ETV Bharat / city

করোনা জয়ী জয় গোস্বামীকে বাড়ি ফেরার অনুমতি

ভালো আছেন কবি জয় গোস্বামী ৷ গত 16 মে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ এতদিন বেলেঘাটা আই ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷ অবস্থার উন্নতি হওয়ায় সোমবার তাঁকে বাড়ি ফেরার অনুমতি দেন চিকিৎসকরা ৷

Joy Goswami recover from Covid, going back home
করোনাকে হারিয়ে বাড়ি ফেরার অনুমতি পেলেন জয় গোস্বামী
author img

By

Published : May 24, 2021, 8:15 PM IST

কলকাতা, 24 মে : ভালো আছেন কবি জয় গোস্বামী ৷ সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি ৷ তারপরই জানা যায়, কবির অবস্থার অবনতি হয়েছে ৷ এই খবরে উদ্বেগ বাড়ে অনুরাগীদের মধ্যে ৷ তবে সোমবার আশার কথা শোনা গিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ৷ তারা জানিয়েছে, অবস্থার অবনতি হওয়াতেই কবিকে সিসিইউ-তে স্থানান্তরিত করতে হয়েছিল প্রাথমিকভাবে ৷ কিন্তু এখন তিনি ভালো আছেন ৷ তাই তাঁকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷

গত 16 মে প্রবল জ্বর নিয়ে বেলেঘাটা আই ডি হাসপাতালে ভর্তি হন জয় গোস্বামী ৷ সঙ্গে ছিল বমির সমস্য়া ও পেটের গোলমাল ৷ ওই দিনই তাঁর করোনা পরীক্ষা করা হয় ৷ রিপোর্ট আসে পজিটিভ ৷ ডা. সায়ন্তন বন্দ্যোপাধ্যায় ও ডা. যোগীরাজ রায়ের অধীনে চিকিৎসা শুরু হয় তাঁর ৷

আরও পড়ুন : করোনামুক্ত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য

অন্যদিকে, এই সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন কবির স্ত্রী কাবেরী গোস্বামীও ৷ তাঁর শরীরেও কোভিডের উপসর্গ ছিল ৷ তাই ঝুঁকি না নিয়ে তাঁকেও ভর্তি করা হয় হাসপাতালে ৷ পরে অবশ্য তাঁর অবস্থার উন্নতি হয় ৷ একসময় বাড়ি ফিরে যান কাবেরী ৷ আর এবার সুস্থ হয়ে উঠলেন 66 বছরের কবিও ৷ স্বাভাবিকভাবেই এতে খুশি জয় গোস্বামীর অনুরাগী ও ভক্তরা ৷

কলকাতা, 24 মে : ভালো আছেন কবি জয় গোস্বামী ৷ সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি ৷ তারপরই জানা যায়, কবির অবস্থার অবনতি হয়েছে ৷ এই খবরে উদ্বেগ বাড়ে অনুরাগীদের মধ্যে ৷ তবে সোমবার আশার কথা শোনা গিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ৷ তারা জানিয়েছে, অবস্থার অবনতি হওয়াতেই কবিকে সিসিইউ-তে স্থানান্তরিত করতে হয়েছিল প্রাথমিকভাবে ৷ কিন্তু এখন তিনি ভালো আছেন ৷ তাই তাঁকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷

গত 16 মে প্রবল জ্বর নিয়ে বেলেঘাটা আই ডি হাসপাতালে ভর্তি হন জয় গোস্বামী ৷ সঙ্গে ছিল বমির সমস্য়া ও পেটের গোলমাল ৷ ওই দিনই তাঁর করোনা পরীক্ষা করা হয় ৷ রিপোর্ট আসে পজিটিভ ৷ ডা. সায়ন্তন বন্দ্যোপাধ্যায় ও ডা. যোগীরাজ রায়ের অধীনে চিকিৎসা শুরু হয় তাঁর ৷

আরও পড়ুন : করোনামুক্ত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য

অন্যদিকে, এই সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন কবির স্ত্রী কাবেরী গোস্বামীও ৷ তাঁর শরীরেও কোভিডের উপসর্গ ছিল ৷ তাই ঝুঁকি না নিয়ে তাঁকেও ভর্তি করা হয় হাসপাতালে ৷ পরে অবশ্য তাঁর অবস্থার উন্নতি হয় ৷ একসময় বাড়ি ফিরে যান কাবেরী ৷ আর এবার সুস্থ হয়ে উঠলেন 66 বছরের কবিও ৷ স্বাভাবিকভাবেই এতে খুশি জয় গোস্বামীর অনুরাগী ও ভক্তরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.