ETV Bharat / city

Sisir Adhikari on Partha Arrest: ‘অন্যের খারাপদিনে মজা দেখব এমন মানুষ আমি নই, আমি শিশির অধিকারী’

পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি (ED Arrest Partha Chatterjee) ৷ এই নিয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷ কিন্তু তাঁর বাবা শিশির অধিকারী (TMC MP Sisir Adhikari) এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ৷ তিনি বললেন, ‘‘অন্যের খারাপদিনে মজা দেখব এমন মানুষ আমি নই, আমি শিশির অধিকারী ৷’’

I wont make fun in somenones bad time I am Sisir Adhikari
Sisir Adhikari on Partha Arrest: ‘অন্যের খারাপদিনে মজা দেখব এমন মানুষ আমি নই, আমি শিশির অধিকারী’
author img

By

Published : Jul 23, 2022, 3:59 PM IST

কলকাতা, 23 জুলাই : রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Elections 2022) সময় তাঁর অবস্থান দলে থাকা না থাকা নিয়ে কম বিতর্ক হয়নি । তবে রাজনীতিতে থেকেও যে তিনি ভিন্ন মেরুর বাসিন্দা আরও একবার তা বুঝিয়ে দিলেন প্রবীণ তৃণমূল কংগ্রেস সাংসদ শিশির অধিকারী (TMC MP Sisir Adhikari) ।

এদিন সকালে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার (Partha Chatterjee Arrested) হওয়ার পর প্রতিক্রিয়ার জন্য ইটিভি ভারতের তরফ থেকে তাঁকে বারবার ফোন করা হয় । সে সময় তিনি ফোন ধরেননি । দুপুরে তিনি নিজেই ফোন করেন এই প্রতিবেদককে । তখন তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, অন্যের দুর্দিনে মজা দেখার সংস্কৃতিতে তিনি বিশ্বাসী নন । এতে তাঁর রুচিতে বাঁধে ।

এদিন ঠিক কী বলেছেন শিশিরবাবু ? তিনি বলেন, ‘‘আমি প্রবীণ মানুষ । এসব নিয়ে কোনও প্রতিক্রিয়া দেব না । দয়া করে আমাকে খবরের অংশ করবেন না ।’’ এর পর তাঁর সংযোজন, ‘‘দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি । ভালো-মন্দে সঙ্গে থেকেছি । আজকে কারও দুর্দিনে মজা দেখার মানুষ আমি নই । আমায় ছেড়ে দিন । আমি অসুস্থ ।’’

আবেগপ্রবণ শিশির অধিকারী বলেন, ‘‘কখনোই রাজনৈতিক জীবনে কোনও টাকার ভাগ নিইনি । তাই বলে পরের খারাপ দিনে মজা দেখতে নেই । এটা আমার শিক্ষা । অনেকদিন একসঙ্গে কাজ করেছি । মাফ করবেন । কারও কারও ভালো লাগতে পারে, কিন্তু আমি সেই দলে নেই । আমার হৃদয় আছে ।’’

এদিন শিশির অধিকারীর এই বক্তব্য পাওয়ার পর ইটিভি ভারতের তরফে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (TMC Leader Kunal Ghosh) সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তিনি বলেন, ‘‘প্রথমত এটা হতে পারে শিশিরবাবু এসবের মধ্যে জড়াতে চাইছেন না, সেই কারণে তিনি এ কথা বলছেন । অথবা এটাও হতে পারে তার দুই পুত্র যেভাবে বিভিন্ন দুর্নীতিতে যুক্ত, তাতে কোনও মন্তব্য পরবর্তীতে তাঁর জন্য ব্যাকফায়ার করতে পারে । তাই তিনি অনেক ভাবনা চিন্তা করে প্রতিক্রিয়া দিচ্ছেন । তবে আমরাও চাই শিশিরবাবু সুস্থ থাকুন ।’’

আরও পড়ুন : Partha Chatterjee: পার্থ গ্রেফতার হতেই 'নির্বাক' তৃণমূল !

কলকাতা, 23 জুলাই : রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Elections 2022) সময় তাঁর অবস্থান দলে থাকা না থাকা নিয়ে কম বিতর্ক হয়নি । তবে রাজনীতিতে থেকেও যে তিনি ভিন্ন মেরুর বাসিন্দা আরও একবার তা বুঝিয়ে দিলেন প্রবীণ তৃণমূল কংগ্রেস সাংসদ শিশির অধিকারী (TMC MP Sisir Adhikari) ।

এদিন সকালে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার (Partha Chatterjee Arrested) হওয়ার পর প্রতিক্রিয়ার জন্য ইটিভি ভারতের তরফ থেকে তাঁকে বারবার ফোন করা হয় । সে সময় তিনি ফোন ধরেননি । দুপুরে তিনি নিজেই ফোন করেন এই প্রতিবেদককে । তখন তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, অন্যের দুর্দিনে মজা দেখার সংস্কৃতিতে তিনি বিশ্বাসী নন । এতে তাঁর রুচিতে বাঁধে ।

এদিন ঠিক কী বলেছেন শিশিরবাবু ? তিনি বলেন, ‘‘আমি প্রবীণ মানুষ । এসব নিয়ে কোনও প্রতিক্রিয়া দেব না । দয়া করে আমাকে খবরের অংশ করবেন না ।’’ এর পর তাঁর সংযোজন, ‘‘দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি । ভালো-মন্দে সঙ্গে থেকেছি । আজকে কারও দুর্দিনে মজা দেখার মানুষ আমি নই । আমায় ছেড়ে দিন । আমি অসুস্থ ।’’

আবেগপ্রবণ শিশির অধিকারী বলেন, ‘‘কখনোই রাজনৈতিক জীবনে কোনও টাকার ভাগ নিইনি । তাই বলে পরের খারাপ দিনে মজা দেখতে নেই । এটা আমার শিক্ষা । অনেকদিন একসঙ্গে কাজ করেছি । মাফ করবেন । কারও কারও ভালো লাগতে পারে, কিন্তু আমি সেই দলে নেই । আমার হৃদয় আছে ।’’

এদিন শিশির অধিকারীর এই বক্তব্য পাওয়ার পর ইটিভি ভারতের তরফে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (TMC Leader Kunal Ghosh) সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তিনি বলেন, ‘‘প্রথমত এটা হতে পারে শিশিরবাবু এসবের মধ্যে জড়াতে চাইছেন না, সেই কারণে তিনি এ কথা বলছেন । অথবা এটাও হতে পারে তার দুই পুত্র যেভাবে বিভিন্ন দুর্নীতিতে যুক্ত, তাতে কোনও মন্তব্য পরবর্তীতে তাঁর জন্য ব্যাকফায়ার করতে পারে । তাই তিনি অনেক ভাবনা চিন্তা করে প্রতিক্রিয়া দিচ্ছেন । তবে আমরাও চাই শিশিরবাবু সুস্থ থাকুন ।’’

আরও পড়ুন : Partha Chatterjee: পার্থ গ্রেফতার হতেই 'নির্বাক' তৃণমূল !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.