ETV Bharat / city

Illegal Pond Filling: কাউন্সিলর ও বাসিন্দাদের তৎপরতায় ব্যর্থ পুকুর ভরাটের অপচেষ্টা - কলকাতা পৌরনিগম

স্থানীয় বাসিন্দা, কাউন্সিলর এবং পৌরপ্রশাসনের (Kolkata Municipal Corporation) তৎপরতায় বন্ধ হল বেআইনি পুকুর ভরাট (Illegal Pond Filling) ৷ যাদবপুরের সন্তোষপুর এলাকার ঘটনা ৷

Illegal Pond Filling stopped by Kolkata Municipal Corporation
Illegal Pond Filling: কাউন্সিলর ও বাসিন্দাদের তৎপরতায় ব্যর্থ পুকুর ভরাটের অপচেষ্টা
author img

By

Published : Oct 10, 2022, 10:24 PM IST

কলকাতা, 10 অক্টোবর: একদিকে যখন শহরজুড়ে জলাশয় সংরক্ষণে তৎপর হচ্ছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation), ঠিক তখনই যাদবপুরের সন্তোষপুর এলাকায় প্রায় আট কাঠার একটি পুকুর বেআইনিভাবে ভরাটের (Illegal Pond Filling) অভিযোগ ওঠে এক প্রোমোটারের বিরুদ্ধে ৷ শেষমেশ স্থানীয় বাসিন্দা, এলাকার কাউন্সিলর ও পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপে বন্ধ হয় সেই অনিয়ম ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিরাট ওই পুকুরটি রয়েছে মর্ডান পার্ক এলাকায় ৷ অভিযোগ ছিল, গভীর রাতে অথবা ভোরের দিকে গোপনে পুকুর ভরাটের প্রক্রিয়া শুরু করেন এক প্রোমোটার ৷ একের পর এক ট্রাকে রাবিশ বোঝাই করে এনে তা ফেলা হয় ওই জলাভূমিতে ৷ এই বেআইনি কারবার রুখতে প্রাথমিকভাবে মাঠে নামেন এলাকার সাধারণ বাসিন্দারা ৷ 103 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ঘটনার ছবি-সহ কাউন্সিলর নন্দিতা রায়কে অভিযোগ জানান ৷ হস্তক্ষেপ করেন পরিবেশকর্মীরাও ৷

আরও পড়ুন: চলছে পুকুর ভরাট ! কাঠগড়ায় শাসকদলের যুব সভাপতি, উদাসীন প্রশাসন

পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, তাদের তথ্যভাণ্ডার অনুসারে ওই জলাভূমির ঠিকানা হল 28/3, পার্ক অ্যাভিনিউ, মর্ডার্ন পার্ক, সন্তোষপুর ৷ রক্ষণাবেক্ষণের অভাবে সেটি কচুরিপানায় ভরে ছিল ৷ আর সেই সুযোগেই সপ্তাহ খানেক ধরে পুকুর ভরাট করতে শুরু করেন অভিযুক্ত প্রমোটার ৷

স্থানীয় কাউন্সিলর নন্দিতা রায় জানান, "বছরখানেক আগেও একবার এই পুকুরটি ভরাটের চেষ্টা করা হয়েছিল ৷ সেই সময় অভিযোগ পেয়েই নোটিশ দেওয়া হয় ৷ ফলে সেবারও রক্ষা পেয়ে যায় জলাশয়টি ৷ এবারও অভিযোগ আসতেই আমি বরো আধিকারিক-সহ সংশ্লিষ্ট সমস্ত বিভাগের আধিকারিকদের বিষয়টি জানিয়েছি ৷ তাঁরাই প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন ৷ ওই জলাশয়ের সামনেই একটি বহুতল তৈরি করা হচ্ছে ৷ সেই কাজ চলাকালীন পিছনের জলাশয়টিকেও বুজিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছিল ৷"

উল্লেখ্য, মাঝেমধ্যেই কলকাতার নানা প্রান্তে জলাভূমি ভরাটের অভিযোগ ওঠে ৷ ইতিমধ্যেই মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে সংশ্লিষ্ট সবপক্ষকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন ৷ সম্প্রতি বেশ কয়েকটি জলাশয় ভরাট রুখে তা সংস্কারও করেছে পৌরপ্রশাসন ৷ তাদের তরফে নাগরিকদেরও বার্তা দেওয়া হচ্ছে, যাতে তাঁরা এমন অনিয়ম দেখলেই পুলিশ ও পৌরনিগমকে দ্রুত খবর দেন ৷

কলকাতা, 10 অক্টোবর: একদিকে যখন শহরজুড়ে জলাশয় সংরক্ষণে তৎপর হচ্ছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation), ঠিক তখনই যাদবপুরের সন্তোষপুর এলাকায় প্রায় আট কাঠার একটি পুকুর বেআইনিভাবে ভরাটের (Illegal Pond Filling) অভিযোগ ওঠে এক প্রোমোটারের বিরুদ্ধে ৷ শেষমেশ স্থানীয় বাসিন্দা, এলাকার কাউন্সিলর ও পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপে বন্ধ হয় সেই অনিয়ম ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিরাট ওই পুকুরটি রয়েছে মর্ডান পার্ক এলাকায় ৷ অভিযোগ ছিল, গভীর রাতে অথবা ভোরের দিকে গোপনে পুকুর ভরাটের প্রক্রিয়া শুরু করেন এক প্রোমোটার ৷ একের পর এক ট্রাকে রাবিশ বোঝাই করে এনে তা ফেলা হয় ওই জলাভূমিতে ৷ এই বেআইনি কারবার রুখতে প্রাথমিকভাবে মাঠে নামেন এলাকার সাধারণ বাসিন্দারা ৷ 103 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ঘটনার ছবি-সহ কাউন্সিলর নন্দিতা রায়কে অভিযোগ জানান ৷ হস্তক্ষেপ করেন পরিবেশকর্মীরাও ৷

আরও পড়ুন: চলছে পুকুর ভরাট ! কাঠগড়ায় শাসকদলের যুব সভাপতি, উদাসীন প্রশাসন

পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, তাদের তথ্যভাণ্ডার অনুসারে ওই জলাভূমির ঠিকানা হল 28/3, পার্ক অ্যাভিনিউ, মর্ডার্ন পার্ক, সন্তোষপুর ৷ রক্ষণাবেক্ষণের অভাবে সেটি কচুরিপানায় ভরে ছিল ৷ আর সেই সুযোগেই সপ্তাহ খানেক ধরে পুকুর ভরাট করতে শুরু করেন অভিযুক্ত প্রমোটার ৷

স্থানীয় কাউন্সিলর নন্দিতা রায় জানান, "বছরখানেক আগেও একবার এই পুকুরটি ভরাটের চেষ্টা করা হয়েছিল ৷ সেই সময় অভিযোগ পেয়েই নোটিশ দেওয়া হয় ৷ ফলে সেবারও রক্ষা পেয়ে যায় জলাশয়টি ৷ এবারও অভিযোগ আসতেই আমি বরো আধিকারিক-সহ সংশ্লিষ্ট সমস্ত বিভাগের আধিকারিকদের বিষয়টি জানিয়েছি ৷ তাঁরাই প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন ৷ ওই জলাশয়ের সামনেই একটি বহুতল তৈরি করা হচ্ছে ৷ সেই কাজ চলাকালীন পিছনের জলাশয়টিকেও বুজিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছিল ৷"

উল্লেখ্য, মাঝেমধ্যেই কলকাতার নানা প্রান্তে জলাভূমি ভরাটের অভিযোগ ওঠে ৷ ইতিমধ্যেই মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে সংশ্লিষ্ট সবপক্ষকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন ৷ সম্প্রতি বেশ কয়েকটি জলাশয় ভরাট রুখে তা সংস্কারও করেছে পৌরপ্রশাসন ৷ তাদের তরফে নাগরিকদেরও বার্তা দেওয়া হচ্ছে, যাতে তাঁরা এমন অনিয়ম দেখলেই পুলিশ ও পৌরনিগমকে দ্রুত খবর দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.