কলকাতা, ২৪ ডিসেম্বর : অ্যালকোহল ব্যবসায় ক্ষতি হওয়ার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হল আইএফবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কিছু আবগারি আধিকারিকদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি জানিয়েছেন তারা। মুখ্যমন্ত্রীর পাশাপাশি একই রকম তদন্তের জন্য পশ্চিমবঙ্গের অর্থ-বাণিজ্য ও শিল্প দপ্তরের কাছেও দাবি জানিয়েছে এই সংস্থা।
এক শ্রেণির আধিকারিকদের নৈরাজ্যের কারণে দীর্ঘ দিন ধরেই অ্যালকোহল ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠছে। আধিকারিকদের নীতি বিরুদ্ধ কাজ নিয়ে সরব আইএফবি সংস্থা। সমস্যা নিয়ে তারা এবারে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে।
আরও পড়ুন : বিশ্বভারতীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রীকে, দাবি ব্রাত্যর
প্রসঙ্গত, রাজ্য সরকার শুল্ক বাবদ অ্যালকোহল থেকে প্রচুর অর্থ আদায় করে। বিহার সরকার অ্যালকোহল নিয়ে কড়া অবস্থান নেওয়ার পর থেকেই এ রাজ্যে চাহিদা অত্যন্ত বেশি। অ্যালকোহল ব্যবসায় সমস্যা হলে রাজ্য সরকারের শুল্কে টান পড়তে পারে। সেইমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আইএফবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে সংস্থা ব্যবসায় ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে চিঠি লিখে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সমস্যার সমাধান ঘটবে বলে তাদের আশা।