ETV Bharat / city

পুলিশের উঁচুতলায় রদবদল, কলকাতার স্পেশাল পুলিশ কমিশনার জাভেদ শামিম

আজ স্বরাষ্ট্র দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে IG থেকে ADG পদমর্যাদায় উন্নীত হলেন অজয় রানাডে ও জাভেদ শামিম । জাভেদ শামিম কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার 1 হিসেবে কর্মরত ছিলেন । তিনি ADG পদমর্যাদায় কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার হলেন ।

Kolkata Police
জাভেদ শামিম
author img

By

Published : Dec 30, 2019, 11:23 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর : পুলিশের উঁচুতলায় বড়সড় রদবদল ৷ বছর শেষের আগেই পদোন্নতির সুখবর পেলেন কয়েকজন IPS অফিসার । কলকাতার স্পেশাল পুলিশ কমিশনার হলেন জাভেদ শামিম । ADG (CID) হলেন সিদ্ধিনাথ গুপ্তা ।

আজ স্বরাষ্ট্র দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে IG থেকে ADG পদমর্যাদায় উন্নীত হলেন অজয় রানাডে ও জাভেদ শামিম । জাভেদ শামিম কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার 1 হিসেবে কর্মরত ছিলেন । তিনি ADG পদমর্যাদায় কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার হলেন । অজয় রানাডে ADG (প্ল্যানিং) হিসেবে বদলি হলেন । তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার 2 হিসেবে কর্মরত ছিলেন । ডক্টর আর শিবকুমার IG (অ্যাডমিনিস্ট্রেশন) ছিলেন । পদোন্নতি হল তাঁরও । তিনি ADG (অ্যাডমিনিস্ট্রেশন) হলেন ।

সুমন বালা সাহু DG (ওয়েলফেয়ার) হিসেবে কর্মরত ছিলেন । তিনি DG (টেলিকমিউনিকেশন) পদ পেলেন । হরমনপ্রিত সিং ADG (সেন্ট্রাল সিকিউরিটি) হিসেবে কর্মরত ছিলেন । তাকে FSL অ্যাডমিনিস্ট্রেটর করা হল । রণবীর কুমার ADG (আর্মড পুলিশ) হিসেবে কর্মরত ছিলেন । তাকে ADG (ওয়েলফেয়ার) করা হল । দেবাশিস রায় ছিলেন ADG (টেলিকমিউনিকেশন) । তাকে ADG (আর্মড পুলিশ) পদে নিয়ে আসা হল । সিদ্ধিনাথ গুপ্তা ADG (CIF) হিসেবে কর্মরত ছিলেন । তিনি ADG (CID) পদে এলেন ।

কলকাতা, 30 ডিসেম্বর : পুলিশের উঁচুতলায় বড়সড় রদবদল ৷ বছর শেষের আগেই পদোন্নতির সুখবর পেলেন কয়েকজন IPS অফিসার । কলকাতার স্পেশাল পুলিশ কমিশনার হলেন জাভেদ শামিম । ADG (CID) হলেন সিদ্ধিনাথ গুপ্তা ।

আজ স্বরাষ্ট্র দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে IG থেকে ADG পদমর্যাদায় উন্নীত হলেন অজয় রানাডে ও জাভেদ শামিম । জাভেদ শামিম কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার 1 হিসেবে কর্মরত ছিলেন । তিনি ADG পদমর্যাদায় কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার হলেন । অজয় রানাডে ADG (প্ল্যানিং) হিসেবে বদলি হলেন । তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার 2 হিসেবে কর্মরত ছিলেন । ডক্টর আর শিবকুমার IG (অ্যাডমিনিস্ট্রেশন) ছিলেন । পদোন্নতি হল তাঁরও । তিনি ADG (অ্যাডমিনিস্ট্রেশন) হলেন ।

সুমন বালা সাহু DG (ওয়েলফেয়ার) হিসেবে কর্মরত ছিলেন । তিনি DG (টেলিকমিউনিকেশন) পদ পেলেন । হরমনপ্রিত সিং ADG (সেন্ট্রাল সিকিউরিটি) হিসেবে কর্মরত ছিলেন । তাকে FSL অ্যাডমিনিস্ট্রেটর করা হল । রণবীর কুমার ADG (আর্মড পুলিশ) হিসেবে কর্মরত ছিলেন । তাকে ADG (ওয়েলফেয়ার) করা হল । দেবাশিস রায় ছিলেন ADG (টেলিকমিউনিকেশন) । তাকে ADG (আর্মড পুলিশ) পদে নিয়ে আসা হল । সিদ্ধিনাথ গুপ্তা ADG (CIF) হিসেবে কর্মরত ছিলেন । তিনি ADG (CID) পদে এলেন ।

Intro:কলকাতা, 30 ডিসেম্বর: এবার পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল। বছর শেষের আগেই সুখবর পেলেন বেশ কয়েকজন আইপিএস অফিসার। পদোন্নতি হল তাদের। আর কলকাতার স্পেশাল পুলিশ কমিশনার হলেন জাভেদ শামিম। এডিজি সিআইডি হলেন সিদ্ধিনাথ গুপ্তা।



Body:আজ স্বরাষ্ট্র দপ্তরের তরফে জারি হয়েছে নোটিফিকেশন। তা বলছে আইজি থেকে এডিজি পদমর্যাদায় উন্নীত হলেন অজয় রানাডে এবং জাভেদ শামিম। জাভেদ কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার 1 হিসেবে কর্মরত ছিলেন। তিনি এডিজি পদমর্যাদায় কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার হলেন। অজয় ADG প্ল্যানিং হিসেবে বদলি হলেন। তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার 2 হিসেবে কর্মরত ছিলেন। ডক্টর আর শিবকুমার আইজি অ্যাডমিনিস্ট্রেশন ছিলেন। পদোন্নতি হল তাঁরও। তিনি এডিজি এবং আইজি এডমিনিস্ট্রেশন হলেন।



Conclusion:সুমন বালা সাহু ডিজি ওয়েলফেয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ডিজি টেলিকমিউনিকেশন হলেন। হরমনপ্রিত সিং এডিজি সেন্ট্রাল সিকিউরিটি হিসেবে কর্মরত ছিলেন। তাকে FSL অ্যাডমিনিস্ট্রেটর করা হলো। সঞ্জয় মুখার্জী করোনেশনেশনাল এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। তিনি এভিজি সেন্ট্রাল সিকিউরিটি হলেন। রণবীর কুমার এডিজি আমি পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। তাকে এডিজি ওয়েলফেয়ার করা হলো। দেবাশীষ রায় ছিলেন এডিজি টেলিকমিউনিকেশন। তাকে এডিডি আর্মড পুলিশ পদে নিয়ে আসা হলো। সিদ্ধিনাথ গুপ্তা এডিজি সিআইএফ হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিআইডি পদে এলেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.