ETV Bharat / city

রাজীব কুমারকে CGO কমপ্লেক্সে ডেকে পাঠাতে পারে CBI ? - Question raised on cbi's call to rajeev kumar

সারদাকাণ্ডে রাজীব কুমারকে সমন পাঠানো সংক্রান্ত মামলার শুনানি চলছে হাইকোর্টে ৷ সেই মামলায় গতকাল আইনজীবী মিলনবাবু জানান, মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে রাজীব কুমার কলকাতার বাইরে যেতে পারবেন না । কিন্ত এখন রোজ়ভ্যালিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে CGO কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে । এখন যদি তিনি সল্টলেকে যান সেটা তো হাইকোর্টের নির্দেশ অমান্য করা হবে ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 9, 2019, 10:38 AM IST

কলকাতা, 9 অগাস্ট : সারদার পর রোজ়ভ্যালিকাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গতকাল তলব করেছিল CBI । তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল সল্টলেকের CGO কমপ্লেক্সে । এনিয়ে কলকাতা হাইকোর্টে আপত্তি জানালেন রাজীব কুমারের আইনজীবী মিলন মুখার্জি ৷

সারদাকাণ্ডে রাজীব কুমারকে সমন পাঠানো সংক্রান্ত মামলার শুনানি চলছে হাইকোর্টে ৷ সেই মামলায় গতকাল আইনজীবী মিলনবাবু জানান, মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে রাজীব কুমার কলকাতার বাইরে যেতে পারবেন না । কিন্ত এখন রোজ়ভ্যালিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে CGO কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে । এখন যদি তিনি সল্টলেকে যান সেটা তো হাইকোর্টের নির্দেশ অমান্য করা হবে ৷

আরও পড়ুন : রোজ়ভ্যালিকাণ্ডে CBI-র তলব, 2 সপ্তাহ সময় চাইলেন রাজীব

যদিও CBI-এর আইনজীবী ওয়াই জেড দস্তুর অবশ্য জানান, এবিষয়ে তাঁর কাছে কোনও খবর বা নির্দেশ নেই । এরপর বিচারপতি মধুমতি মিত্র আজ সকাল ১১ টার সময় হলফনামা দিয়ে রাজীব কুমারকে তাঁর বক্তব্য জানানোর নির্দেশ দেন ।

পাশাপাশি গতকাল রাজীব কুমারের বক্তব্য দ্রুত শেষ করার কথা বলেন বিচারপতি ৷ তিনি রাজীব কুমারের আইনজীবী মিলন মুখার্জিকে বলেন,"আপনার মক্কেলকে সারদা চিটফান্ড সংক্রান্ত বিষয়ে সাক্ষী হিসাবে সমন পাঠানো হয়েছিল । আপনি সেই ব্যাপারে লিগাল পয়েন্টে আপনার বক্তব্য দ্রুত শেষ করুন । গত ১২ দিন ধরে আমার কাছে প্রচুর ফাইল চলে এসেছে । " মিলন মুখার্জি জানান, CBI সারদা চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তের ব্যাপারে গত ৫ বছরে কিছু করেনি । কিন্ত CBI-এর এখন একমাত্র লক্ষ্য হচ্ছে তাঁর মক্কেলকে হেফাজতে নেওয়া । তিনি সাক্ষী কিন্ত তাঁকে এখন দোষীসাব্যস্ত করা হচ্ছে অন্যায়ভাবে । সেটাই বোঝানোর চেষ্টা করছেন ৷ আজ ফের শুনানি রয়েছে ।

যদিও গতকাল তিনি CGO কমপ্লেক্সে হাজিরা দেননি ৷ কিন্তু নিজে না গেলেও CID আধিকারিকদের পাঠিয়ে দু'সপ্তাহ অতিরিক্ত সময় চেয়ে নেন ৷

উল্লেখ্য, চলতি বছরের 17 মে সুপ্রিম কোর্টে ধাক্কা খান রাজীব কুমার । তাঁর রক্ষাকবচ তুলে নেওয়া হয় । অভিবাসন দপ্তর 23 মে তাঁর বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করে ৷ ফলে তাঁর দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে যায় । 27 মে একটি খামবন্ধ চিঠি CBI দপ্তরে পাঠান তিনি । 31 মে প্রতিনিধি মারফত নিজের পাসপোর্ট CBI দপ্তরে জমা দেন ।

কলকাতা, 9 অগাস্ট : সারদার পর রোজ়ভ্যালিকাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গতকাল তলব করেছিল CBI । তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল সল্টলেকের CGO কমপ্লেক্সে । এনিয়ে কলকাতা হাইকোর্টে আপত্তি জানালেন রাজীব কুমারের আইনজীবী মিলন মুখার্জি ৷

সারদাকাণ্ডে রাজীব কুমারকে সমন পাঠানো সংক্রান্ত মামলার শুনানি চলছে হাইকোর্টে ৷ সেই মামলায় গতকাল আইনজীবী মিলনবাবু জানান, মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে রাজীব কুমার কলকাতার বাইরে যেতে পারবেন না । কিন্ত এখন রোজ়ভ্যালিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে CGO কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে । এখন যদি তিনি সল্টলেকে যান সেটা তো হাইকোর্টের নির্দেশ অমান্য করা হবে ৷

আরও পড়ুন : রোজ়ভ্যালিকাণ্ডে CBI-র তলব, 2 সপ্তাহ সময় চাইলেন রাজীব

যদিও CBI-এর আইনজীবী ওয়াই জেড দস্তুর অবশ্য জানান, এবিষয়ে তাঁর কাছে কোনও খবর বা নির্দেশ নেই । এরপর বিচারপতি মধুমতি মিত্র আজ সকাল ১১ টার সময় হলফনামা দিয়ে রাজীব কুমারকে তাঁর বক্তব্য জানানোর নির্দেশ দেন ।

পাশাপাশি গতকাল রাজীব কুমারের বক্তব্য দ্রুত শেষ করার কথা বলেন বিচারপতি ৷ তিনি রাজীব কুমারের আইনজীবী মিলন মুখার্জিকে বলেন,"আপনার মক্কেলকে সারদা চিটফান্ড সংক্রান্ত বিষয়ে সাক্ষী হিসাবে সমন পাঠানো হয়েছিল । আপনি সেই ব্যাপারে লিগাল পয়েন্টে আপনার বক্তব্য দ্রুত শেষ করুন । গত ১২ দিন ধরে আমার কাছে প্রচুর ফাইল চলে এসেছে । " মিলন মুখার্জি জানান, CBI সারদা চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তের ব্যাপারে গত ৫ বছরে কিছু করেনি । কিন্ত CBI-এর এখন একমাত্র লক্ষ্য হচ্ছে তাঁর মক্কেলকে হেফাজতে নেওয়া । তিনি সাক্ষী কিন্ত তাঁকে এখন দোষীসাব্যস্ত করা হচ্ছে অন্যায়ভাবে । সেটাই বোঝানোর চেষ্টা করছেন ৷ আজ ফের শুনানি রয়েছে ।

যদিও গতকাল তিনি CGO কমপ্লেক্সে হাজিরা দেননি ৷ কিন্তু নিজে না গেলেও CID আধিকারিকদের পাঠিয়ে দু'সপ্তাহ অতিরিক্ত সময় চেয়ে নেন ৷

উল্লেখ্য, চলতি বছরের 17 মে সুপ্রিম কোর্টে ধাক্কা খান রাজীব কুমার । তাঁর রক্ষাকবচ তুলে নেওয়া হয় । অভিবাসন দপ্তর 23 মে তাঁর বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করে ৷ ফলে তাঁর দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে যায় । 27 মে একটি খামবন্ধ চিঠি CBI দপ্তরে পাঠান তিনি । 31 মে প্রতিনিধি মারফত নিজের পাসপোর্ট CBI দপ্তরে জমা দেন ।

Intro:সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানোর ব্যাপারে আপত্তি প্রকাশ করলেন রাজীব কুমারের আইনজীবী Body:মানস নস্কর---

রাজীব কুমারকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো নিয়ে হাইকোর্টে আপত্তি জানালেন রাজীব কুমারের আইনজীবী

কলকাতা ৮ অগাস্ট ঃ
রাজীব কুমারকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো নিয়ে হাইকোর্টে আপত্তি প্রকাশ করলেন রাজীব কুমারের আইনজীবী মিলন মুখার্জি। সারদা চিটফান্ড সংক্রান্ত মামলায় রাজীব কুমারকে সমন পাঠানো সংক্রান্ত যে মামলার শুনানি চলছে হাইকোর্টে সেই মামলায় আজ রাজীব কুমারের আইনজীবী বলেন,"আমাকে মহামান্য হাইকোর্টই একটা নির্দেশ দিয়েছিল যে আমি কলকাতার বাইরে যেতে পারবো না।কিন্ত এখন রোজভ্যালি সংক্রান্ত মামলায় আমাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। এখন যদি আমি সল্টলেকে যাই সেটাতো হাইকোর্টের নির্দেশ অমান্য করা হবে! "এ ব্যাপারে সিবিআইয়ের আইনজীবী ওয়াই জেড দস্তুর অবশ্য জানান এই ব্যাপারে তার কাছে কোনো খবর নেই বা ইনট্রাকসন নেই।" তখন বিচারপতি মধুমতী মিত্র আগামীকাল সকাল ১১টার সময় হলফনামা দিয়ে রাজীব কুমারকে তার বক্তব্য জানাতে বলেছে কোর্ট।


পাশাপাশি আজ রাজীব কুমারের বক্তব্য এবার দ্রুত শেষ করার কথা বলেন বিচারপতি মধুমতী মিত্র। তিনি রাজীব কুমারের আইনজীবী মিলন মুখার্জিকে বলেন,"আপনার মক্কেলকে সারদা চিটফান্ড সংক্রান্ত বিষয়ে সাক্ষী হিসাবে সমন পাঠানো হয়েছিল। আপনি সেই ব্যাপারে" লিগাল পয়েন্টে" আপনার বক্তব্য দ্রুত শেষ করুন।গত ১২ দিন ধরে আমার কাছে প্রচুর ফাইল চলে এসেছে। "তখন মিলন মুখার্জি বলেন," সিবিআই সারদা চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তের ব্যাপারে গত ৫ বছরে কিছু করেনি। কিন্ত সিবিআইয়ের এখন একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাকে হেফাজতে নেওয়া। আমি সাক্ষী কিন্ত আমাকে এখন দোষী সাব্যস্ত করা হচ্ছে অন্যায় ভাবে। সেটাই আমি বলার, বোঝানোর চেষ্টা করে যাচ্ছি।সেই জন্যই আমার একটু সময় লেগে যাচ্ছে। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী মাইলর্ড।"

আগামীকাল আবার শুনানি। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.