কলকাতা, 4 অগাস্ট : রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বিলগ্নীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে 16 অগাস্ট থেকে অনির্দিষ্টকালীন অনশন করবে INTTUC ৷ গতকাল একথা জানান সভানেত্রী দোলা সেন ৷
BSNL,অর্ডিন্যান্স ফ্যাক্টরি, চিত্তরঞ্জন লোকোমোটিভ সহ 45টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, এর ফলে আর্থিকভাবে লাভবান হবে সরকার ৷ প্রথম থেকেই সরকারের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সংসদে চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে ধরনায় বসেছিলেন তৃণমূল সাংসদরা ৷ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণে আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একাধিকবার চিঠিও লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের বক্তব্য, তাতেও কোনও কাজ হয়নি ৷ তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে দলের শ্রমিক সংগঠন ৷
এই সংক্রান্ত আরও খবর : অর্ডন্যান্সের বেসরকারিকরণে আপত্তি, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
গতকাল বিলগ্নীকরণের মুখে দাঁড়িয়ে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সামনে বিক্ষোভ দেখায় INTTUC ৷ এরপর ধর্মতলায় কেন্দ্রীয় শ্রমিক নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয় ৷ সেই মঞ্চ থেকে দোলা সেন জানান, 16 অগাস্ট থেকে কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবে INTTUC ৷