ETV Bharat / city

West Bengal Weather Update : উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কয়েক পশলা - Rain in West Bengal

আজ কলকাতা এবং আশপাশে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে ৷ রাজ্যে বর্ষা ঢুকেছে, তাই দক্ষিণেও বৃষ্টি হতে পারে ৷ তবে তা খুবই হালকা হবে ৷ উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজও (West Bengal Weather Update) ৷

West Bengal Monsoon
পশ্চিমবঙ্গে বর্ষা
author img

By

Published : Jun 19, 2022, 6:43 AM IST

Updated : Jun 19, 2022, 7:17 AM IST

কলকাতা, 19 জুন : বঙ্গে বর্ষা প্রবেশ করেছে, জানিয়েছে হাওয়া অফিস । আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশচন্দ্র দাস জানান, দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বর্ষা ঢুকেছে । দুই 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, নদিয়া, দুই বর্ধমান ও বীরভূমে বর্ষা এসেছে ।

আগামী 2-3 দিনে রাজ্যের সর্বত্র পুরোপুরি বর্ষা ঢুকবে । যদিও দক্ষিণে বর্ষার প্রভাব দুর্বল, তাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে । শনিবার একটু বেশি বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর ও দুই 24 পরগনাতে । আজ রবিবার একটু বেশি বৃষ্টি হবে মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দুই দিনাজপুরে । তাপমাত্রা অনেকটাই কমেছে এবং এই তাপমাত্রা বজায় থাকবে, জানিয়েছেন অধিকর্তা ।

দক্ষিণবঙ্গেও বর্ষা এসেছে, আগামী ক'দিন কেমন আবহাওয়া থাকবে ? জানালেন আলিপুরের অধিকর্তা গণেশচন্দ্র দাস

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 19th June : তুলা রাশির আজ দিনটি বেশ ভালই কাটবে, আপনার দিন কেমন যাবে জানুন রাশিফলে

শনিবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ রবিবারও আকাশ মেঘলাই থাকবে । শহর এবং শহরতলিতে কয়েক পশলা বৃষ্টি হবে । রোববার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে (IMD Kolkata weather forecasts generally cloudy sky with one or two spells of rain) ৷

রবিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে । তবে সোমবারের পর থেকে উত্তরে বৃষ্টির পরিমাণ কমবে । কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ইতিমধ্যে একটানা বৃষ্টির প্রভাবে উত্তরবঙ্গের নদীগুলিত জলস্তর বৃদ্ধি পেয়েছে । টানা বৃষ্টির পূর্বাভাসে উত্তরবঙ্গে ভ্রূকুটি । দক্ষিণবঙ্গে বর্ষা হাসি ফোটাচ্ছে ।

কলকাতা, 19 জুন : বঙ্গে বর্ষা প্রবেশ করেছে, জানিয়েছে হাওয়া অফিস । আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশচন্দ্র দাস জানান, দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বর্ষা ঢুকেছে । দুই 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, নদিয়া, দুই বর্ধমান ও বীরভূমে বর্ষা এসেছে ।

আগামী 2-3 দিনে রাজ্যের সর্বত্র পুরোপুরি বর্ষা ঢুকবে । যদিও দক্ষিণে বর্ষার প্রভাব দুর্বল, তাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে । শনিবার একটু বেশি বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর ও দুই 24 পরগনাতে । আজ রবিবার একটু বেশি বৃষ্টি হবে মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দুই দিনাজপুরে । তাপমাত্রা অনেকটাই কমেছে এবং এই তাপমাত্রা বজায় থাকবে, জানিয়েছেন অধিকর্তা ।

দক্ষিণবঙ্গেও বর্ষা এসেছে, আগামী ক'দিন কেমন আবহাওয়া থাকবে ? জানালেন আলিপুরের অধিকর্তা গণেশচন্দ্র দাস

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 19th June : তুলা রাশির আজ দিনটি বেশ ভালই কাটবে, আপনার দিন কেমন যাবে জানুন রাশিফলে

শনিবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ রবিবারও আকাশ মেঘলাই থাকবে । শহর এবং শহরতলিতে কয়েক পশলা বৃষ্টি হবে । রোববার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে (IMD Kolkata weather forecasts generally cloudy sky with one or two spells of rain) ৷

রবিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে । তবে সোমবারের পর থেকে উত্তরে বৃষ্টির পরিমাণ কমবে । কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ইতিমধ্যে একটানা বৃষ্টির প্রভাবে উত্তরবঙ্গের নদীগুলিত জলস্তর বৃদ্ধি পেয়েছে । টানা বৃষ্টির পূর্বাভাসে উত্তরবঙ্গে ভ্রূকুটি । দক্ষিণবঙ্গে বর্ষা হাসি ফোটাচ্ছে ।

Last Updated : Jun 19, 2022, 7:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.