ETV Bharat / city

নতুন জার্সিতে সাফল্যের খোঁজে যাত্রা মহমেডানের - মহমেডান স্পোর্টিং এর সচিব ওয়াসিম আক্রম

মহামেডান স্পোর্টিং-এর সচিব ওয়াসিম আক্রম বলেন, আপাতত দুপক্ষের মধ্যে MoU সম্পাদিত হয়েছে । চুক্তির বাকি ব্যাপার সামনের কয়েকদিনের মধ্যে সম্পাদন করে ফেলা হবে । সাংবাদিক বৈঠক করে নতুন জার্সির উদ্বোধন করা হল । হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে কোন জার্সিতে মহমেডান খেলবে তা জানানো হয় ।

mohammedan sporting club
author img

By

Published : Oct 5, 2020, 8:57 PM IST

Updated : Oct 6, 2020, 9:47 AM IST

কলকাতা, 5 অক্টোবর : নতুন জার্সিতে নতুনভাবে যাত্রা শুরু করার জন্য স্টার্টিং ব্লকে মহামেডান স্পোর্টিং । আজ বাইপাসের ধারে একটি তারকা খচিত হোটেলে শতাব্দী প্রাচীন ক্লাব তার ইনভেস্টরের সঙ্গে চুক্তির কথা ঘোষণা করল । তবে তা কত দিনের, আর্থিক বিনিয়োগের পরিমাণ কত তা আজকের সাংবাদিক বৈঠকে বলা হয়নি ।

মহামেডান স্পোর্টিং-এর সচিব ওয়াসিম আক্রম বলেন, আপাতত দুপক্ষের মধ্যে MoU সম্পাদিত হয়েছে । চুক্তির বাকি ব্যাপার সামনের কয়েকদিনের মধ্যে সম্পাদন করে ফেলা হবে । সাংবাদিক বৈঠক করে নতুন জার্সির উদ্বোধন করা হল । হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে কোন জার্সিতে মহমেডান খেলবে তা জানানো হয় ।

8 অক্টোবর থেকে শুরু হচ্ছে আই লিগের দ্বিতীয় ডিভিশন । প্রথম দিন মাঠে নামবে সাদা কালো শিবির । ইয়ান ল-এর কোচিংয়ে মহামেডান এখন প্রস্তুতিতে ব্যস্ত । পাঁচ দলের টুর্নামেন্টে প্রথম ম্যাচ থেকে জয়ের রাশ তুলে নিতে চায় সাদা কালো ব্রিগেড ।

আজ ক্লাবের কর্তারা বলেন, তাঁরা নতুন করে শুরু করতে চান । যা সোনালি অতীত ফিরিয়ে নিয়ে আসবে । তাই "উই আর ব্যাক" স্লোগান দিয়ে জার্সি উদ্বোধন আদতে মহামেডানের নতুনভাবে যাত্রা শুরুর প্রথম পদক্ষেপ ।

কলকাতা, 5 অক্টোবর : নতুন জার্সিতে নতুনভাবে যাত্রা শুরু করার জন্য স্টার্টিং ব্লকে মহামেডান স্পোর্টিং । আজ বাইপাসের ধারে একটি তারকা খচিত হোটেলে শতাব্দী প্রাচীন ক্লাব তার ইনভেস্টরের সঙ্গে চুক্তির কথা ঘোষণা করল । তবে তা কত দিনের, আর্থিক বিনিয়োগের পরিমাণ কত তা আজকের সাংবাদিক বৈঠকে বলা হয়নি ।

মহামেডান স্পোর্টিং-এর সচিব ওয়াসিম আক্রম বলেন, আপাতত দুপক্ষের মধ্যে MoU সম্পাদিত হয়েছে । চুক্তির বাকি ব্যাপার সামনের কয়েকদিনের মধ্যে সম্পাদন করে ফেলা হবে । সাংবাদিক বৈঠক করে নতুন জার্সির উদ্বোধন করা হল । হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে কোন জার্সিতে মহমেডান খেলবে তা জানানো হয় ।

8 অক্টোবর থেকে শুরু হচ্ছে আই লিগের দ্বিতীয় ডিভিশন । প্রথম দিন মাঠে নামবে সাদা কালো শিবির । ইয়ান ল-এর কোচিংয়ে মহামেডান এখন প্রস্তুতিতে ব্যস্ত । পাঁচ দলের টুর্নামেন্টে প্রথম ম্যাচ থেকে জয়ের রাশ তুলে নিতে চায় সাদা কালো ব্রিগেড ।

আজ ক্লাবের কর্তারা বলেন, তাঁরা নতুন করে শুরু করতে চান । যা সোনালি অতীত ফিরিয়ে নিয়ে আসবে । তাই "উই আর ব্যাক" স্লোগান দিয়ে জার্সি উদ্বোধন আদতে মহামেডানের নতুনভাবে যাত্রা শুরুর প্রথম পদক্ষেপ ।

Last Updated : Oct 6, 2020, 9:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.