ETV Bharat / city

ছৌ-নাচ, ধামসা-মাদল সহযোগে মিছিল চাকরিপ্রার্থীদের - চাকরিপ্রার্থীদের প্রতিবাদ মিছিল

করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে স্কুল সার্ভিস কমিশন পর্যন্ত আজকের প্রতিবাদ মিছিলটি ছিল নজরকাড়া । মিছিলে দেখা যায় রং-বেরঙের পোশাকে ছৌ-নাচ, ধামসা-মাদল, তিরন্দাজের মতো আদিবাসী সংস্কৃতির প্রদর্শনী ।

job seekers rally
চাকরিপ্রার্থীদের মিছিল
author img

By

Published : Dec 2, 2019, 11:53 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর : আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে প্রতিটি ধাপে উঠেছে দুর্নীতির অভিযোগ । হাইকোর্টের নির্দেশে পুজোর সময় মেধাতালিকা প্রকাশ হলেও তা নিয়েও একাধিক অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা । বর্তমানে হাইকোর্টের নির্দেশে থমকে রয়েছে আপার প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া । এই পরিস্থিতিতে আজ আবার শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের ডাকে পথে নামলেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা ।

করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে স্কুল সার্ভিস কমিশন পর্যন্ত আজকের প্রতিবাদ মিছিলটি ছিল নজরকাড়া । মিছিলে দেখা যায় রং-বেরঙের পোশাকে ছৌ-নাচ, ধামসা-মাদল, তিরন্দাজের মতো আদিবাসী সংস্কৃতির প্রদর্শনী ।

বর্ণাঢ্য এই মিছিল নিয়ে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বলেন, "আজকে আমাদের মিছিলে ছৌ-নাচ, তির-ধনুক ও আদিবাসী ধামসা-মাদল ছিল । যারা এই প্রদর্শনী করেন তাঁরা প্রত্যেকে জঙ্গলমহলের TET পাশ করা চাকরিপ্রার্থী । তাঁরা বঞ্চিত হয়েছেন । তাই তাঁদের আদিবাসী সংস্কৃতি নিয়ে এসে বিক্ষোভ করছেন ।"

ভিডিয়োয় দেখুন কী বলছেন চাকরিপ্রার্থীরা

আজকের কর্মসূচি থেকে তোলা দাবি নিয়ে মইদুল ইসলাম বলেন, "উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে গোটা রাজ্য জানে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে । যোগ্য চাকরিপ্রার্থীদের সুযোগ না দিয়ে অযোগ্য প্রার্থীদের পিছনের দরজা দিয়ে TET-র নম্বর বাড়িয়ে মেধাতালিকায় আনা হয়েছে । ফলে, হাজার হাজার চাকরিপ্রার্থী বঞ্চিত হয়েছে । হাইকোর্টে একাধিক মামলা হয়েছে । 12 হাজারের বেশি যোগ্য প্রার্থী অভিযোগ দায়ের করেছেন । এখনও পর্যন্ত সেই যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করা হয়নি । সাত বছর নিয়োগ হয়নি ৷ শূন্যপদের তালিকাও আপডেট করেনি । অর্থাৎ, শূন্যপদ বাড়েনি । তাই স্বচ্ছতার সঙ্গে মেধাতালিকা প্রকাশের দাবিতে, রেশিও মেইনটেইন করে, প্রকৃত TET ফিরিয়ে, শূন্যপদ বাড়িয়ে নিয়োগের দাবিতে আজকের এই বর্ণাঢ্য মিছিল ৷ "

এর আগে সল্টলেকে বিকাশ ভবনের কাছে অবস্থান কর্মসূচির অনুমতি পুলিশের কাছ থেকে না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্শ্বশিক্ষকরা । হাইকোর্টের নির্দেশে আজ 18 দিন ধরে তাঁরা অনশন করছেন সল্টলেকের সেন্ট্রাল পার্কের মেলা মাঠের সামনে । একইভাবে পুলিশের কাছে অনশন, ধরনা করার অনুমতি প্রথমে পায়নি শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ । তাই তারাও দ্বারস্থ হয়েছে হাইকোর্টের । হাইকোর্টে গৃহীত হয়েছে সেই মামলা । কিন্তু, আজ শুনানির আগেই পূর্বসূচি অনুযায়ী মিছিল ও তারপর ধরনা, অনশন কর্মসূচি শুরু করে তারা । কর্মসূচির জন্য অনুমতি পাওয়া নিয়ে মইদুল ইসলাম বলেন, "আজকের এই কর্মসূচির জন্যেও হাইকোর্টের অনুমতি আমরা নিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই নির্দেশ চলে আসবে । হাইকোর্টে মামলা গৃহীত হয়েছে । পুলিশ প্রথমে আমাদের অনুমতি দিচ্ছিল না । হাইকোর্টে মামলাটা গৃহীত হওয়ার পর আজকে অনুমতি পেয়েছি । এবং হাইকোর্টে আজকে সেই মামলার শুনানি আছে । সেখানে কী হয় আমরা দেখব । কিন্তু, আমরা আমাদের অনশন, ধরনা কর্মসূচি চালিয়ে যাব ।" প্রসঙ্গত, হাইকোর্টে আজ শুনানি হয়নি ৷ কাল শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ফলে সন্ধেয় পুলিশ আন্দোলনকারীদের জোর করে তুলে দেয় বলে অভিযোগ ৷

মইদুল ইসলাম আরও বলেন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার তাঁদের ডেকে পাঠিয়েছেন । তাঁর সঙ্গে আলোচনার পর আন্দোলনের আগামী পদক্ষেপ ঠিক করা হবে ।

কলকাতা, 2 ডিসেম্বর : আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে প্রতিটি ধাপে উঠেছে দুর্নীতির অভিযোগ । হাইকোর্টের নির্দেশে পুজোর সময় মেধাতালিকা প্রকাশ হলেও তা নিয়েও একাধিক অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা । বর্তমানে হাইকোর্টের নির্দেশে থমকে রয়েছে আপার প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া । এই পরিস্থিতিতে আজ আবার শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের ডাকে পথে নামলেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা ।

করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে স্কুল সার্ভিস কমিশন পর্যন্ত আজকের প্রতিবাদ মিছিলটি ছিল নজরকাড়া । মিছিলে দেখা যায় রং-বেরঙের পোশাকে ছৌ-নাচ, ধামসা-মাদল, তিরন্দাজের মতো আদিবাসী সংস্কৃতির প্রদর্শনী ।

বর্ণাঢ্য এই মিছিল নিয়ে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বলেন, "আজকে আমাদের মিছিলে ছৌ-নাচ, তির-ধনুক ও আদিবাসী ধামসা-মাদল ছিল । যারা এই প্রদর্শনী করেন তাঁরা প্রত্যেকে জঙ্গলমহলের TET পাশ করা চাকরিপ্রার্থী । তাঁরা বঞ্চিত হয়েছেন । তাই তাঁদের আদিবাসী সংস্কৃতি নিয়ে এসে বিক্ষোভ করছেন ।"

ভিডিয়োয় দেখুন কী বলছেন চাকরিপ্রার্থীরা

আজকের কর্মসূচি থেকে তোলা দাবি নিয়ে মইদুল ইসলাম বলেন, "উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে গোটা রাজ্য জানে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে । যোগ্য চাকরিপ্রার্থীদের সুযোগ না দিয়ে অযোগ্য প্রার্থীদের পিছনের দরজা দিয়ে TET-র নম্বর বাড়িয়ে মেধাতালিকায় আনা হয়েছে । ফলে, হাজার হাজার চাকরিপ্রার্থী বঞ্চিত হয়েছে । হাইকোর্টে একাধিক মামলা হয়েছে । 12 হাজারের বেশি যোগ্য প্রার্থী অভিযোগ দায়ের করেছেন । এখনও পর্যন্ত সেই যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করা হয়নি । সাত বছর নিয়োগ হয়নি ৷ শূন্যপদের তালিকাও আপডেট করেনি । অর্থাৎ, শূন্যপদ বাড়েনি । তাই স্বচ্ছতার সঙ্গে মেধাতালিকা প্রকাশের দাবিতে, রেশিও মেইনটেইন করে, প্রকৃত TET ফিরিয়ে, শূন্যপদ বাড়িয়ে নিয়োগের দাবিতে আজকের এই বর্ণাঢ্য মিছিল ৷ "

এর আগে সল্টলেকে বিকাশ ভবনের কাছে অবস্থান কর্মসূচির অনুমতি পুলিশের কাছ থেকে না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্শ্বশিক্ষকরা । হাইকোর্টের নির্দেশে আজ 18 দিন ধরে তাঁরা অনশন করছেন সল্টলেকের সেন্ট্রাল পার্কের মেলা মাঠের সামনে । একইভাবে পুলিশের কাছে অনশন, ধরনা করার অনুমতি প্রথমে পায়নি শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ । তাই তারাও দ্বারস্থ হয়েছে হাইকোর্টের । হাইকোর্টে গৃহীত হয়েছে সেই মামলা । কিন্তু, আজ শুনানির আগেই পূর্বসূচি অনুযায়ী মিছিল ও তারপর ধরনা, অনশন কর্মসূচি শুরু করে তারা । কর্মসূচির জন্য অনুমতি পাওয়া নিয়ে মইদুল ইসলাম বলেন, "আজকের এই কর্মসূচির জন্যেও হাইকোর্টের অনুমতি আমরা নিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই নির্দেশ চলে আসবে । হাইকোর্টে মামলা গৃহীত হয়েছে । পুলিশ প্রথমে আমাদের অনুমতি দিচ্ছিল না । হাইকোর্টে মামলাটা গৃহীত হওয়ার পর আজকে অনুমতি পেয়েছি । এবং হাইকোর্টে আজকে সেই মামলার শুনানি আছে । সেখানে কী হয় আমরা দেখব । কিন্তু, আমরা আমাদের অনশন, ধরনা কর্মসূচি চালিয়ে যাব ।" প্রসঙ্গত, হাইকোর্টে আজ শুনানি হয়নি ৷ কাল শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ফলে সন্ধেয় পুলিশ আন্দোলনকারীদের জোর করে তুলে দেয় বলে অভিযোগ ৷

মইদুল ইসলাম আরও বলেন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার তাঁদের ডেকে পাঠিয়েছেন । তাঁর সঙ্গে আলোচনার পর আন্দোলনের আগামী পদক্ষেপ ঠিক করা হবে ।

Intro:কলকাতা, ২ ডিসেম্বর: আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই প্রতিটি ধাপে উঠেছে দুর্নীতির অভিযোগ। হাইকোর্টের নির্দেশে পুজোর সময় মেধাতালিকা প্রকাশ হলেও তা নিয়েও ভুরি ভুরি অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা। বর্তমানে হাইকোর্টের নির্দেশে থমকে রয়েছে আপার প্রাইমারির সহকারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। এই পরিস্থিতিতে আজ আবার শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের ডাকে পথে নামলেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। তবে, আজ শুধু স্কুল সার্ভিস কমিশন পর্যন্ত মিছিল করে থেমে নেই তাঁরা। স্কুল সার্ভিস কমিশনের কেন্দ্রীয় দপ্তর আচার্য সদনের বিপরীতে ধরনা শুরু করেছেন তাঁরা। আজ থেকে অনশনও শুরু করছেন তাঁরা। করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে স্কুল সার্ভিস কমিশন পর্যন্ত আজকের প্রতিবাদ মিছিলটিও ছিল নজরকাড়া। মিছিলে দেখা যায় রঙ-বেরঙের পোশাকে ছৌ-নাচ, ধামসা-মাদল, তীরন্দাজের মতো আদিবাসী সংস্কৃতির প্রদর্শনী।Body:বর্ণাঢ্য এই মিছিল নিয়ে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বলেন, "আজকে আমাদের মিছিলে ছৌ-নাচ, তীর-ধনুক ও আদিবাসী ধামসা-মাদল ছিল। যারা এই প্রদর্শনী করেন তাঁরা প্রত্যেকে জঙ্গলমহলের টেট পাশ করা চাকরিপ্রার্থী। তাঁরা বঞ্চিত হয়েছেন। তাই তাঁদের আদিবাসী সংস্কৃতি নিয়ে এসে বিক্ষোভ করছেন।"

আজকের কর্মসূচি থেকে তোলা দাবি নিয়ে মইদুল ইসলাম বলেন, "উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে গোটা রাজ্য জানে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে। যোগ্য চাকরিপ্রার্থীদের সুযোগ না দিয়ে অযোগ্য প্রার্থীদের পিছনের দরজা দিয়ে টেটের নম্বর বাড়িয়ে মেধাতালিকায় আনা হয়েছে। ফলে, হাজার হাজার চাকরিপ্রার্থী বঞ্চিত হয়েছে। হাইকোর্টে একাধিক মামলা হয়েছে। ১২ হাজারের বেশি যোগ্য প্রার্থী অভিযোগ দায়ের করেছেন। হাইকোর্ট মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে। তারপরেও কিন্তু এখনও পর্যন্ত সেই যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করেনি। সাত বছর নিয়োগ হয়নি, সিটও আপডেট করেনি। অর্থাৎ, শূন্যপদ বাড়েনি। তাই স্বচ্ছতার সঙ্গে মেধাতালিকা প্রকাশের দাবিতে, রেশিও মেইনটেইন করে, প্রকৃত টেট ফিরিয়ে, শূন্যপদ বাড়িয়ে নিয়োগ করা হয় তাই আজকের এই বর্ণাঢ্য মিছিল সহ আমরা প্রতিবাদ করব দুর্নীতির বিরুদ্ধে। এবং এখানে আমাদের লাগাতার অনশন, ধরনা কর্মসূচি চলবে।"

এর আগে সল্টলেকে বিকাশ ভবনের কাছে অবস্থান কর্মসূচির অনুমতি পুলিশের কাছ থেকে না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্শ্বশিক্ষকরা। হাইকোর্টের নির্দেশে আজ ১৮ দিন ধরে তাঁরা অনশন করছেন সল্টলেকের সেন্ট্রাল পার্কের মেলা মাঠের সামনে। একইভাবে পুলিশের কাছে অনশন, ধরনা করার অনুমতি প্রথমে পাইনি শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ। তাই তাঁরাও দারস্থ হয়েছিলেন হাইকোর্টের। হাইকোর্টে গৃহীত হয়েছে সেই মামলা। কিন্তু, আজ শুনানির আগেই পূর্বপরিকল্পনা অনুযায়ী মিছিল ও তারপরে ধরনা, অনশন কর্মসূচি শুরু করেন তাঁরা। কর্মসূচির জন্য অনুমতি পাওয়া নিয়ে মইদুল ইসলাম বলেন, "আজকের এই কর্মসূচির জন্যেও হাইকোর্টের অনুমতি আমরা নিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই নির্দেশ চলে আসবে। হাইকোর্টে মামলা গৃহীত হয়েছে। পুলিশ প্রথমে আমাদের অনুমতি দিচ্ছিল না। হাইকোর্টে মামলাটা গৃহীত হওয়ার পর আজকে অনুমতি পেয়েছি। এবং হাইকোর্টে আজকে সেই মামলার শুনানি আছে। সেখানে কী হয় আমরা দেখব। কিন্তু, আমরা আমাদের অনশন, ধরনা কর্মসূচি চালিয়ে যাব।"

আজ থেকে শুরু হওয়া এই ধরনা কর্মসূচি চলবে বলে জানাচ্ছেন মইদুল ইসলাম। তিনি বলেন, "আজকে থেকে ধরনা শুরু হয়েছে। অনশন শুরু হবে। ৪০ জন শুরু করবেন।" মইদুল ইসলাম জানাচ্ছেন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার তাঁদের ডেকে পাঠিয়েছে। তাঁর সঙ্গে আলোচনার পর আন্দোলনের আগামী পদক্ষেপ ঠিক করা হবে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.