ETV Bharat / city

Dhankhar to Babul : 'সংবিধানের পরিপন্থী', শপথগ্রহণ ইস্যুতে বাবুলের আর্জি খারিজ রাজ্যপালের

শনিবার তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রাজ্যপালকে ট্যাগ করে একটি টুইট করেন বালিগঞ্জের নবনির্বাচিত বিধায়ক ৷ কিন্তু বাবুলকে সংবিধানের ধারা স্মরণ করিয়ে শপথগ্রহণ ইস্যুতে বাবুলের আর্জি খারিজ করলেন রাজ্যপাল (Jagdeep Dhankhar rejects Babul Supriyo request on his oath taking ceremony) ৷

Dhankhar to Babul
'সংবিধানের পরিপন্থী', শপথগ্রহণ ইস্যুতে বাবুলের আর্জি খারিজ রাজ্যপালের
author img

By

Published : May 1, 2022, 4:51 PM IST

কলকাতা, 1 মে : উপনির্বাচনে জিতে বালিগঞ্জের বিধায়ক হয়েছেন দু'সপ্তাহ হয়ে গিয়েছে ৷ অথচ বাবুল সুপ্রিয়র শপথগ্রহণ নিয়ে জটিলতা চলছেই ৷ বাবুলকে শপথবাক্য পাঠ করানোর জন্য রাজ্যপাল জগদীপ ধনকড় বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্য়োপাধ্যায়কে নিয়োগ করলেও তা না-পসন্দ বাবুলের ৷ শনিবার তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রাজ্যপালকে ট্যাগ করে একটি টুইট করেন বালিগঞ্জের নবনির্বাচিত বিধায়ক ৷ কিন্তু বাবুলকে সংবিধানের ধারা স্মরণ করিয়ে শপথগ্রহণ ইস্যুতে বাবুলের আর্জি খারিজ করলেন রাজ্যপাল (Jagdeep Dhankhar rejects Babul Supriyo request on his oath taking ceremony) ৷

শনিবার টুইটে বাবুল সুপ্রিয় লেখেন, "কয়েকমাস হয়ে গেল ৷ সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর বালিগঞ্জ বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে ৷ তাই বালিগঞ্জের মানুষের কথা ভেবে জগদীপ ধনকড় মহাশয়ের কাছে আমার অনুরোধ দয়া করে আপনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন ৷ মাননীয় অধ্যক্ষকে শপথবাক্য পাঠ করানোর অনুমতি দিন যাতে আমি আমার কাজ শুরু করতে পারি ৷"

  • For the sake of the people of Ballygunge, who did not hv a MLA for several months since the demise of Subroto Mukherjee, I would request your excellency @jdhankhar1 ji to reverse the decision & allow Honble Speaker to preside over my oath taking allowing me to start my work pic.twitter.com/ol8n1oZmtp

    — Babul Supriyo (@SuPriyoBabul) April 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিস্থিতি আরও জটিল হয় যখন আশিস বন্দ্যোপাধ্যায় শনিবার রাতে বালিগঞ্জের নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করাতে অস্বীকার করেন ৷ ডেপুটি স্পিকার বলেন, এই ঘটনা স্পিকারকে অপমানের সামিল ৷ তারই পালটা দিয়ে রবিবার সকালে টুইট করেন রাজ্যপাল ৷ যেখানে ধনকড় লেখেন, "রাজ্যপাল নিযুক্ত ব্যক্তি সংবিধানের চেতনা এবং আদর্শ মেনে কাজ করবেন এমনটাই প্রত্যাশিত ৷ পাবলিক ডোমেইনে সেই নির্দেশের অন্যথা করা মোটেই উপযুক্ত কাজ নয় ৷"

আরও পড়ুন : জটিলতা অব্যাহত, অধ্যক্ষকে অপমান করে বাবুলকে শপথবাক্য পাঠ করাবেন না উপাধ্যক্ষ

এখানেই শেষ নয় ৷ বাবুলের আর্জির পরিপ্রেক্ষিতে রবিবার বিকেলে রাজভবনের প্রেস রিলিজ টুইট করে জগদীপ ধনকড় লেখেন, "মাননীয় স্পিকারের থেকে শপথবাক্য পাঠ করতে চেয়ে পাবলিক ডোমেইনে রাজ্যপালের কাছে শ্রী বাবুল সুপ্রিয় যে আবেদন করেছেন তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় ৷ একইসঙ্গে তা সংবিধানের পরিপন্থী ৷"

কলকাতা, 1 মে : উপনির্বাচনে জিতে বালিগঞ্জের বিধায়ক হয়েছেন দু'সপ্তাহ হয়ে গিয়েছে ৷ অথচ বাবুল সুপ্রিয়র শপথগ্রহণ নিয়ে জটিলতা চলছেই ৷ বাবুলকে শপথবাক্য পাঠ করানোর জন্য রাজ্যপাল জগদীপ ধনকড় বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্য়োপাধ্যায়কে নিয়োগ করলেও তা না-পসন্দ বাবুলের ৷ শনিবার তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রাজ্যপালকে ট্যাগ করে একটি টুইট করেন বালিগঞ্জের নবনির্বাচিত বিধায়ক ৷ কিন্তু বাবুলকে সংবিধানের ধারা স্মরণ করিয়ে শপথগ্রহণ ইস্যুতে বাবুলের আর্জি খারিজ করলেন রাজ্যপাল (Jagdeep Dhankhar rejects Babul Supriyo request on his oath taking ceremony) ৷

শনিবার টুইটে বাবুল সুপ্রিয় লেখেন, "কয়েকমাস হয়ে গেল ৷ সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর বালিগঞ্জ বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে ৷ তাই বালিগঞ্জের মানুষের কথা ভেবে জগদীপ ধনকড় মহাশয়ের কাছে আমার অনুরোধ দয়া করে আপনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন ৷ মাননীয় অধ্যক্ষকে শপথবাক্য পাঠ করানোর অনুমতি দিন যাতে আমি আমার কাজ শুরু করতে পারি ৷"

  • For the sake of the people of Ballygunge, who did not hv a MLA for several months since the demise of Subroto Mukherjee, I would request your excellency @jdhankhar1 ji to reverse the decision & allow Honble Speaker to preside over my oath taking allowing me to start my work pic.twitter.com/ol8n1oZmtp

    — Babul Supriyo (@SuPriyoBabul) April 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিস্থিতি আরও জটিল হয় যখন আশিস বন্দ্যোপাধ্যায় শনিবার রাতে বালিগঞ্জের নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করাতে অস্বীকার করেন ৷ ডেপুটি স্পিকার বলেন, এই ঘটনা স্পিকারকে অপমানের সামিল ৷ তারই পালটা দিয়ে রবিবার সকালে টুইট করেন রাজ্যপাল ৷ যেখানে ধনকড় লেখেন, "রাজ্যপাল নিযুক্ত ব্যক্তি সংবিধানের চেতনা এবং আদর্শ মেনে কাজ করবেন এমনটাই প্রত্যাশিত ৷ পাবলিক ডোমেইনে সেই নির্দেশের অন্যথা করা মোটেই উপযুক্ত কাজ নয় ৷"

আরও পড়ুন : জটিলতা অব্যাহত, অধ্যক্ষকে অপমান করে বাবুলকে শপথবাক্য পাঠ করাবেন না উপাধ্যক্ষ

এখানেই শেষ নয় ৷ বাবুলের আর্জির পরিপ্রেক্ষিতে রবিবার বিকেলে রাজভবনের প্রেস রিলিজ টুইট করে জগদীপ ধনকড় লেখেন, "মাননীয় স্পিকারের থেকে শপথবাক্য পাঠ করতে চেয়ে পাবলিক ডোমেইনে রাজ্যপালের কাছে শ্রী বাবুল সুপ্রিয় যে আবেদন করেছেন তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় ৷ একইসঙ্গে তা সংবিধানের পরিপন্থী ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.