ETV Bharat / city

11 অক্টোবর পর্যন্ত নিরঞ্জন, কড়া নিরাপত্তা বাবুঘাটে

ছোটো-বড় মিলিয়ে কলকাতার প্রায় 15টি ঘাটে চলছে নিরঞ্জন । প্রতিবছরের মতো এবারও নিরঞ্জনের জন্য ভিড় জমেছে বাঁজা কদমতলা ঘাটে ৷ কোনও বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ৷

babughat
author img

By

Published : Oct 9, 2019, 10:18 AM IST

কলকাতা, 9 অক্টোবর : গতকাল থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন ৷ ছোটো-বড় মিলিয়ে কলকাতার প্রায় 15টি ঘাটে চলছে নিরঞ্জন । প্রতিবছরের মতো এবারও নিরঞ্জনের জন্য ভিড় জমেছে বাঁজা কদমতলা ঘাটে ৷ কোনও বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ৷

গতকাল দুপুর থেকেই নিরঞ্জন শুরু হয়েছে বাঁজা কদমতলা ঘাটে ৷ গতকাল মূলত বাড়ির পুজোর প্রতিমার নিরঞ্জন হয়েছে ৷ পাশাপাশি কয়েকটি বারোয়ারি পুজো কমিটিকেও দেখা গেছে বাঁজা কদমতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন দিতে ৷ বাবুঘাট এলাকা জুড়ে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা ৷ কলকাতা পুলিশের তরফে কয়েকটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে । ইডেন গার্ডেনের সামনের রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে ৷ নিরঞ্জনের জন্য প্রতিমা নিয়ে যে ট্রাকগুলি আসছে শুধুমাত্র তাদের এবং দর্শনার্থীদের সেখান দিয়ে যেতে দেওয়া হচ্ছে । বাকি গাড়িগুলিকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে । বিদ্যুৎ, নিকাশি ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ছাড়াও ঘাটে রয়েছেন পোর্ট ট্রাস্টের কর্মীরা । প্রতিদিন সকাল 10টা থেকে প্রতিমা নিরঞ্জন শুরু হচ্ছে । নিরঞ্জনের পর ঘাট পরিষ্কার করা হচ্ছে ৷

মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, "প্রতিবছরের মতো এবারও ঘাটে কলকাতা পৌরনিগমের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট ও অন্যান্য বিভাগের কর্মীদের মোতায়েন করা হয়েছে ৷ তিনি বলেন, "পুলিশ,অ্যাম্বুলেন্স,ডাক্তার ও অন্যান্য বিভাগের কর্মী মিলিয়ে প্রচুর লোক এখানে কাজ করছেন ৷ ঘাটে তিনটি ক্রেন রাখা হয়েছে । যথাসম্ভব সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা হয়েছে ৷"

উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজো কার্নিভাল হবে 11 অক্টোবর ৷ শহরের একাধিক নামী পুজো অংশ নেবে সেখানে ৷

কলকাতা, 9 অক্টোবর : গতকাল থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন ৷ ছোটো-বড় মিলিয়ে কলকাতার প্রায় 15টি ঘাটে চলছে নিরঞ্জন । প্রতিবছরের মতো এবারও নিরঞ্জনের জন্য ভিড় জমেছে বাঁজা কদমতলা ঘাটে ৷ কোনও বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ৷

গতকাল দুপুর থেকেই নিরঞ্জন শুরু হয়েছে বাঁজা কদমতলা ঘাটে ৷ গতকাল মূলত বাড়ির পুজোর প্রতিমার নিরঞ্জন হয়েছে ৷ পাশাপাশি কয়েকটি বারোয়ারি পুজো কমিটিকেও দেখা গেছে বাঁজা কদমতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন দিতে ৷ বাবুঘাট এলাকা জুড়ে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা ৷ কলকাতা পুলিশের তরফে কয়েকটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে । ইডেন গার্ডেনের সামনের রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে ৷ নিরঞ্জনের জন্য প্রতিমা নিয়ে যে ট্রাকগুলি আসছে শুধুমাত্র তাদের এবং দর্শনার্থীদের সেখান দিয়ে যেতে দেওয়া হচ্ছে । বাকি গাড়িগুলিকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে । বিদ্যুৎ, নিকাশি ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ছাড়াও ঘাটে রয়েছেন পোর্ট ট্রাস্টের কর্মীরা । প্রতিদিন সকাল 10টা থেকে প্রতিমা নিরঞ্জন শুরু হচ্ছে । নিরঞ্জনের পর ঘাট পরিষ্কার করা হচ্ছে ৷

মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, "প্রতিবছরের মতো এবারও ঘাটে কলকাতা পৌরনিগমের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট ও অন্যান্য বিভাগের কর্মীদের মোতায়েন করা হয়েছে ৷ তিনি বলেন, "পুলিশ,অ্যাম্বুলেন্স,ডাক্তার ও অন্যান্য বিভাগের কর্মী মিলিয়ে প্রচুর লোক এখানে কাজ করছেন ৷ ঘাটে তিনটি ক্রেন রাখা হয়েছে । যথাসম্ভব সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা হয়েছে ৷"

উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজো কার্নিভাল হবে 11 অক্টোবর ৷ শহরের একাধিক নামী পুজো অংশ নেবে সেখানে ৷

Intro:চারদিন বাপের বাড়িতে আদরে ও যত্নে কাটিয়ে এবার কৈলাশে ফেরার পালা উমার। তাই স্বাভাবিকভাবেই মন ভারাক্রান্ত হলেও আসছে বছর আবার আসার প্রতিশ্রুতি দিয়ে যান দেবী দুর্গা।


Body:ধর্মতলা চত্বরের বাজীবকদমতলা ঘাট বা বাবুঘাটে আজ দুপুরে থেকেই শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জনের পালা। শুধু এই ঘাটটিতেই নয় কলকাতার ছোট বড় ঘাট মিলিয়ে 15টি ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন। ঠাকুর ভাষান শুরু হয়েছে বাড়ির ঠাকুরগুলি দিয়ে। কয়েকটি বারোয়ারি পুজোর ঠাকুর ভাষান হবে আজ। যদিও কলকাতার নাম করা পুজোগুলির ভাষান হবে 11 অক্টোবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুজোর কার্নিভাল আয়োজিত হবে 11 অক্টোবর। সেখানে অংশগ্রহণ করবে কলকাতার নামজাদা পূজগুলি।

অন্যদিকে সমস্ত বাবুঘাট এলাকা জুড়েই পুলিশি নিরাপত্তা লক্ষ করা গেছে। এমএমআইসি পার্কস এন্ড স্কার্স দেবাশীষ কুমার বলেন, "প্রতিবছরের মতো এবছরও ডিজাস্টার ম্যানেজমেন্ট কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মীরা পুলিশ অ্যাম্বুলেন্স ডাক্তার সবমিলিয়ে প্রচুর কর্মী এখানে কাজ করে চলেছে এখানে আমাদের তিনটি ক্রেন কাজ করছে এবং যথাসম্ভব সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জন করা ব্যবস্থা করা হয়েছে 11 তারিখ পর্যন্ত চলবে এই নিরঞ্জন প্রক্রিয়া।"

এলাকাজুড়ে কলকাতা পুলিশের তরফে বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার করা হয়েছে। শৃঙ্খলা বজায় রাখার জন্য ইডেন গার্ডেনের সামনে থেকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র নিরঞ্জন করার ট্রাক এবং দর্শনার্থী ছাড়া বাকি লোকেদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বেলা 2:30 থেকে শুরু হয়েছে বিসর্জন কলকাতা মুনিসিপাল করপরেশন রয়েছে পাঁচ রাজ্যের কর্মী বিদ্যুৎ বিভাগ সুয়ারেজের কর্মী ওয়াটার সাপ্লাই কর্মী শিবির কর্মী ও স্বাস্থ্য বিভাগের কর্মী এছাড়াও রয়েছে পোর্ট ট্রাস্টের কর্মীরা।


Conclusion:কেএমসি তরফে জানানো হয়েছে যে প্রতিদিন প্রতিমা নিরঞ্জনের পরে পাম্পের সাহায্যে পুরো ঘাটকে পরিষ্কার করে ফেলা হয় আবার পরের দিন সকাল দশটা থেকে নিরঞ্জন প্রক্রিয়া শুরু হয়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.