গোলামি?

কানহাইয়া কুমার বক্তব্য রাখছেন

নিজেকে সংবিধানের রক্ষক বলেই মনে করেন কানহাইয়া ৷ তিনি বলেন, ''আমি সংবিধানের পক্ষ নিয়ে কথা বলি, মোদির বিপক্ষে না । কিন্তু অনেক সময় মোদি এমন বহু কাজ করেন যা সংবিধানবিরোধী । তাঁর এইসব সিদ্ধান্ত ও পদক্ষেপের জন্যই তার সঙ্গে আমার সংঘাত তৈরি হয় । যেই ব্যক্তি সংবিধানের বিপক্ষে যাবেন, তাঁর বিরুদ্ধেই আমি কথা বলব । দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সংবিধানের রক্ষক হওয়া উচিত ছিল । উলটে মাঝেমধ্যেই তিনি সংবিধানের নীতি-আদর্শ বিরোধী অনেক কাজই করে বসছেন । তাই তাঁর বিরুদ্ধে কথা বলতে হয় ৷''

সরকার ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে : কানহাইয়া কুমার

Intro:বামপন্থী ছাত্র সংগঠন AISF দ্বারা সল্টলেকে আয়োজিত একটি সেমিনারে প্রধান বক্তা হিসেবে এলেন বামপন্থী ছাত্রনেতা কানাইয়া কুমার। এদিন তিনি আজাদীর পক্ষে কেন স্লোগান দেন সেটা ব্যাখ্যা করেন। পাশাপাশি তিনি বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী মোদির কড়া সমালোচনা করেন। তার মোদি বিরোধী ইমেজ থাকলেও তিনি নিজেকে মোদী বিরোধী আখ্যা দিতে নারাজ। তার বক্তব্য তিনি মোদি বিরোধী নন তিনি সংবিধানের রক্ষক। আসলে সংবিধানের পক্ষে সওয়াল করতে গিয়ে অনেক সময় মোদির সঙ্গে তার সংঘাত তৈরি হয়।


তিনি এবং তার সহযোগী বামপন্থীরা বারে বারে আজাদীর স্লোগান দেন কেন এ নিয়ে বারংবার বিতর্ক তৈরি হয়। সংবাদমাধ্যমে তাদের আজাদীর স্লোগানের ভুল ব্যাখ্যা করা হয়েছে এমনটাই দাবি করেন কানাইয়া। তিনি বলেন একটি আজাদ দেশে আজাদীর স্লোগান উঠবে এটাই বাস্তবিক। আজাদ দেশে আমরা আজাদীর স্লোগান তুলবো না তাহলে কি গোলামীর স্লোগান তুলব।দেশ আজাদ হলেও আসলে এখনও অনেক কিছু থেকে আজাদি মেলেনি। সেই কারণে সেই সব জিনিস নিয়ে আমরা বারে বারে আজাদীর শ্লোগান তুলি।

Body:নিজেকে সংবিধানের রক্ষক তকমা দিয়ে কানাইয়া বলেন আমি সংবিধানের পক্ষে কথা বলি। আমি মোদির বিপক্ষে কথা বলি না। কিন্তু আসলে অনেক সময় মোদি এমন কিছু কাজ করবেন যেটা সংবিধান বিরোধী। সেই কারণেই তার সঙ্গে আমার সংঘাত তৈরি হয়। আমি আসলে মোদি বিরোধী নই। সংবিধানের বিপক্ষে যে হবে তার বিরুদ্ধে আমি কথা বলব। দেশের প্রধানমন্ত্রী সংবিধানের রক্ষক হওয়া উচিত । কিন্তু সংবিধানের নীতি-আদর্শ বিরোধী অনেক কাজ তিনি মাঝেমধ্যে করে বসেন। এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন সহ সোমেন মিত্র সহ আরো চার বক্তা। কিন্তু এদিনে সেমিনারে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন জেএনইউ খ্যাত কানাইয়া কুমার।Conclusion:
Last Updated : Jan 24, 2020, 9:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.