কলকাতা, 7 জুন : টাইমস হায়ার এডুকেশন এশিয়া ব়্যাঙ্কিংয়ে রাজ্য বিশ্ববিদ্যালয় হিসেবে তৃতীয় স্থান অধিকার করে নিল কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়। ভারতের পূর্বাঞ্চলের সব রাজ্য বিশ্ববিদ্যালয়ের নিরিখে প্রথম স্থানে রয়েছে এই বিশ্ববিদ্যালয়। সেই দিক থেকে রাজ্যের মধ্যেও প্রথম স্থানে রয়েছে যাদবপুর। যাদবপুরের পরেই রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থানে রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় । রাজ্যের মধ্যে চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় রয়েছে ।
একটি বিবৃতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাশ বলেন, " সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় একাধিক আন্তর্জাতিক শিক্ষাগত স্বীকৃতি পেয়েছে। প্রথমত, দ্য টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি ব়্যাঙ্কিংয়ে সব রাজ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থানে ও দেশের পূর্বাঞ্চলের সব রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে । গোটা এশিয়ায় প্রথম 200-র মধ্যে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । এই রাজ্যের আর কোনও বিশ্ববিদ্যালয় প্রথম ২০০-র মধ্যে আসেনি ।"
এ ছাড়া, নেচার গ্রুপ বিশ্বের এবং আঞ্চলিক ও দেশের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ব়্যাঙ্কিং করেছে । 82টি সায়েন্টিফিক জার্নাল যা স্বাধীন বিশেষজ্ঞদের প্যানেল দ্বারা নির্বাচিত ও নেচার ইনডেক্স ডেটাবেস দ্বারা ট্র্যাক করা হয়, সেগুলিতে প্রকাশিত আর্টিকেল সংখ্যার উপর এই ব়্যাঙ্কিং দেওয়া হয়েছে । তাতেও যাদবপুর ভালো জায়গায় রয়েছে । ভারতের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যে প্রথম 20-র মধ্যে রয়েছে । এশিয়া পেসিফিক ব়্যাঙ্কিংয়ে 222তম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যে খুশি বিশ্ববিদ্যালয়ের সব অংশীদাররাই । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, " আমরা খুবই খুশি । আশা করি আগামীদিনে আরও ভালো করতে পারব ।"