কলকাতা, 18 এপ্রিল: প্রয়াত হলেন বিচারপতি মনোজ মুখোপাধ্য়ায় ৷ শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 87 বছর ৷
নেতাজি অন্তর্ধান রহস্য উন্মোচনে 1999 সালে বিচারপতি মনোজ মুখোপাধ্য়ায়ের নেতৃত্বে গঠিত হয়েছিল মুখার্জি কমিশন ৷ তারাই প্রথম দাবি করেছিল যে, জাপানের রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্ম নেতাজি সুভাষ চন্দ্র বসুর নয় ৷ কমিশন এই রিপোর্ট কেন্দ্রকে জমা দেওয়ার পরই দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল ৷ তৎকালীন ইউপিএ সরকার সেই রিপোর্ট খারিজ করে দিয়েছিল ৷
বিচারপতি মনোজ মুখোপাধ্যায় বম্বে ও এলাহবাদ হাইকোর্টে বিচারপতি ছিলেন ৷ পরে তিনি সুপ্রিম কোর্টেরও বিচারপতি হন ৷ তাঁর অবসরের পর তাঁর নেতৃত্বে মুখার্জি কমিশন গঠন করেছিল কেন্দ্রীয় সরকার ৷ 1945 সালে বিমান দুর্ঘটনায় নেতাজির জীবনাবসান হয়েছিল কি না, তার তদন্তের দায়িত্ব দেওয়া হয় এই কমিশনকে ৷
আরও পড়ুন: রাশিয়ায় ছিলেন নেতাজি ? মস্কোর কাছেও তথ্য নেই, জানাল কেন্দ্র
এর আগে গঠিত আরও দুটি কমিশন বলেছিল, বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে নেতাজির ৷ তবে সেই তত্ত্ব খারিজ করে দিয়ে মুখার্জি কমিশন জানায়, 1945 সালের 18 অগস্ট তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর কোনও অকাট্য প্রমাণ নেই ৷ যদিও 2006 সালে তাদের পেশ করা রিপোর্ট খারিজ করে দেয় সরকার ৷