ETV Bharat / city

বিজেপিকে রুখতে তৃণমূলের হাতিয়ার মাতৃভাষা দিবস - International Mother Language Day

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস । বাংলা ও বাংলা ভাষার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে এই দিনটিকে বিশেষভাবে পালন করা উচিত বলে মনে করছে শাসকদল ।

তৃণমূলের অস্ত্র 'মাতৃভাষা দিবস'
তৃণমূলের অস্ত্র 'মাতৃভাষা দিবস'
author img

By

Published : Feb 21, 2021, 11:06 AM IST

Updated : Feb 21, 2021, 12:56 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি : বিজেপিকে রুখতে এবার ভাষা দিবসকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস । রাজ্যে ভোটের হাওয়ায় সরগরম রাজনীতি । সেদিক থেকে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে । একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস । বাংলা ভাষাকে স্বীকৃতির দাবিতে বাংলাদেশের আন্দোলন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে । পশ্চিমবঙ্গের মাতৃভাষাও বাংলা । অন্যদিকে, বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের হাতিয়ার বাংলার সংস্কৃতি, ভাষা । এই পরিস্থিতিতে একুশে ফেব্রুয়ারি শাসকদলের অন্যতম হাতিয়ার হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ।

রাজ্যের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, "একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । এই দিন আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ । তার কারণ বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে বহু মানুষ নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন । শহিদদের প্রতি সম্মান জানানো আমাদের কর্তব্য । আর এই বছর একুশে ফেব্রুয়ারি দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন । বাংলা ও বাংলা ভাষার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা আমাদের অঙ্গীকার ।" কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, "প্রতিবছর আমরা শহিদদের মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করি । কিন্তু এ বছর এই দিনটা বিশেষ তাৎপর্যপূর্ণ । তার কারণ আমাদের রাজ্য থেকে বাংলা ভাষা বিলুপ্ত হতে চলেছে । কিছু বাংলায় কথা না বলা মানুষ বাংলা ভাষাকে অসম্মানিত করছে । বাংলার বাইরে থেকে এসে বাংলা ভাষার অপব্যবহার করছে এবং বিকৃত করে দিচ্ছে । তাই এবছর আন্তর্জাতিক ভাষা দিবস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ।"

আরও পড়ুন : বিজেপিকে "ভাষা সন্ত্রাসের আমদানিকারক" বলে আক্রমণ পার্থর

প্রাক্তন কাউন্সিলর রত্না রায় মজুমদার জানিয়েছেন, "বাংলা ভাষার জন্য লড়াই করে নিজেদের জীবন দিয়ে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে মাতৃভাষার গুরুত্ব । বাংলাদেশ নিজেদের মাতৃভাষাকে যেভাবে সম্মান করে, আমাদের রাএকুসে পেব্জ্যেরুয়ারি ও বাংলাকে ঠিক ততটা সম্মান দেওয়া উচিত । দুই দেশের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে । আমাদের রাজ্যে বাংলা ভাষার উপর আরও বেশি করে গুরুত্ব আরোপ করা উচিত । আমাদের সুযোগ আছে ইংরেজিতে কথা বলার । কিন্তু ইংরেজির সঙ্গেই সমান মর্যাদা দিতে হবে নিজেদের মাতৃভাষাকে ।"

তৃণমূলের অস্ত্র 'মাতৃভাষা দিবস'

কলকাতা, 20 ফেব্রুয়ারি : বিজেপিকে রুখতে এবার ভাষা দিবসকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস । রাজ্যে ভোটের হাওয়ায় সরগরম রাজনীতি । সেদিক থেকে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে । একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস । বাংলা ভাষাকে স্বীকৃতির দাবিতে বাংলাদেশের আন্দোলন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে । পশ্চিমবঙ্গের মাতৃভাষাও বাংলা । অন্যদিকে, বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের হাতিয়ার বাংলার সংস্কৃতি, ভাষা । এই পরিস্থিতিতে একুশে ফেব্রুয়ারি শাসকদলের অন্যতম হাতিয়ার হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ।

রাজ্যের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, "একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । এই দিন আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ । তার কারণ বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে বহু মানুষ নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন । শহিদদের প্রতি সম্মান জানানো আমাদের কর্তব্য । আর এই বছর একুশে ফেব্রুয়ারি দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন । বাংলা ও বাংলা ভাষার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা আমাদের অঙ্গীকার ।" কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, "প্রতিবছর আমরা শহিদদের মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করি । কিন্তু এ বছর এই দিনটা বিশেষ তাৎপর্যপূর্ণ । তার কারণ আমাদের রাজ্য থেকে বাংলা ভাষা বিলুপ্ত হতে চলেছে । কিছু বাংলায় কথা না বলা মানুষ বাংলা ভাষাকে অসম্মানিত করছে । বাংলার বাইরে থেকে এসে বাংলা ভাষার অপব্যবহার করছে এবং বিকৃত করে দিচ্ছে । তাই এবছর আন্তর্জাতিক ভাষা দিবস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ।"

আরও পড়ুন : বিজেপিকে "ভাষা সন্ত্রাসের আমদানিকারক" বলে আক্রমণ পার্থর

প্রাক্তন কাউন্সিলর রত্না রায় মজুমদার জানিয়েছেন, "বাংলা ভাষার জন্য লড়াই করে নিজেদের জীবন দিয়ে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে মাতৃভাষার গুরুত্ব । বাংলাদেশ নিজেদের মাতৃভাষাকে যেভাবে সম্মান করে, আমাদের রাএকুসে পেব্জ্যেরুয়ারি ও বাংলাকে ঠিক ততটা সম্মান দেওয়া উচিত । দুই দেশের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে । আমাদের রাজ্যে বাংলা ভাষার উপর আরও বেশি করে গুরুত্ব আরোপ করা উচিত । আমাদের সুযোগ আছে ইংরেজিতে কথা বলার । কিন্তু ইংরেজির সঙ্গেই সমান মর্যাদা দিতে হবে নিজেদের মাতৃভাষাকে ।"

তৃণমূলের অস্ত্র 'মাতৃভাষা দিবস'
Last Updated : Feb 21, 2021, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.