ETV Bharat / city

কোরোনার ত্রাণ তহবিলে একদিনের বেতন দান করতে চলেছেন IAS-রা

author img

By

Published : Mar 24, 2020, 6:53 PM IST

কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিলে নিজেদের একদিনের বেতন দান করার সিদ্ধান্ত নিল IAS অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কলকাতা, 24 মার্চ : কোরোনা মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেছেন মুখ্যমন্ত্রী ৷ সেই ত্রাণ তহবিলে নিজেদের বেতনের একদিনের টাকা দান করার জন্য আবেদন জানালেন IAS অফিসার্স অ্যাসেসিয়েশন ।

IAS অফিসার্স অ্যাসোসিয়েশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেতনের একদিনে টাকা মুখ্যমন্ত্রীর ইমার্জেন্সি রিলিফ ফান্ডে দান করার । রাজ্যের সব IAS অফিসারের দান করা টাকা অ্যাসোসিয়েশনের মাধ্যমে তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর কোরোনা রিলিফ ফান্ডে । অ্যাসোসিয়েশন সূত্রের খবর এমনটাই ।

রাজ্য সরকার সাড়ে 7 কোটি মানুষকে বিনামূল্যে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত । মাসিক 5 কেজি করে চাল পরিবারপিছু দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । একইভাবে দেওয়া হবে মিড ডে মিল এবং অন্য সরকারি প্রকল্পের সুবিধা । গত শনিবার নবান্নে সে কথাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি অভিযোগ তোলেন কোরোনা পরিস্থিতিতে আর্থিক সাহায্য করছে না কেন্দ্রীয় সরকার । এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে সাহায্যের কোনও প্রতিশ্রুতি আসেনি বলেই জানা গেছে নবান্ন সূত্রে । এই পরিস্থিতিতে কোরোনার বিরুদ্ধে লড়াই চালাতে প্রয়োজন টাকার । রাজ্য সরকার ইতিমধ্যেই 200 কোটি টাকার ফান্ড তৈরি করেছে বিষয়টি নিয়ে । কিন্তু যদি পরিস্থিতি খারাপ হয় তবে প্রয়োজন হবে আরও অনেক বেশি ফান্ডের । সেই সূত্রেই এগিয়ে এল রাজ্যের IAS অফিসার্স অ্যাসোসিয়েশন ।

CM's Corona Fund
কোরোনার ত্রাণ তহবিলে একদিনের বেতন দান করতে চলেছেন IAS-রা

অ্যাসোসিয়েশনের তরফে যে নোটিসটি জারি করা হয়েছে তাতে দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট নম্বর । সেখানে গত ফেব্রুয়ারি মাসের এক দিনের মাইনের টাকা দান করতে বলা হয়েছে । অ্যাসোসিয়েশনের এই ডাকে সব IPS অফিসারা একদিনের মাইনে দিতে প্রস্তুত বলে জানা গেছে ।

কলকাতা, 24 মার্চ : কোরোনা মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেছেন মুখ্যমন্ত্রী ৷ সেই ত্রাণ তহবিলে নিজেদের বেতনের একদিনের টাকা দান করার জন্য আবেদন জানালেন IAS অফিসার্স অ্যাসেসিয়েশন ।

IAS অফিসার্স অ্যাসোসিয়েশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেতনের একদিনে টাকা মুখ্যমন্ত্রীর ইমার্জেন্সি রিলিফ ফান্ডে দান করার । রাজ্যের সব IAS অফিসারের দান করা টাকা অ্যাসোসিয়েশনের মাধ্যমে তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর কোরোনা রিলিফ ফান্ডে । অ্যাসোসিয়েশন সূত্রের খবর এমনটাই ।

রাজ্য সরকার সাড়ে 7 কোটি মানুষকে বিনামূল্যে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত । মাসিক 5 কেজি করে চাল পরিবারপিছু দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । একইভাবে দেওয়া হবে মিড ডে মিল এবং অন্য সরকারি প্রকল্পের সুবিধা । গত শনিবার নবান্নে সে কথাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি অভিযোগ তোলেন কোরোনা পরিস্থিতিতে আর্থিক সাহায্য করছে না কেন্দ্রীয় সরকার । এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে সাহায্যের কোনও প্রতিশ্রুতি আসেনি বলেই জানা গেছে নবান্ন সূত্রে । এই পরিস্থিতিতে কোরোনার বিরুদ্ধে লড়াই চালাতে প্রয়োজন টাকার । রাজ্য সরকার ইতিমধ্যেই 200 কোটি টাকার ফান্ড তৈরি করেছে বিষয়টি নিয়ে । কিন্তু যদি পরিস্থিতি খারাপ হয় তবে প্রয়োজন হবে আরও অনেক বেশি ফান্ডের । সেই সূত্রেই এগিয়ে এল রাজ্যের IAS অফিসার্স অ্যাসোসিয়েশন ।

CM's Corona Fund
কোরোনার ত্রাণ তহবিলে একদিনের বেতন দান করতে চলেছেন IAS-রা

অ্যাসোসিয়েশনের তরফে যে নোটিসটি জারি করা হয়েছে তাতে দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট নম্বর । সেখানে গত ফেব্রুয়ারি মাসের এক দিনের মাইনের টাকা দান করতে বলা হয়েছে । অ্যাসোসিয়েশনের এই ডাকে সব IPS অফিসারা একদিনের মাইনে দিতে প্রস্তুত বলে জানা গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.